পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীপ্রমোদকুমার চট্টোপাধ্যায় উষ্ণপ্রস্রবণ, মানস সরোবর,— প্রত্যাবর্তনের পথে,—“নিপ্পনিকা সড়ক” প্রায় চারিটি মাইল চলিবার পর, বেলা একটা নাগাদ মাঠের মধ্যে একস্থানে সকলে বসিল। আমিও জরে কঁাপিতে কঁাপিতে বাহন হইতে ঘাড় গুজিয়া পড়িয়া গেলাম। প্রপর রৌদ্রে যাত্রার প্রারম্ভেই আমার জর আসিয়াছিল, সেটা পথে আর কাহাকেও বলি নাই। সেইদিন সেইখানেই থাকা হইল। তাহার কারণ, যে মুরুব্বির সঙ্গে আমরা পুরাং হইতে আসিয়াছি সেই মানসিংএর বিশেষ প্রয়োজন— তিনি দুইটি চমরী খরিদ করিবেন। তার এওটা বিশেষ দরকার যখন, তখন তাবু সেইখানেই গাড়িতে হইল। জরের ধমকে ঝাবার উপর থাকিতে পারিতেছিলাম না, এবারে পুটুলিটির উপর মাথা রাখিয়া আপাদমস্তক মুড়ি দিয়া বাচিলাম। णांथां यथन दूक्लिग्न कूकिब्र ओिब्रांप्छ् ७थन श्रांभि নিশ্চয়ই আরোগ্যলাভ করিয়াছি এই ভাবিয়া রূম বেশ নিশ্চিন্তমনে হাটিয়া আদিতেছিল, এখন আবার আমায় জ্বরে বিপন্ন দেখিয় তাহার মুখ শুকাইয়া গেল। সে সঙ্গীমহাশয়কে জিজ্ঞাসা করিল,"ক্যা হোগ, পণ্ডিতজী ?” সঙ্গীমহাশয়ের এক বাধা ঔষধ, "ধ, অউর কিসমিস থোড়,— অদূরক কা রস অউর খোড়া মিসরীক সাথ গরম করকে পিলানা ।" কিন্তু এখানে এই বিজন প্রাস্তরে দুধ কোথায় পাওয়া যাইবে, এটা ত কোনো গ্রাম নয়। রূমার ভগ্নী রূমতি বলিল, “প্রায় মাইল খানেক দূরে একটা পশু পালকের আডড আছে, সেইখানে পাওয়া যাইছে পারে।” “আমি এখনই ঘাইতেছি” বলিষ্ট রূম ভাগর ভগ্নীর উপব আমার শুশ্ৰুষার ভার দিয়া তৎক্ষণাং চলিয়া গেল এবং প্রাপ্ত এক ঘণ্ট। পরে এক পাএ দুধ লইয়া আসিল । সে রাৰি এক প্রকারে কাটিল । পরদিন প্রাতে জর ছিল না, মানসিং এর চমরী কেন কষ্টলে আমরা যাত্রা করিলাম। সমস্ত দিনের পর বৈকালে আন্দাজ পনেপ্পো মাইল আসিয়া মামা মানসসরোবরের নিকটে উষ্ণপ্রস্রবণ পাইলাম, যাহার নাম ‘মে-ডু-তাগাং"। এখানে একটি কুও আছে। ভূগর্ভ হইতে অপিরাম গন্ধক-মিশ্রিত অত্যুঞ্চ জল উঠিয়া কুও পূর্ণ হইতেছে এবং বেণী স্কুলচুকু তাহাঃই পার্শ্বে অপর একটি কুণ্ডে গিয়া পড়িঙেছে, ཨཱ་ཤཱ་ཐ། তথা হইন্ডে ধারা হষ্টয়া বাহিরের বিশাল ভূমিতে চলিয়া যাইহেছে । g আমাদের বাংলা দেশে ধী-ভূম জেলায় বক্রেশ্বর নামে একটি পীঠস্থান আছে, ঠাহ ধলেকেই জানেন । সেখানেও ঐরূপ পাচ-ছয়টি কুণ্ড আছে কিছুদিন পূৰ্ব্বে দেখিয়াছিলাম। এখানেও অবিকল সেইরূপ। তবু গাড়িার পূৰ্ব্বেষ্ট, মোটখাট নামানে ইষ্টবামাত্র আমরা গামছা লইয়া সেই দিকে গেলাম। 睿 সঙ্গী-মহাশয় অগ্ৰেই স্বান করিলেন, বলিছেন, "মাঃ, শরীর নীরোগ হইয়া গেল। চল, মানসসরোবরটুকু শেষ করিয়া যত সত্বর পারা যায় দেশের দিকে যাওয়া যাক, ७शांप्न आग्न नग्न । कि छब्रांनक climate ! आयव्रां হিন্দু, তায় বাঙালী, ভেজিটেবল না থাইয়া থাকিতে পারি মা! এখানে ত কিছুই পাওয়া যায় না। সেই ভয়ানক