পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] সমুদ্ৰ—“না ।” জয়—“ত থাকবে কেন ? তার পরেই যে আমার গণ্ডের সহস্রদল শুকিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দত্তার গণ্ডে শত স্থলপদ্ম ফুটে উঠল। মহানায়কবর্গ, চেয়ে দেখ মহারাজাধিরাজ সমুদ্রগুপ্ত মিথ্যাবাদী— এই দেখ তার নিজের হাতের লেখা, প্রতিশ্রুতি। জয়স্বামিনীকে গান্ধৰ্ব্ব বিবাহ করবার আগে সমুদ্রগুপ্ত আমার একটি অঙ্গুরোধ রক্ষা করবেন ব’লে প্রতিশ্রত হয়েছিলেন—” लद्ध-**शिक्षा कश] ।** জয়—“মহানায়কবর্গ, বুদ্ধ সমুদ্র গুপ্ত দণ্ডধারণে অশক্ত। তিনি এখন আমার সপত্নী দত্তার হাতের পুত্তলিকা মাত্র । মহামাতা, মহাসচিব, মহাবলাধিকৃত, এই দেখ সমুদ্রগুপ্তের স্বাক্ষর । দত্ত—“সত্য, দেব-প্রভু, এ যে তোমারই স্বাক্ষর ? স্পষ্ট লেখা রয়েছে, "স্বহস্তোয়ং মম মহারাজাধিরাজ ঐসমুদ্রগুপ্তস্য’ ” সমুদ্ৰ—“দেবি এ কি স্বপ্ন ?” জয়—“মহারাজের প্রতিশ্রত বর আজ তাই চাইতে এসেছি। আমার পুত্র রাজার জ্যেষ্ঠপুত্র । আজ চন্দ্রগুপ্তের পরিবর্তে যৌবরাজ্য ও সিংহাসন রামগুপ্তকে দেওয়া " Cइोक ' সমুদ্ৰ—“অসম্ভব ।” দেব—“এ যে রামায়ণের কৈকেয়ী !” বিশ্বরূপ—“মহারাজাধিরাজের জয়! ভূৰ্জপত্রে স্পষ্ট আপনার স্বাক্ষর রয়েছে। করবেন কি-না তা আপনিই বিচার করুন।” রবি—“সৰ্ব্বনাশ হবে, মহারাজ, রামগুপ্ত যুবরাজ হ’লে রাজ্য রসাতলে যাবে ।" বিশ্বরূপ—“আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি, যে, অচিরে শক পাটলিপুত্রে নৃত্য করবে।" হরি—“শকরাজ যদি বিশ্বনাথের কাশী রাখেন, তাহ’লে আমাদের পক্ষে কাশীবাস ।" _ দত্ত—“সমূদ্রগুপ্ত কখনও প্রতিজ্ঞা ভঙ্গ করেন না, আজও করবেন না । মহাপ্ৰতীহার, সাম্রাজ্যের নগরে নগরে, ভেরী ও তুরী নিনাদ ক’রে প্রচার করে দাও, যে, - $ ls ধ্রুবা মহারাজ প্রতিশ্রত রক্ষা > Q> - AA AAMeeeAeAMMS AT MTMMMS বৈশাখীর শুক্ল তুতীয়ায় কুমার রামগুপ্ত রাজধানীতে ধৌবরাজ্যে অভিষিক্ত হবেন।” সমুদ্ৰ—“দেৰি ?” দত্ত—“মহারাজাধিরাজ, আজীবন সত্যপালন ক’রে এসে বুদ্ধবয়সে কিসের জন্য সত্যভঙ্গ করবেন ? পুত্র, সে ত অঙ্গের ক্লেদ ; পত্নী, পুরুষের ছায় ; রাজা, সমুদ্রতরঙ্গের মুখে বালির প্রাকার । একমাত্র সত্যই নিত্য, সত্যাকুরোধে রামচন্দ্র নিরপরাধ জানকীকে নিৰ্ব্বাসন দিয়েছিলেন ।” সমুদ্র –“দত্ত, দীঘজীবনের সঙ্গিনী তুমি-তুমি সমস্তই জান । মাতৃসত্য মনে আছে ? যেদিন পাটলিপুত্র হতে শক দূরীভূত হয়েছিল, সেই দিন গঙ্গাতীরে মহাশ্মশানে প্রতিজ্ঞ করেছিলাম, ঘে, মগধে সস্তানের মাতা আর বিনা অপরাধে আশ্র বিসর্জন করবে না । সেই প্রতিজ্ঞ৷ ধে ভঙ্গ হবে, মহাদেবি !” দত্ত—“না, না, হবে না মহারাজ, কিন্তু জয়ার পুত্রকে যদি সিংহাসন না দাও মহারাজ, তাহ’লে অ :ক্ষিত প্রতিশ্রুতির শোকে আর তার আশ্র জলে তোমার সাম্রাজ্য ভেসে যাবে। আমার দিকে চেয়ে দেখ মহারাজ, এ চক্ষু শুষ্ক মরুভূমি—অনায়াসে মনের সমুদ্রের উত্তালতরঙ্গ রোধ করে রাখবে। তুমি নিশ্চিন্ত মনে আদেশ कब्र, ७थङ्क !* রবি—“মহাদেবি, মা, কি বলছ বুঝতে পারছ কি ? এ অপমান অভিমানের কথা নয় মা,—শতসহস্রের সৰ্ব্বনাশের কথা। যদি এই স্বরামত্তা দাসীর পুত্র, মদ্যপ লম্পট, উচ্ছম্বল রামগুপ্ত এই আধ্যপটে কোনদিন উপবেশন করে, তাহলে নবস্থাপিত মগধ-সাম্রাজ্য নিমিষের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যাবে ।” জয়—“এই কি দ্বাদশ-প্রধানের বিচার ?” नख-“ना भशंtनवि, ब्रांछयांउl झरब छूमि । थडू, বিলম্ব করছ কেন ?” বিশ্ব—“সমুদ্রগুপ্ত মুহূৰ্ত্তের জন্য আৰ্য্যপট ভুলে যাও। গঙ্গাতীরে মহাশ্মশানে জ্যেষ্ঠভ্রাভ কচের অনুরোধ স্মরণ কর । তুমি কে, আমি কে ? নারায়ণের অনস্তচক্রের অগ্রভাগের ধূলিকণামাত্র । কার সিংহাসন, কে কাকে