পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] মন্মথ একট চাকরকে জিজ্ঞাসা করিল, “কি ব্যাপায় হে ?” চাকর বলিল, CHCHCĘGI ” মন্মথ সাহসে ভর করিয়া বৃদ্ধের শুইবার ঘরের দরজায় দাড়াইয়৷ ডাকিল, “পিসে-মশায় ওষুধ এনেছি ” বুদ্ধ কনুইয়ের উপর ভর করিয়া উঠিয়া বসিয়া বলিলেন, "নতুন ভেক নিয়েছিস্ হতভাগ, ওতে আমি ভুলি না। খ। দেখি তোর ওষুধ তুই। অৰ্দ্ধেকটা থা একেবারে ।” মন্মথ নিশ্চিন্তমনে ঢক্‌ করিয়া আধশিশি ওষুধ পার করিয়া দিল । পিসে-মশাষ্ট মিনিট-পাচ একদুষ্টে তাহার দিকে চাহিয়া রহিলেন, মন্মথর মুগে মরণের কোনো চিহ্ন ন-দেখিয়া বলিলেন, “ছ, আচ্ছা দে ওষুধ ।” মন্মথ আধি বাটি জলে এক ফোট জঙ্গ মিশাইয়া, তাহাকে খাওয়াইয়া বাহির হইয়া আসিল । লোচনদাস অল্পদূরেই দাড়াইয়াছিল, তাহাকে মন্মথ জিজ্ঞাসা করিল, “এরষ্ট মধ্যে হ’ল কি ধে পিসে-মশাঠ একেবারে মারমূৰ্ত্তি ?” লোচনদাস বলিল, “এ সংসারে জ্ঞাতি যার নেই, সে-ই স্বর্থী। জ্ঞাতির বাড়া শত্রু আছে। নরেন কৰ্ত্তাকে কিসের গুড়ো মিশিয়ে ঘোল দিচ্ছিল, গৌরাঙ্গের কৃপায় ধরে ফেলেছেন।” মন্মথ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, "নরেন কোথায় এখন ?” - বাবাজী বলিল, “সে কি আর এদেশে আছে ? কোথায় পালিয়েছে।” মন্মথর এইবারে কপাল ফিরিল, রাজিদিন তাহার আর অবসর রহিল না । পিসে-মশাই ঔষধ, পথ্য কিছুই তাহার হাত ছাড়া খাইতে চান না। কিন্তু রোগ এইবার বুদ্ধকে বড় জোরে চাপিয়া ধরিল । পাড়ার উকীশবাবুর এইবার ডাক পড়ল । উইল লেখা হইবে । বাড়িম্বদ্ধ একেবারে উত্তেজনায় অধীর হইয়া উঠিয়াছে। বালগোপালের কথামৃদ্ধ সবাই ভুলিয়া গিয়াছে, খোল-কৰ্ত্তাল একেবারেই নীরব। খালি কদ্ধদ্বার ঘরটার কাছে সকলের মন পড়িয়া আছে। “স্বপ্নে নাকি কি-সব আদেশ তপস্যার ফল ২৩১ বেলা একটা আন্দাজ, উকীলবাবু দরজা খুলিয়া বাহির হক্টলেন । সবাই একেবারে একজোটে তাহাকে আক্রমণ করিল। প্রশ্নের উপর প্রশ্নের চোটে তাহার দুষ্ট কান বোঝাষ্ট হইয়। গেল । তিনি সকলকে ঠেলিয়া ঠলিয়। সরাইয়া বাহির হইয়া আসিলেন । হাপাইতে ইণপাইতে বলিলেন, “এত সব ব্যস্ত কেন ? কক্ট কি অদ্যায় করবার মাতুয, সবাইকে কিছু না-কিছু দিয়েছেন।” মন্মথ আবার সবাইকে ঠেলিয়। অগ্রসর হইয়া আসিল, “আমার ভাগে কি পড়ল মশায় ? স্ত্রীপুঞ্জ নিয়ে ঘর করি, *নিডী’ মাকুৰ।” উকীলবাবু বলিলেন, “আপনার উপর ওর খুব আস্থা আছে, বললেন, “আর সব ক’ট খুনে টাকার লোভে গলা কাটতে এসেছে। টাকাই ওদের দিলাম, যদি এর পর সৎপথে থাকে—* মন্মথ বIও ইষ্টয়া জিজ্ঞাস করিল, “তবে আমায় দিলেন কি ঘোড়ার ডিম ?” উকালবাবু বলিলেন, “বালগোপালের সেবার ভার আপনার উপর। কৰ্ত্তা বললেন, "যথার্থ ভক্তি ওর আছে। গোপাল ওর সেবায়ু তুষ্ট হবেন । সামান্ত একটু দেবোত্তর রেখে যাচ্ছেন। গোপালের সেবা তাতেই চলবে ।” "চুলোয় ধাকু গোপাল,” বলিয়া বিকট চীৎকার করিয়া মন্মথ একলাফে দালান হইতে নামিয়া পড়িল । নেড়া মাথায় চড় মারিতে মারিতে বলিতে লাগিল, “ওরে আমার জাতও গেল, পেটও ভরল না। অামি রাজ্যের অঞ্চাল কুষ্মাণ্ডের জন্তে থেটে মধুলাম !” সে হন ইন্‌ করিয়৷ চলিয়া যায় দেথিয়া, লোচনবাবাজী ছুটিয়া গিয়া তাহাকে ধরিল, “তুমি তবে সেবাষ্টৎ হবে ন৷ ” মন্মথ তাকে এক ঠেল৷ দিয়া বধিলে, “রাম কহ । আমি চলগাম বাড়ি, মাসখানেক একবেলা শুধু মুরগী পাব, আর একবেলা শুয়োর, তবে ধদি আমার জানটা %fsı gw ” লোচনদাস দুই কানে হাত দিয়া তাহাকে ছাড়িয়া দিল ।