পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SQ Ես গ্রহণ করিবে এবং হিন্দুদের সঙ্গে একজোট হুইয়া স্বরাজ পাইবার চেষ্টা করিবে । তাহারা মাদ্রাসা মক্তবের সাম্প্রদায়িক শিক্ষার অনিষ্টকারিতারও বর্ণনা করেন । সরকারী ব্যয়সংক্ষেপ সরকারী ব্যয়সংক্ষেপের জন্য যে-সব কমিটি নিযুক্ত হইয়াছে, তাহাদের দ্বারা বড় বড বাজে খরচ নিবারণের প্রস্তাব প্রায়ই হয় নাই। তাহাদের অনেক প্রস্তাবে গরীবের অন্নে হাত পড়িবে, এবং সরকারী অনেক বৈজ্ঞানিক বিভাগের জন্য ও শিক্ষার জন্য যে অল্প অল্প বরাদ আছে, তাহাতে হাত পড়িবে। বড়লাট স্বতঃপ্রবৃত্ত হইয়। নিজের বেতনের শতকরা কুড়ি টাকা ছাড়িয়া দিতে চাহিয়াছেন । প্রাদেশিক লাটের ও অন্য মোটা যেতনের চাকর্যের কেন তাহা করিডেছেন না ? জাপান ভারতবর্ষের চেয়ে ধনী দেশ। সেখানকার প্রধান মন্ত্রী যে বেত্তন পান, এদেশের দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেটর তার চেয়ে বেশী টাকা পান । ছোট বড় সব চাকর্যের একই বা প্রায় সমান হারে বেডন কমাইলে অল্প বেতনের লোকদের উপর বড় चदिल्लॉब्र झझे८व । নূতন ট্যাক্স গবন্মেন্টের টাকার বড় টানাটানি হওয়ায় নূতন ট্যাক্সের প্রস্তাব হইয়াছে । তাহা আগামী নবেম্বর মাসে কাব্যে পরিণত হইবে । গরীবের উপরই ট্যাক্সের চাপ বেশী পড়িবে। বর্তমানে প্রায় সব ট্যাক্স শতকরা ২৫ বাড়িবে। গরীবের নৃনটুকুও বাদ পড়িবে না। ইহা কি গান্ধী-আল্পইন চুক্তি ভঙ্গের আরও একটা দৃষ্টান্ত হইবে না ? কেরোসীন তেল দিয়াশলাইয়ের দাম বাড়িবে। পোষ্টকার্ডের দাম ও চিঠির মাশুল দেড়গুণ বাড়িবে। ডাকঘরের রেজিষ্টরী शब्रक हेउिभाषाहे cनफ़७१ झ्हेब्रांप्छ्-८कांन् चाहेप्नब्र বলে জানি না। এখন বাধিক ছু-হাজার টাকার কম জায়ের উপর ইনুৰুম্ ট্যাক্স নাই। অতঃপর এক হাজার প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৮ [ es* उां★, २ग्न थ७ টাকা আয়ের উপরও ট্যাক্স বসিবে। তা ছাড়া বৰ্ত্তমান ইন্‌কাম ট্যাক্সের হার শতকরা ১২- বাড়িবে। কাগজ কালি প্রভৃতির দাম বাড়িয়া যাওয়ায় খবরের কাগজ ও পুস্তকের প্রকাশকদের ব্যবসা চালান কঠিন হইবে, এবং পরোক্ষভাবে শিক্ষার ব্যয় বাড়িবে। কেবলমাত্র ব্যয়সংক্ষেপ দ্বারাই সরকারী অসচ্ছলতা দূর হইতে পারিত। জাতীয় গবন্মেন্ট হইলে নিশ্চয়ই তদনুরূপ চেষ্টা হইত। গরীব করদাতাদের প্রতি বিদেশীদের অতটা দরদ কেন হুইবে ? টাকার টানাটানি বশত: গবন্মেণ্ট টাকা পাইবার আরও এমন সব উপায় অবলম্বন করিতেছেন, যাহাঁতে দেশী ব্যাঙ্ক, যৌথ কারখান, যৌথ ব্যবসা প্রভৃডির অস্থবিধা হইতেছে। সরকার শতকরা ৭২ টাকা স্বদে ট্রেজরী বণ্ড দিতেছেন । স্থতরাং লোকে কেন অল্পতর স্বদে ব্যাস্কে টাকা আমানত রাগিবে, অনিশ্চিত লাভের আশায় যৌথ কোম্পানীর অংশই বা কেন কিনিবে ? জনৈক বাঙালী ছাত্রের কৃতিত্ব সংবাদপত্রে এই খবর বাহির হইয়াছে, যে, মৈমনসিংহ জেলাস্কুলের প্রধান শিক্ষক শ্ৰীযুক্ত দুর্গামোহন দাসের পুত্র শ্ৰীযুক্ত নবকুমার দাস বিলাতে ইণ্ডিয়ান সিভিল সার্বিস পরীক্ষায় ভারতীয় ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করিয়াছেন । ইংরেজ ও ভারতীয় উভয়বিধ ছাত্রদের মধ্যে র্তাহার স্থান কত উচ্চে, তাহার খবর কাগজে বাহির হয় নাই । দাস মহাশয় সাহ সমাজের লোক ; তাহার পুত্রের কৃতিত্ব এই জন্ত আরও সন্তোষের বিষয় । বঁকুড়া ও মেদিনীপুরে বৈদ্যুতিক শক্তি কলিকাতার একটি কোম্পানী মেদিনীপুর ও বাকুড়া শহরে বৈদ্যুতিক স্বালোক ও শক্তি সরবরাহের সরকারী অনুমতি পাইয়াছেন। কিন্তু ইহার প্রতি हेछेनिd* श्रांप्लां८कब्र लांय जई८वन चा? यांना । हेक्ष মোটামুটি কলিকাতার দ্বিগুণ। কলিকাতার মত এত লোক বাকুড়ায় তাড়িতালোক চাহিবে না বটে, কিন্তু বাকুড়ায় কয়লা কলিকাতার চেয়ে সস্তা ; এবং ডাঃ