পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৭ ১ম সংখ্যা ] রেড ইণ্ডিয়ানদের দেশে

  • | н A. . . . |

- & i Yo. る。 -a-3 ---------سیتی* e* I ১৮৭ ১." ‘. \ ༽ ༥༦ · “ང་ཚོ་སྐྱེ་ན་། ༣. 2པསn དa ཨ་ ན། | $. • & \ ttee eeeB gggS GGGA ACCG gMBB LLLeA Aeg BB eee BBB SeeiL অতুপম । লস প্রাইমোস নদীর টলটেক গর্জটির কিনারায় যুক্তরাষ্ট্রের বিংশতিতম সভাপতি জেম্স্ গারফিল্ড মহাশয়ের উদ্দেশে একটি স্মৃতিসৌধ স্থাপিত আছে । ১৮৮১ সালে গারফিল্ড এখানেই আততায়ীর দ্বারা নিহত হন। মাঝে মাঝে আমরা ১০,••• ফিট উচ্চ কয়েকটি গিরিবত্ত্ব অতিক্রম করিয়া গেলাম। দূরে কতকগুলি শৈলচুড়া নিরবচ্ছিন্ন তুষারে আবৃত হইয়৷ আছে দেখা গেল। ট্রেনের সময় এরূপভাবে নিৰ্দ্ধারিত হইয়াছে যে, দিনের আলোতেই দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়া লণ্ডয়া যায়। মাঝে মাঝে উল্লেথযোগ্য স্থানে পৌছিলেই ট্রেন কয়েক মিনিট করিয়া থামে ও যাত্রীরা গাড়ী হইতে নামিয়া দৃশ্যগুলি ভাল করিয়া দেখিয়া লইবার সুযোগ পান । ১৪ই জুলাই মধ্যাহ্নে মানকোস্-এ পৌছান গেল । মানকোস পাহাড়ের সামুদেশে অবস্থিত একটি ক্ষুদ্র পল্লী । এখান হইতে ইউট সংরক্ষিত মণ্ডল মোটরে দুই ঘণ্টার পথ । এখানে মিসেস রাইটম্যানের পরিষ্কার পরিচ্ছন্ন ছোট হোটেলটিতে সাদাসিধা আহায্য সবসময়েই পাওয়া যায়। মানকোস-এ আসিয়া আমি এই পানে এক্ট প্রথম দুইটি খাটি রেন্ড ইণ্ডিয়ান দেখিলাম। তাহারা এষ্ট হোটেলেরষ্ঠ পরিচারিকা—আমাদের খাইবার টেবিলে পরিবেশন করিয়া গেল। ডাঃ ফিউষ্ণু আমাকে ন্যাশনাল পার্ক আপিসে যে পরিচয়-পএ দিয়াছিলেন তাহ লইয়। কার সাহেবের সহিত দেখা করিলাম । মিঃ কার আমার চেক গুলি ভাঙ্গাইবার বন্দোবস্তু করিয়া দিলেন । সেই দিনই সন্ধ্যা ৬টায়ু টোপোয়াকৃ-এ পৌছিলাম । এই স্থানটি ইউট পৰ্বতমালার প্রভjপ্তদেশে অবস্থিত। এখানকার জলবায়ু অতি উত্তম। এইখানেই রিজার্ভেসনের অধ্যক্ষ ম্যাকনীলি সাহেঘের আপিস । যুক্তরাষ্ট্রের গভর্ণমেণ্ট এখানে ইউট জাতীয় বালকবালিকাদের জন্য একটি বিদ্যালয় ও রিস্কর্ডেসন-এর কৰ্ম্মচারীদের জন্য আসবাব-পত্ৰ সাজাইয়া একটি ভাল ‘মেস’ প্রতিষ্ঠা করিয়াছেন । অবঙ্গ বিবাহিত