পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] সহজিয়া у Reసి হাতে নিয়ে পাড়ায় বেরিয়ে পড়ল, ঘোড়দৌড়ের গল্পট। পাচজনকে বলবার জষ্ঠে । সেদিন সকালে ও আর কোনোমতেই মারবকে খুঁজে পেলে না। অনেক ঘোরাঘুরি ডাকাডাকি খোজাখুঁজির পর চামার পাড়ার নীলার কাছে দেখলে আরবী শুয়ে আছে । কাছে গিয়ে দেখলে, পেটটা তার ফুলে উচু হয়ে উঠেছে, সমস্ত দেহ তার শক্ত কাঠ, কতক্ষণ মরে পড়ে আছে, কে জানে। তার গায়ের উপর লুটিয়ে পড়ে শয়ল ছোট ছেলের মত ডুকরে কেঁদে উঠল। পাথরের মত ঠাও। গায়ে হাত বুলিয়ে বুলিয়ে কাল্প আর থামে না । ক্রমশ: লোক জমে গেল। কঁদিতে কাদতে হঠাৎ ওর একটা কথা মনে পড়ল । ও তাড়াতাড়ি চামার পাড়ায় এসে উপস্থিত হ’ল । ছোট একটা মেয়ে তখন উঠনের বঁাশে বেঁধে কাপড় শুকতে দিচ্ছিল। তাকে ধৰ্মকে ও জিজ্ঞেস করলে,—আমার আরবীকে তোর বাবা বিষ খাইয়েছে কি-না বল । সে নিতান্ত আপত্তি করে বলল—ন। কঙ্কর্নে নয়। শয়লা এমনি করে দু-হাতে চোখের জল মুছতে মুছতে এক বাড়ি থেকে আর এক বাড়ি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতে লাগল—কে বিষ খাইয়েচে ? কে বিষ খাইয়েচে । কিন্তু কেউই তার উত্তর দিতে পারলে না । শয়লার কান্না তখন খেমে গেছে, মুখখান সি দুরবর্ণ হু’য়ে ফুলে উঠেছে, চোখ দুটো যেন রক্তজবা | ও বললে,—তোমরা বগলে না, কে আমার আরবীকে বিষ খাইয়েচে ? আচ্ছা, দেখে নেব আমিও । এ গায়ে কিছুদিন থেকে উঠোউঠি অনেকগুলো বলদ গাই অপঘাতে মরতে স্বরু করেছে । অছুমান,— চামারের ফ্যানের সঙ্গে বিষ খাইয়ে দেয়। তাই গরু ঘোড়া মরলেই কারণে অকারণে মাকুৰ চামারদেরই আগে সন্দেহ করে । আর কোনো কারণ আছে কি নেই কেউ ভাযে না । সহজিয়া (“र्चीर्ष बां मूझ कान न ब्रयू--कौब्र) স্ত্রীরাধাচরণ চক্রবর্তী মুদয না চোখ, রুধব না কান, कबूद नl cङ्गल च७, সহজ চাওয়ায় আরতি তার করব যে সতত। জপ—হবে মোর মুখের কথাই, স্মরণ—হবে শুনব ষা’ ঠাষ্ট, যা-কিছু কাজ—হবে সেবায় পূজায় পরিণত s যেখানে যাই—তাই হবে মোর পরিক্রমার মত ।