পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] ‘গোরা'র সহিত "শেষ প্রশ্নে’র নায়িকা কমলের কিছু মিল আছে। গোরা আইরিস্ম্যানের ছেলে, কমলও সাহেবের মেয়ে । কিন্তু আশ্চৰ্য্য মনোবিশ্লেষণ এবং অস্তুত হষ্টিপ্রতিভার প্রভাবে রবীন্দ্রনাথের "গোরা’ যেখানে অপরূপ, দোষে গুণে প্রকৃত মাকুব, কমল সেই অবস্থায় কতকগুলি অদ্ভুত মত এবং উন্ট কথার গ্রামোফোন মাত্র । তাহার অসামাজিক সংস্কার বুদ্ধি ও প্রকৃতি লইয়া কমল যদি রক্তমাংসের মামুল হইয়া উঠিত, তাহা হইলে বলিবার কিছু থাকিত না, কেন-না সামাজিক ও অসামাজিক উভয়বিধ বৃত্তি হইতেই পুষ্ট হইয়া সাহিত্যের রসমূৰ্ত্তি সম্ভব হইয় ওঠে । ‘শেষ প্রশ্নে’ কোথাও তাহ দেখি না। তাই রসস্থষ্টির পরিবর্ভে ‘শেষ প্রশ্নে’ শরৎচন্দ্রের প্রবৃত্তি ধারণা সংস্কার ও ঝোকের প্রকাশ দেখিভে পাই, জীবনের ব্যাখ্যার পরিবৰ্ত্তে মতামতের তর্ক-কোলাহল শুনিতে পাই । সমগ্রের মধ্যে যখন সামঞ্জস্য পাই, স্মৃষ্টিকে তখন স্বযমাময় অাখ্যা দিই। "শেষ প্রশ্নে” স্বযম নাই । এই মোট বইখানি ভারকেন্দ্রের অযথা সংস্থানে যেন টলিয়। টলিয়া পড়িতেছে । হইতে ভিতরের দিকে যায়। রস সেই আট বাহির fভতর হইতে বাহিরে ফুটিয়া উঠিতে চায়। প্রস্ফুটনকালে সে আপনার রূপ আপনি ধরে । আর্ট ও রসের পরিপূর্ণ সামঞ্জস্ত দু-একটি মাত্র কবির যেমন কালিদাস ও রবীন্দ্রনাথ । মধ্যে দেখিতে পাই । সাহিত্য ও জীবন ዓ - আট স্বচেষ্টায় রস ফুটাইতে চায় । একান্ত রসপ্রধান রচনায় এই চেষ্টার লক্ষণ থাকে না । শরৎচন্দ্র আর্টিষ্ট নন। তিনি অনুভূতিপ্রবণ লেখক । যেখানে হৃদয়ের প্রখরভ নাই, ইমোশন নাই, সেপানে তিনি নিস্তেজ ৷ ‘শেষ প্রশ্নে’ অষ্টভূতির তীব্রত নাই । এরূপ ক্ষেত্রে শরৎচন্দ্র রসসঞ্চারে অপারক বলিয়া রচনায় অাটের স্থঘমার একান্ত অভাব হইয়াছে । যে ক্ষণিক মুখের সার্থকভায় নন্তকী ইসাডোর ডানxFIR Moment Musicales? 3 ERR-i H5RI FİTHছিলেন কমলের মুখে সেই ক্ষণিকবাদের উক্তি শুনিতে পাই । অতীত মুত, ভবিষ্যৎ মায়, বর্তমান সত্য, অতএব আনন্দময় মুহূৰ্ত্তগুলিকে ব্যর্থ হহঁতে দণ্ড না, এইরূপ উৎকট মত প্রতিষ্ঠার জন্য কমলকে কতকগুলি অসংলগ্ন ঘটনা ও অযাচিত তর্কের ভিতর দিয়া লইয়া যাওয়া হইয়াছে। কাজেই শিবনাথ ছায়া, কমল খাপছাড়া এবং সকল ঘটনাই স্বষ্টিছাড়া হইয়া উঠিয়াছে । ‘শেষ প্রশ্নে' জীবনের ব্যাখ্যা মাই, জীবনের আলোচনাও নাই । যাহা আছে তাই ক্ষণিকের জয়গান। সে গান স্থষ্টির স্বরে বাধা নয় । জীবন চিরন্তন । সেই চিরস্তনের বিরুদ্ধে যুদ্ধঘোষণার মধ্যে যে বাহবাফোট আছে, এ সঙ্গীভের তাহাই মূল স্বল্প । এ স্বরে তাই বিষাদী—discord বাঞ্জিয়া উঠিয়াছে। উপন্যাস হুইয়াও তর্কবহুল শেয প্রশ্ন’ রসসাহিত্যে. পরিণত হইতে পারে নাই ।* তাই মরবি-বাসরে পাতা