পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] প্রায় কাটাইয়া দেয়, মুক্তরাং કૃષ્ટિ চাদরের আর দরকার কি ? তবু দু একটা বাহিরে যাইবার জন্য ছিল। পাঞ্জাবীগুলি অতি মিহি আৰ্দ্দীর তৈয়ারী, তাহার আধার চুড়িদার হাত । মন্মথ হতাশ হইয়। বলিল, "এন্তে স্ত হবে না, ধোয়া লংক্রথ নিয়ে অলিছি, গোট দুষ্ট ভিন ফতুয়া সেলাই করে দিতে পার ?” স্বযম মুখ ভার করিয়া বলল, "পরশু ত আমি চ:শই যাচ্ছি, আগর ফতুয। সেলাই করব কথন ?” মন্মথ বলিল, “অtছ। না করলে মগু, নইলে হে মায় বলতে যায় কে ? আমি কাপড় স্থানাঙ্গ, তুমি বয়স খাও, না-হয় এবেলা ইক্‌মিক্‌ কুকারের ঠেল! আমিষ্ট সাম্গাব।” সে তাড়াতাড়ি কাপ চ্‌ আনিতে ছুটিল । ঘণ্টাখানেক পরে লংক্লথ, একজোড়া কাম্বিশের জুতা এবং মাঝাfর গোছের একটি ক্যাধিশের ব্যাগ লইয়। সে ফিরিয়া আসিল । মুখম। নীরবে সব দেখিতে লাগিল । মন্মথ যখন স্বযমাকে কিছু বলিতেছে না, তখন রাগ করিয়া সেও কিছু জিজ্ঞাসা করিল না । মন্মথ সত্যই ইকূমিক্‌ কুকার সাজাইতে বসিল দেখিয়া স্বযমাও সেলাইয়ের সরঞ্জাম লইয়। ফতুয়া পেলাই করিতে বসিয়া গেল । পরদিনই গোছগাছ করিয়৷ স্বযমা বাপের বাড়ি চলিয় গেল । একভলার একটি ছোট ঘরে আসবাবপত্র সব মন্মথ বোঝাই করিয়া তালা বন্ধু করিল, নিজে দিনদুই মেসে থাকিবে ঠিক করিল, তাহার ভিতর ছুটি মিলিয়া যাইবে । থানকয়েক ধৰ্ম্মপুস্তক, বেশীর ভাগই বৈষ্ণব পদাবলী, ধোগাড় করিয়া পড়াশুনাও থানিকট। করিয়া লইল । গলা ছিল মন্দ নয়, গানও দু-একটা শিখিয়া লইল । 曦 ছুটি মিলিয়। গেল। পরদিন সকালেই মন্মথ জিনিষপত্র গুছাইয়া বাহির হইয় পড়িল ৷ একথান চিঠি আগেই পিসে-মহাশয়কে লিখিয়া দিয়ুছিল, তাহার আগমন প্রত্যাশা করিতে। তিনি অবশু তাহার কোনো উত্তর দেন নাই । মন্মথ বাড়িতে জায়গা পাইল অবঙ্গ, তবে পিসে-মশায় তাহাকে দেখিয়া খুব যে খুশী হইলেন, তাহা নয়। তিনি তপস্থার ফল ২২৯ তথম শয্যাগত, খুব উৎসাহ সহকারে খুশী বা জখুণী প্রকাশ কfরধার ক্ষণত। তাহার ছিল না । মন্মথ প্রণাম কfরয়া বসিতেই তিনি একটিবার ভাল করিয়া তাক ইয় দেখিলেন, মিনষ্টপানেক প:ে বলিলেন, “ঐগুরু তোমায় সুমতি দিয়েছেন । বোসে ।” মন্ম ৭ বাবা জীদের দলে ভিড়িয়া গেল । দিনরাত গদগদ ভাব ধারণ কfরয় থাকহে থাকিতে ভাইর মুখে পক্ষাiা ত ইহ বfর উপক্রম করল মাছ মাংস ডিম CBB BB BBBS Lggg D SBLSSSBBS KCS BD BB BggC BBK BB gSBBSBB KBBBSBBB BB রকম ঘুsঃ গেল। কীৰ্ত্তনের সময় গলা সকলের উপরে না তুলিলে পিস-মহাশয়ের কানে যাইবে না, সুতরাং BBBB BtttD BtttSKK0 uggS DJBB BBBB হইল । তবু মন্মথ দামবার ছেলে নয় । মস্ত্রের সাধন কিংবা শরীর পতন, এই প্রতিজ্ঞা লইয়াই সে ঢুকিপ্লাছিল, সে টিকিয়াই ব্লছিল । বাবাজাদের দলটি তাহার প্রতি বেশ খুশী ছিল না, কাজে কাজেই মন্মথ বেচারীকে বেশীর ভাগ সময় একল৷ কাটাহঁতে হষ্টত । চাকর বাকরদের সঙ্গে মিশিলে মানহানি হয়, নয়ত মাঝে মাঝে গিয়া ভাঙ্গীদের সঙ্গে মিশিবার ইচ্ছাও তাহার হইত। সখীন হুইয়া মানুষ কি করিয়া বঁাচে ? কিন্তু গোচনদাস বাবাজীর চোখ এড়াইবার জো ছিল না, তিনি দক্ষ ডিটেক্‌টিভের মত সৰ্ব্বদাই মন্মথের পিছনে ঘুরতেন। একদিন বাড়িতে একটা ডিমের খোলা পা প্ৰয় গেল। কি করিয়া এমন অঘটন ঘটিল, তাহা কিন্তু বহু চেষ্টাতেও আবিষ্কার করা গেল না। মন্মথ এবং লোচনদাস দুজনেই আরও বেশী সাবধান হইয়া উঠিল । স্বযম স্বামীর কোনো খোজ-খবর পাষ্টত না। বাপের বাড়িতে কাজকৰ্ম্ম বেশী ছিল না, সারাদিন ভাবনাচিন্তা লইয়াই তাহার সময় কাটিত । চিঠি লিখিবার অদম্য আগ্রহ তাহাকে পাইয়। বলিভ, কিন্তু অভিমান করিয়া সেটা দমন করিত। বুচুকে বুকে চাপিয়া সে দীর্ঘশ্বাস দমন করিয়া ফেলিত । হঠাৎ একদিন সকালবেল। মন্মথ আসিয়া হাজির ৷ স্বষমা খবরের কাগজ