পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


&$ఆ ब्रडौन् कून cश्न पूब डबिशहडद्र तटीन् चrध्रब भङ नकाप्नब्र বুকে । সবে ভোর হইয়াছে। দেওয়ানপুর গবর্ণমেণ্ট মডেল ষ্টন্‌ষ্টিটিউশনের ছেলেদের বোডিং ঘরের সব দরজা এখনও খুলে নাই । কেবল স্কুলের মাঠে দুষ্টজন শিক্ষক পায়চারী করিতেছিলেন। সম্বগের রাস্ত দিয়া এত ভোরেই গ্রাম হইতে গোয়ালার বাজারে দুধ বেচিতে আনিতেছিল, একজন শিক্ষক আগাষ্টয়া আসিয়া বলিলেন, দাড়াও ও ঘোষের পো, কাল দুধ দিয়ে গেলে তো নিছক জল, আজ দেখি কেমন দুখটা ! অপর শিক্ষকটি পিছু পিছু আসিয়া বলিলেন, নেবেন না সত্যেনবাবু, একটু বেলা না গেলে ভাল দুধ পাওয়া যায় না। আপনি নতুন লোক, এসব জায়গার গতিক জানেন না, যার তার কাছে দুধ নেবেন না—আমার জানা গোয়ালা আছে, কিনে দোব বেলা

    • Շե

সত্যেনবাবু ততক্ষণ ভাড়ের উপর ঝুঁকিয়া পড়িয়া একমনে দুধ পরীক্ষা করিতেছেন। গোয়ালা বলিল, আজ্ঞে নেন কৰ্ত্তা, দুধ যেন বটের আট । ওকি আর দেথতে হবে কর্তা ? এই তো সেদিন হেডমাষ্টারবাৰু নিলেন দু সের — ও খেড়ো গরুর দুধ, এমনি জাল দিয়ে থাবেন, চিনি লাগবে না । আহা, তা আর কি, না হয় আঠারো পয়সার জরেই—নিন না— বোডিং বাড়ীর কোণের ঘরের দরজা খুলিয়া একটি ছেলে বাহির হইয়া আসিল ও দূরের করোনেশন ক্লকূটাওয়ারের ঘড়িতে কয়টা বাজিয়াছে চাহিয়া দেখিবার চেষ্টা করিল। সত্যেনবাবুর সঙ্গী শিক্ষকটির নাম রামপদ বাবু, তিনি ডাকিয়া বলিলেন, ওহে সমীর, ওই যে ছেলেটি এবার ডিষ্ট্রক্ট স্কলারশিপ পেয়েচে, সে কাল রাত্রে এলেচে না ? ছেলেটি বলিল, এলেচে স্যার, ঘুমুচ্চে এখনও । ডেকে দোবো ?—পরে সে জানালার কাছে গিয়া ডাকিল, অপূৰ্ব্ব rও অপূৰ্ব্ব ? ছিপছিপে পাতল চেহার চৌদ্ধ পনেরো বৎসরের প্রবাসী—মাঘ, ১৩৩৬ পাচটা [ २>* छांनं, २घ्न थ७ একটি খুব স্বন্দর ছেলে চোখ মুছিতে মুছিতে বাহির হষ্টয় আসিল। রামপদবাবু বলিলেন, তোমার নাম অপূৰ্ব্ব ? ও !.. এবার আড়বোয়ালের স্কুল থেকে স্কলারশিপ পেয়েছ ?—বাড়ী কোথায় ? ও ! বেশ বেশ • আচ্ছ, স্কুলে দেখা হবে— সমীর জিজ্ঞাসা করিল, স্যার, অপূর্ব কোন ঘরে থাকবে এখনও সেকেন্‌ মাষ্টার মশায় ঠিক করে দেন নি। আপনি একটু বলবেন । রামপদবাবু বলিলেন, কেন তোর ঘরে তো লিট খালি রয়েচে–ওখানেই থাকৃবে । সমীর বোধ হয় ইহাই চাহিতেছিল, বলিল, আপনি একটু বলবেন তাহলে সেকেন্‌—রামপদবাবু চলিয়া গেলে অপূৰ্ব্ব জিজ্ঞাসা করিল, ইনি কে ? পরে পরিচয় শুনিয়া সে একটু অপ্রতিভ হইল । হয়তো বোর্ডিংএর নিয়ম নাই এত বেলা পধ্যস্ত ঘুমানে, সে না জানিয়া শুনিয়া প্রথম দিনটাতেই হয়তে একটা অপরাধের কাজ করিয়া বসিয়াছে ! -- একটু বেলা হইলে সে স্কুলবাড়ী দেখিতে গেল। কাল অনেক রাত্রে আসিয়া পৌছিয়াছিল, ভাল করিয়া দেখিবার স্বযোগ পায় নাই। রাজের অন্ধকারে আবছায়া-দেখিতে-পাওয়া সাদা রংএর প্রকাও স্কুল বাড়ীটা তাহার মনে একটা আনন্দ ও রহস্তের সঞ্চার করিয়াছিল—আজ দিনের আলোয় দেখিয়। মনে হইল এত বড় স্কুল সে কখনও দেখে নাই, সহরে থাকিতেও নহে। সেখানেও হাই স্কুল ছিল বটে, কিন্তু সে একটা বড় মাঠের মধ্যে এদিকে ওদিকে ছড়ানো চার ছোট ছোট বাড়ী—এতবড়ও নয়, এরকম সাজানোও নয়। স্কুলের দরজা জানালা বন্ধ, এখনও খোলে নাই, ওদিকের একটা জানালার খড়খড়ির পার্থী তুলিয়া উকি মারিয়া দেখিল এক সারি ডেস্ক-বসানো নতুন পালিশ করা বেঞ্চি, একটা বড় ব্ল্যাকূবোর্ড, কোণের দেওয়ালের গায়ে কিসের একখানা বড় ছবি টাঙানো, অন্ধকারে বেশী কিছু চোখে পড়িল না। এই স্কুলে সে পড়িতে ৰাষ্ট্রবে। ..কতদিন সহরে थांकिङ डाशंद्रनग्न cशकै ठूलफै। इहेरड यांश्ब्रि इहेंब्रा बांफ़ौ क्षिब्रियांब्र *८ष cनर्शिtड नोहेड-शहे छूरजग्न