পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা l হবে ? কখনও নয় । রামগুপ্ত আমার স্বামী ? কেমন করে ? তিনি আমার ভাস্কর ! রুদ্র । কুমার চন্দ্রগুপ্ত, এই দণ্ডে তুমি আমার গৃহের সীমা পরিত্যাগ কর, নতুবা— চন্দ্র । নতুবা কুকুরের মত আমাকে পদাঘাতে বিদায় করবে, মহানায়ক ? তার প্রয়োজন হবে না, আমিও সমুদ্রগুপ্তের পুত্র। অবস্থর পরিবর্তন বুঝে তোমার কঙ্কার কাছে চিরবিদায় নিতে এসেছিলাম । বিদায়, ধ্রুবদেবি ! ধ্রুবা। আর্যপুত্র, চন্দ্রগুপ্ত, স্বামী, আমাকে নিয়ে যাও, আমাকে রক্ষা কর । "বিদায়, ধ্রুবা” বলিয়। চন্দ্রগুপ্ত দ্রুতপদে প্রস্থান করিলেন । ধ্রুবদেবী তাহার পশ্চাতে ছুটিয়া যাইতেছিলেন, স্বয়ং রুদ্রধর তাহাকে ধরিয়া রাপিলন । বহুদূর পর্যস্ত অনাথ কুমারীর আর্তনাদ চন্দ্রগুপ্তের কৰ্ণে পোঁচিল । রুদ্রধর প্রতীহারী ডাকাষ্টয়া ধ্রুবাকে বাধিম! তাহাকে নাট্যশালার নেপথ্য-গৃহে বন্দী করিতে আদেশ দিলেন । যাইবার সময় তিনি বলিলেন, “জেনে BBS BBBBBS BBS BBB BBB S BBS শির কন্যা কহিল, “পিত। জেনে রাখ, আর্য বৰ্ত্তে নারী স্বামীর সম্পত্তি, ধ্রুব চন্দ্রগুপ্তের ধৰ্ম্মপত্নী, সুতরাং এখন আর আমীতে তোমার কোনো অধিকার নাই ।” পঞ্চম পরিচ্ছেদ মাৰ্য্যপট পরদিন উষাকালে হতচেতন বৃদ্ধ সমুদ্রগুপ্ত বিনশ্বর দেহু পরিস্থাগ করিলেন । অবশু রামগুপ্ত ঘথন সিংহাসনে বসিয়াছিলেন, তখন পাটলিপুত্রে নিতানূতন দৃপ্ত দেখা যাইবে একথা সকলেই বুঝিড়ে পারিয়াছিল, কিন্তু বুদ্ধ সমুদ্রগুপ্ত তন্থত্যাগ করিতে-না-করিতেই রাজপ্রাসাদে যে নাটকের অভিনয় আরম্ভ হক্টল, তাহাতে পাটলিপুত্রবাসীর চক্ষু ফুটিয়া গেল । সমুদ্রগুপ্তের মৃত্যুর পর চারিদিক হইতে আত্মীয়স্বজনের সমাগম হুইল, সৎকারের আয়োজন চলিতে লাগিল । সম্রাটের দেহু মুবর্ণের খট্রায় রাখিয়া নানাবিধ ব্রত্নালঙ্কারে ও পুষ্পসজ্জায় সাজান হইল। একদল ধ্রুবা ২১৭ --- ബ് *> লোক গিয়! গঙ্গাতীরে শ্বেত রক্ত চন্দনের বিশাল চিতা যোজনা করিল । যখন গঙ্গাযাত্রা করিবার উদ্যোগ হইল, তখন দেখা গেল যে, রামগুপ্ত অনুপস্থিত । দেবগুপ্ত ও রলিগুপ্ত নূতন সম্রাটের সন্ধানে শৌণ্ডিকবীথি ও বারবনিত পল্লীতে অশ্বারোহী পাঠাইলেন, দত্তদেবী ও চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের মৃতদেহের পাশে বসিয়া বঞ্ছিলেন । বিশ্বরূপ বিশাল প্রাসাদের কক্ষে কক্ষে নৃত্তন সম্রাটস্কে পুঞ্জিয় বেড়াইতে লাগিলেন । তিনি গিয়া দেখিলেন যে, সমুদ্রগৃহের দ্বার রুদ্ধ, অথচ একজন প্রতীহfর থাf&বে দাড়াইয়৷ আছে । তাহাকে জিজ্ঞাসা করাতে সে বলিল, মূৰ্ত্তন সম্রাট এবং তাহার নূতন অমiখ ভিতরে আছেন । বিশ্বরূপ একাকী রত্নদ্বয়ের সম্মুখে না গিয়। মহানায়কবর্গকে ডাকিয়া আনিলেন । তঁrঙ্গারা' আসিয়া নিবেদন করিলেন যে, স্বৰ্গগত সম্রাটের গঙ্গাধ স্থা প্রস্বত্ত যুগুন সম্রাটকে উঠি গু হইবে । হঠাং রুচিপতি জিজ্ঞাসা করিয়া বসিল, “আযাপট্র তাহলে শুষ্ক থাকবে " বিশ্বরূপ অগ্রসব কুইয়। বলিলেন, “যুবরাজ, আপনি এথল অশুচি, অশৌচfস্থে শ্রাদ্ধ করে শুদ্ধ হবেন, তারপর আপনার অভিযেক হলে । অশুচি অবস্থায় আর্য্যপট স্পর্শ করলে, বেদী ভেঙে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে । রাম । এ ক'দিন তাঙ্গলে আযাপট্রে বসবে কে ? বিশ্ব । রাজ্যের দ্বাদশ প্রধান । রুচি । মরে যাক্ট আর কি, আর আমরা যেন বানের জলে ভেলে এসেছি । রামচন্দ্র, ও বুড়োগুলোর কথা শুনে। না, বাপ, চেপে বসে থাক । তুমি রীজ থাক বা না থাক, আমি ত এখন থেকেই মন্ত্রী হচ্ছি । রবি । হে ব্রাহ্মণ, আৰ্য্যপট্র অশুচি করবার প্রয়োজন নেই । নৃতম সম্রাট যদি আপনাকে অমাত্যপদে বস্ত্রণ করেন তাহলে যথাসময়ে রাজমুদ্র। আপনাকে স্থাপিত হবে, কিন্তু এ কদিন আমরা আপনার আদেশমত সকল কার্য্য নির্ববাহ করব । রুচি। বেড়ে গাইছ বটে বুড়ো রসিক । কিন্তু এ যে ধ্রুপদ, আমি এতদিন কেবল খেমটাই শুনে আসছি । vaहे नषञ्च छब्रषॉभिनेौ cव८णं थtद* कब्रिब्र। ७कखन