পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেকালের কলিকাতায় ইংরাজী স্কুল স্ত্রপূর্ণচন্দ্র দে উদ্ভটসাগর, বি-এ ১৭ “৪ হইতে ১৭৭৫ খৃষ্টা পৰ্য্যস্ত কলিকাতায় ইংরাজীশিক্ষা দিবার ব্যবস্থা অতি শোচনীয় ছিল। খিদিরপুরপুলে উঠিবার সময় দেখিতে পাওয়া যায়, পশ্চিম দিক দিয়া একটি রাস্ত গঙ্গাতীরের দিকে চলিয়া গিয়াছে ; ঐ অঞ্চলের নাম “কুলী-বাঙ্গার” । ইহা অতি প্রসিদ্ধ স্থান। এই স্থানেই ১৭৭৫, ৫ই আগষ্ট শনিবার দিবসে মহারাজ নন্দকুমারের ফঁাসি হইয়াছিল। পলাসীর যুদ্ধের (১৭৫৭) পর বৎসর হইতেই বৰ্ত্তমান ফোর্ট উইলিয়ম দুর্গের নিৰ্ম্মাণকাৰ্য্য আরম্ভ হয়। যেসকল কুলী ও মজুর দুর্গ-নিৰ্ম্মাণে নিযুক্ত ছিল, তাহার এই স্থানে বাণ করিত বলিয়া লোকে অদ্যাপি ইহাকে “কুলী-বাজার বলিয়া থাকে। যে-সকল ইংরাজ সৈনিক পুরুষ শ্রীরঙ্গপট্টন বা পলাসীর প্রাঙ্গণে যুদ্ধ করিতে গি৯াছিলেন, র্তাহারা ফিরিয়া আসিয়া . কুলী-বাজারেই বাস করিতেন। তখন কলিকাতায় অতি অল্পই পাকাবাড়ী ছিল ; সুতরাং খড়ের ঘরেই তাহাদিগকে বাস করিতে হইত। র্তাহাদের অনেকে যুদ্ধকার্ধ্যে অসমর্থ হওয়ায় ইষ্ট-ইণ্ডিয়া কোম্পাঙ্গীর বৃত্তিভোগী হইয়া দিন-যাপন করিতেছিলেন। প্রত্যেক লোকে দৈনিক একটাকা করিয়া বৃত্তি পাইতেন। তাহারা সকলেই প্রায় নিষ্কৰ্ম্ম,—তামাক খাইয়া ও গল্প করিয়া দিন কাটাইতেন । তাহীদের মধ্যে কেহ কেহ যৎসামান্ত हेश्ब्रांबौ खांनिcउन । शिनि गर्विां८भक विषांन्. उिनि একটি স্কুল খুলিয়া বসিতেন। র্তাহার দেখাদেখি কোন বিধবা সৈনিক-রমণীও আর একটি স্কুল স্থাপন করিলেন । মাষ্টার-সাহেব একখানি ভগ্নপ্রায় পুরাতন চেয়ারে বসিয়া সন্মুখস্থিত একটি বেডের মোড়ার উপর পা-দুখানি তুলিয়া দিয়া ছাত্রগণকে A B C ইত্যাদি অক্ষর শিক্ষা দিতে খলিলেন। মুখে একটি গুড়গুড়ির নল বিরাজ করিতে লাগিল। ছাত্রগণকে প্রহার করিবার জন্ত হাতে একগাছি বেত রাখিলেন । তাহার পরিচ্ছদ একটি পা-জামা ও চাপকান। এক একটি ছাত্র মোড়ায় বসিয়া পড়িত। সৰ্ব্বোচ্চ শ্রেণীর ছাত্র “মিশ্রভাগ পর্য্যন্ত অঙ্ক কষিত । প্রাতঃকাল হইতে বেলা ১২ট পৰ্য্যস্ত স্কুল বসিত। মাষ্টারসাহেবের গৃহিণী তরকারী ছাড়াইয়া পার্শ্ববর্তী গৃহে রন্ধনের আয়োজন করিতেন । পলাশীর যুদ্ধের পরবর্তী কাল হইতে কয়েক বৎসর এই ভাবেই শিক্ষাদান করা হইত।* ১৭৭৫ খৃষ্টাব্দ পৰ্য্যন্ত এইরূপেই কলিকাতায় ইংরাজী শিক্ষা দিবার ব্যবস্থা ছিল। পরবর্তী ২৫ বৎসরে শিক্ষার অবস্থা যৎকিঞ্চিৎ উন্নত হইয়াছিল। ১৮১৭, ২৯ জানুয়ারি সোমবার “হিন্দু-কলেজ" স্থাপিত হইলে পাশ্চাত্য প্রণালী মতে ইংরাজী শিক্ষার প্রচলন হয়। ১৮৩০ খৃষ্টাব্দ হইতে হিন্দু-কলেজে রীতিমত শিক্ষাদান করা হইতে লাগিল এবং ক্রমশই তাহার স্বফল ফলিতে লাগিল। সেকালের কণিকাতায় যে-সকল ইংরাজী স্কুল স্থাপিত হইয়াছিল, + তাহাদের নাম ও সংক্ষিপ্ত বিবরণ নিম্নে দেওয়া হইল :– (১) চ্যারিটি স্কুল ( Charity School ) onto যুদ্ধের ২৩ বৎসর পূৰ্ব্বে, অর্থাৎ ১৭৩৪ খৃষ্টাব্দে এই স্কুলটি প্রতিষ্ঠিত হইয়াছিল। কিন্তু কলিকাতার কোন স্থানে কোন ব্যক্তি ইহা স্থাপন করিয়াছিলেন, তাহা নির্ণয় করা इ:गाषा । हेशहे कणिकाउॉइ नर्स यषम हेश्ब्राचौ शूज । এইহেতু পরবর্তী সময়ে লোকে ইহাকে “ওল্ড চ্যারিট স্কুল” বলিত। ১৭৯৫ খৃষ্টাব্দে জানবাজারে কোন একজন

  • Calcutta Review, vol. xiii, p. 443.

+ वि-इन, श्मूि-करणध, cयनिरछजी-करणण, रिन्नू डूण, cरुग्नांब्र-डूण, tभछिकjांन-करणछ, ७ब्रिटब्रकेrांण-tगनिनांग्रैौ, यांजांनকলেজ, সংস্কৃত-কলেজ, সিলস্-ফ্রি-কলেজ ইত্যাদির কখা স্বতন্ত্র &थवष्क जां८णांछिछ हरेंtव । f Calcutta Review (1853) to so *-os-àto वर्नब s१s१ इंडेक वणिग्ना ऍब्रिषिष्ठ इश्ब्रां८इ : किख ब्रांछ विनब्रकृरू দেশের মতে ১৭es ।