পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘সত্যমৃ শিবম্ সুন্দরম্” } اختیگ نهاد تحری పిక్గా ఇ!ఆ بیات تحه =====ff== } ১ম সহ প্ৰ্যা সৰ্ব্ববঙ্গ মুসলিম ছাত্রসন্মিলনীর প্রতি সম্বেদন শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশে অন্ধকার রাত্রি। মানুষের মন চাপা পড়েচে। তাই অবুদ্ধি, দুৰ্ব্বদ্ধি, ভেদবুদ্ধিতে সমস্ত জাতি পীড়িত। আশ্রয়ের আশায় অল্পমাত্র যা-কিছু গ’ড়ে তুলি তা নিজেরই মাথার উপরে ভেঙে ভেঙে পড়ে । আমাদের শুভচেষ্টা ৪ খ গু পশু হ’য়ে দেশকে আহত করচে । আত্মীয়কে আঘাত করার আত্মঘাত যে কি সৰ্ব্বমেশে সে কথা বুঝেও বুঝিনে । যে-শিক্ষা লাভ করচি ভাগ্যদোষে সেই শিক্ষই বিরুক্ত হ’য়ে আমাদের ভ্ৰাতৃবিদ্বেষের অস্ত্র জোগাচ্চে । এই ধে পাপ দেশের বুকের উপর চেপে তা’র নিঃশ্বাস রোধ করতে প্রবৃত্ত এ পাপ প্রাচীন যুগের, এই অন্ধ বাৰ্দ্ধক্য যাবার সময় হ’ল । তার প্রধান লক্ষণ এই যে, সে আজ নিদারুণ দুৰ্য্যোগ ঘটিয়ে নিজেরই চিতনিল জালিয়েচে । এই উপলক্ষ্যে আমরা যতই দুঃখ পাই মেনে নিতে সম্মত আছি, কিন্তু আমাদের পরম বেদনায় এই পাপ হ’য়ে যাক নিঃশেষে ভস্মসাৎ ৷ বহু যুগের পুঞ্জীকৃত অপরাধ যখন আপন প্রায়শ্চিত্তের আয়োজন করে তখন তা’র দুঃখ অতি কঠোর,—এই দুঃখের দ্বারাই অপরাধ আপন বীভৎসতার পরিচয় দিয়ে উদাসীন চিত্তকে জাগিয়ে তোলে। একান্ত মনে কামনা করি এই দুঃসহ পরিচয়ের কাল যেন এখনি শেষ হয়, দেশ যেন আত্মপ্রুত অপঘাতে না মরে, বিশ্বজগতের কাছে বার-বার যেন উপহসিত না হই । আজ অন্ধ আমারাত্রির অবসান হোকু তরুণদের নবজীবনের মধ্যে । আচার-ভেদ, স্বার্থভেদ, মতভেদ, ধৰ্ম্মভেদের সমস্ত ব্যবধানকে বীরতেজে উত্তীর্ণ হ’য়ে তা’র ভ্রাতৃপ্রেমের আহবানে নবযুগের অভ্যর্থনায় সকলে মিলিত হোকৃ। যে দুৰ্ব্বল সে-ই ক্ষমা করতে পারে না, তারুণ্যের বলিষ্ঠ ঔদার্ধ্য সকল প্রকার কলহের দীনতাকে নিরস্ত ক’রে দিক, সকলে হাতে হাত মিলিয়ে দেশের সৰ্ব্বজনীন কল্যাণকে অটল ভিত্তির উপরে अलिउि করি। 峨 .*