পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রথযাত্রা ঐনগেন্দ্রনাথ গুপ্ত একটি ছোট ঘর। দেয়ালে কয়েকখানা অল্প দামের ছবি। একখানি ছবি ধ্রুবের, বনে বালক তপস্তা করিতেছেন। আর একখানা নৃসিংহ মূৰ্ত্তির, স্তম্ভ ভেদ করিয়া নরসিংহ বাহির হইতেছেন, গদাহন্তে ভ্ৰকুটকুটিল নয়ন, ভীমদৰ্শন হিরণ্যকশিপু, বদ্ধাঞ্জলি অবনত মস্তক বালক প্ৰহলাদ । অপর ছবিতে ভীষ্ম শরশয্যায় শয়ন করিয়া আছেন, অর্জুন গাওঁীবে শরসংযোগ করিয়া পিতামহের পিপাসানিবৃত্তি করিবার জন্য পাডাল ভেদ করিবার উদ্যোগ করিতেছেন। রাম, লক্ষ্মণ ও সীতা অন্ত ছবিতে বস্তুল ধারণ করিয়া বনে যাইতেছেন, পুরবাসিগণ রোদন করিতেছে । একখানি জলচৌকির উপর কতকগুলি ঔষধের শিশি, তাহার পাশে বেদানা ও কমলা লেবু। কুলুঙ্গীতে একটি ঘড়ি টিকু টিক্‌ করিতেছে। ঘরের মাঝখানে তক্তপোষে বিছানা পাত, তাহার উপরে শয়ন করিয়া তের বৎসরের বালিকা অমৃতা। অমৃত৷ সুন্দরী, কিন্তু এখন শীর্ণ, রোগক্লিষ্ট মূৰ্ত্তি, মুখখানি ম্ৰিয়মাণ পদ্মের মত, চুল আলুঞ্চালু, কপালের উপর পড়িয়াছে, চক্ষু বসিয়া গেলেও উজ্জল, হাতের শিরা দেখা যাইতেছে। শয়রে বসিয়া অমৃতার দিদিমা, কপালে হাত বুলাইয়া দিতেছেন, চুল সরাইয়া মাথার পিছনে গুছাইয়া দিতেছেন। ঘরের মেঝেতে পুসিয়া অমৃতার মা, তাছার পাশে তাহার ছোট জা। অমৃতার পিতা আপিসের পোষাক পরিয়া ঘরে প্রবেশ করিলেন। তাহাকে দেখিয়া তাহার ভাদ্রবধু ঘোমটা টানিয়া দিলেন। অমৃতার দিদিমা শয্যা হইতে উঠিয়া পাশে দাড়াইলেন। যেখানে তিনি বসিয়াছিলেন অমৃতার পিতা সেইখানে উপবেশন করিলেন। অমৃত৷ নিজের হাত তাহার হাতের উপর রাখিল । তিনি এক হাতে তাহার হাত ধরিয়া আর এক হাত তাহার মাথায় निर्णनं । অমৃতা। বাবা, তুমি বেরুচ্ছ ? বাব। ই মা। যদি পারি ত সকাল সকাল ফিরে আসব। তুমি এখন কেমন আছ ? অমৃতা। এখন ভাল আছি। তোমার সকাল সকাল আসবার কি দরকার ? ( ঘড়ির দিকে চাহিয়া ) দশটা বাজে, তুমি যাও, নইলে তোমার দেরী হবে। বাবা। এই যে যাই । তিনি উঠিয়া চলিয়া গেলেন। ভাত্রবধু ঘোমটা খুলিলেন। দিদিমা আবার অমৃতার শিয়রে বসিলেন। দিদিম । আমী, এখন তোমার কোন কষ্ট নেই ? অমৃতা। না, দিদিমা। আগে আমার গাটে গাটে যেন এটে বেঁধেছিল, ব্যথায় যেন ফেটে যাচ্ছিল। এখন যেন বাধন একে একে খুলে দিচ্চে, আর কোন যন্ত্রণ নেই। অমৃতার মা ও দিদিমা পরস্পর মুখ চাওয়া-চাওয়ি করিলেন। অমৃতার মা'র চক্ষু জলে ভরিয়া আসিল, তিনি তাড়াতাড়ি উঠিয়া বাহিরে গেলেন। দিদিমা। ছোটমেয়ে, তুমি একবার আমীর কাছে বসবে ? আমি ঠাকুরঘরের শিকলটা দিয়ে আসি। অমৃতার খুড়ীমা । ই মা, আমি ত বসে’ রয়েচি। দিদিমা উঠিয় গেলেন। খুড়ীম উঠিয়া জাসিয়া অমুভার মাথার কাছে বসিতে যাইতেছেন— অমৃতা। তুমি ওখানে বসে না, খুড়ীমা, আমার কাছে এস, তোমাকে দেখি । भूफ़ौम। निकट चांनिरङहे चयूडी ऍांश८क छफ़ाहेब्ब १द्रेिण । चत्रूड । (भूएँौभाग्न भू१ब्र कांग्रह यूषं ब्रांषिद्रा) তোমার গঙ্গে আমার সব মনের কথা, কেমন ? খুড়ীম। তুমি যে আমাকে বড় ভালবাস। অমৃত অনেক দিন থেকে। সেই ষে তুমি যখন ছোট বউটি এসেছিলে তখন থেকে।