পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধ্রুবা স্বগীয় রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরলোকগত প্রত্নতাত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বলোপাধ্যায় এই ঐতিহাসিক উপস্থাপখানি প্রবাসীতে প্রকাশ করিবার নিমিত্ত ১৩৩৫ সালে আমাদিগকে দিয়াছিলেন। তাছারও প্রায় ৬ মাস পূৰ্ব্বে তিনি ইহা নাটকের আকারে আমাদিগকে প্রথমে দিয়াছিলেন। তাহারও কিছুকাল পূৰ্ব্বে তিনি ইহা রচনা করিয়াছিলেন। এই কাহিনীর প্রত্যেকটি কথা ঐতিহাসিক ন হইলেও ইহার মুগা আখ্যানবস্তু ঐতিহাসিক এবং ইণর সমাজচিত্রও ইতিহাসসম্মত, এ-কথা তিনি আমাদিগকে राणिब्रांझिालन । बई फ्रिट्जब्र भाषा हिन्भूब्रांछलखिन्द्र गठप्नब अछठभ কারণ লক্ষিত হইবে। অন্যাঙ্ক উপন্যাস আমাদের হাতে থাকায় এবং সেগুলির প্রকাশ ইতিপূৰ্ব্বে সমাপ্ত না হওয়ায় ইহা এতদিন অপ্রকাশিত ছিল –প্রবাসীর সম্পাদক । - প্রথম পরিচ্ছেদ নটী-পল্লী স্বন্দর পাটলিপুত্র নগরের নটপল্লী অধিকতর সুন্দর। নটীরা সাধারণ দেহপণ্যজীবিনী ছিল না। নৃতাগাভাদি কলায় কুশলতার জন্য যাহার বিখ্যাত হইত, স্বাধীন প্রাচীন ভারতে তাহারা "গণিকা" আখ্যা লাভ করিত। অপেক্ষাকৃত কর্থে এই শব্দের আধুনিক ব্যবহার প্রচলিত হওয়ায় উহার পরিবর্তে নটী শব্দ প্রযুক্ত হইল। ইহারা স্বতন্ত্র পল্লীতে বাস করিত, এবং নগরাধ্যক্ষ এবং রাজধানীর মহাপ্ৰতীহার, তাহাদিগের মধ্য হইতে, তাহাদিগের সন্মতিক্রমে একজনকে মুখ্যা নিৰ্ব্বাচন করিতেন । এখন হুইতে প্রায় দেড় হাজার বৎসর পূৰ্ব্বে চৈত্র মাসের শুক্লপক্ষের শেষ দিকে নটপল্লীর সহিত রাজপথের সংযোগস্থলে, নটীমুখ্য মাধবসেন। অনেকগুলি নারী পরিবেষ্টিত হইয়া উচ্চৈঃস্বরে কোলাহল করিতেছিল। गकरणहे डांशप्नग्न भूषTारक ब्राजषाप्द्र ब्राभख« नामक একব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করিতে বলিতেছিল। উত্তরে মাধবসেনা বারবার বলিতেছিল, "ওরে, মহারাজ बूक, भशब्रांज चन्नश्इ ” जरूरजहे ब्रांशखरश्नब छद्रब्र चांकूल, কেহই মুখ্যার কথা শুনিতে চাহিতেছিল না। সন্ধ্যা হইয়া আসিয়াছে, রাজপথে নাগরিকগণের হস্তী ও রথ অধিক সংখ্যায় চলিতে আরম্ভ করিয়াছে। অসংখ্য দীপ জলিয়া উঠিয়াছে, কিন্তু মাধবসেনাদের পল্পী তখনও অন্ধকারময়। মাধবসেন। একজন নারীকে জিজ্ঞাসা করিল, “আজ কি আমাদের কারও ঘরে আলো জলবে না ?” সে উত্তর দিল, “তোমার কি মনে নাই মাসী, আজ যে আবার কুমার রামগুপ্তের উদ্যানবিহার " “श्रावांद्र चाछ ।” “সেই জন্তে গলির মোড় থেকে সকল নাগরিকদের আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে ” - অত্যন্ত চিন্তিত হইয়া মাধবসেনা বলিল, “সত্যই যদি কুমার রামগুপ্তের উদ্যানবিহার আরম্ভ হয়, তা হ’লে আমাদের সকলের কি দশা হবে ?” তরুণী রমণীর সমস্বরে বলিয়া উঠিল, “তোমায় ত বলছি মাসী, মহারাজের কাছে যাও।” মাধবসেনা কি যেন উত্তর দিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ অন্ধকার হক্টঙে বাহির হইয়া পুষ্পসজ্জায় সজ্জিত একজন খৰ্ব্বাকার যুবা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, “এইবার !” মাধবসেনা সভয়ে বলিয়া উঠিল, “কে, রামগুপ্ত ?” बूवक उथन भाठीण इहेबांग्रह, cन बफ़िउ रुté बनिण, “চিনতে পাচ্ছ না ? চাবুকের দাগ কি পিঠ থেকে মুছে গেছে ?” তাহার কণ্ঠস্বর গুনিয়া, মাধবসেনার সঙ্গিনীরা সভয়ে चांéनांक कब्रिटङ कब्रिटछ डूक्लिब श्रृंनाहेण । भाषबटननां দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বলিল, "না, কিছুই মোছেনি। কুমার আপনি আমাকে ছেড়ে দিন।” चककांब्र इहे८ङ ब्रांबetäब्र ७कजन गणौ बांश्ब्रि इहेष्ठ चांनिग्न बजिज, “सृष्ठक्र१ छाण कथांम्न बटलहि, ठडच, ड রাজী হওনি ? এখন মজাটা টের পীচ্ছ ?”