পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨88 পণ্ডিত মহাশয় অপ্রসন্ত্র মুখে একবার নিজের পকেটট। দেখিয়া লক্টলেন-ৰ্তাহার পাওনা ১৭৭e/• আনা ঠিক আছে কি-না ! —এ কি রামহরিবাবু ষে—কি খবর ? আপনার ছেলে আজ মাসখানেক ইস্কুল কমাই করছে কেন মশায় ? অস্বথ-বিস্থখ করেনি সে আমি জানি । মাঝে মাঝে দেখাও হয় । আমি কিছু জিজ্ঞেস করতে গেলেই সরে পড়ে । ব্যাপার কি বলুন তো ? এমন করলে তার নাম রাখি কি ক’রে । দু-মাসের মাইনেও সে দেয় নি । এতে ডিসিপ্লিন থাকে না—বুঝলেন ? রামহরিবাবু গ্রামের মহাজন । তাহার ধনের পরিমাণ লইয়। অনেককে তর্কবিতর্ক করিতেও শুনিয়াছি, কেহই কিছু কিনার। করিতে পারে না তাহাও জানি । কিন্তু জাহা হইলেও এম-এ পাস হেডমাষ্টার ইষ্টয়া একটু কড়া কথা বলিতে পারিব না ? কিন্তু রামহরিবাবুব জবাব পাইয়া আমার মুখ শুকাইল । কছিলাম—ষ্ট্রান্সফার সার্টিফিকেট চাই ?...অতিকষ্ট্রে ১২১-এ দাড় করাইয়াtছ— ১২০-তে নামিয়া যাইবে ? দেখুন, অামাদের ইস্কুলে যেমন ইন্টারেষ্ট নিয়ে পড়াই, এমন আপনি কোথায়ও পাবেন না ব'লে দিচ্ছি । হলুদগায়ের স্কুলে দেবেন ? তা বেশ তো । কিন্তু আপনি একবার ভাল ক’রে ভেবে দেখুন। নিজের গ্রামে চন্ধুল— সব সময়ে ছেলেকে চোখের সাম্নে দেখতে পাচ্ছেন—এ আপনার ভাল লাগল্প না ? ও, সেখানে হাফ-ফ্রি পাচ্ছেন ? বেশ, নিন ট্রান্সফার সার্টিফিকেট । আপনার ছেলে যদি লেখাপড়ায় একটু ভাল হত—তবু না-হয় এ-সম্বন্ধে বিবেচনা ক’রে দেখতাম। যাক, যখন একেবারেই মনস্থ করে ফেলেছেন—আচ্ছ। আসবেন কাল, দেখা যাবে 1•••এই বলিয়া তাড়াতাড়ি এ্যাটেগুেন্স রেজিষ্টার লইয়া একটা ক্লাসে ঢুকিয় পড়িলাম। --রোল নম্বার ওয়ান, টু, খি, ফোর—স্বাবে গজেনের কি হয়েছে বলতে পার ? এক-দুই-তিন চার আরে •ff5 fra absent CA —সাব, তার পেটের অস্থখ । পেটের অম্লখ ? তবু রক্ষ। স্কুল না ছাড়িলেই বাচি ! প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড আমার যাটটি টাকা আদায়ের যন্ত্র ইহার । ইছাদের কাহাকেও দুই একদিন অনুপস্থিত দেখিলেই মনটা কাদিয় ওঠে। এম-এ পাসের মূল্য ইহাদের উপরই কড়ায় গণ্ডায় উগুল করিয়া লইতে হইবে তো ! २ সেদিন স্কুলের আয়ব্যয়ের হিসাব পরীক্ষা করিতেছি— এমন সময় একটি বার-তের বৎসরের বালক” নমস্কার করিয়া সম্মুখে দাড়াইল। মুখ তুলিতেই সৰ্ব্বাগ্রে চোখে পড়িল—তাহার উজ্জ্বল চোখ দুটি। প্রথম দৃষ্টিপাতেই মনে হইল এমনি চোখ দুটি যেন পূৰ্ব্বে—অনেক পূর্বে কোথাও দেখিয়াছি, যেন এই চোখের দৃষ্টিকে আমি চিনি। গ্রামে গ্রামে ছেলে সংগ্ৰহ করিতে ঘুরিয়া বেড়াই, প্রভোকের মুগ চোখের দিকে চাহিয়া প্রতিভার নিদর্শন খুজিবার ব্যর্থ চেষ্টা করি। আজ ইহাকে দেখিয়া মনে হইল ইহাকে যেন এতদিন আমি চাহিয়াছি । বলিলাম –কি চাও তুমি ? সে কহিল—ইস্কুলে ভৰ্ত্তি হষ্টতে চাই স্যর । গা ঝাড়িয়া সোজ। হুঙ্কয়। বসিলাম—বেশ তো । তোমার নাম কি থোক ? —শ্ৰী অমলকুমার চৌধুরী । –এর আগে কোথায় পড়তে ? —আমি বাড়িম্ভেই পড়েছি এতদিন । —কোন ক্লাসে ভৰ্ত্তি হতে চাও তুমি ? —ম বলে দিয়েছেন—খুব সম্ভব সেকেণ্ড ক্লাসে ভত্তি হবার উপযুক্ত। আপনি পরীক্ষা করে দেখতে পারেন । - জড়তাহীন স্পষ্ট কথাগুলি । আমি মুগ্ধ হইলাম, কfছলাম—হঁ্যা, পরীক্ষা করেই দেখব। কি কি বই তুমি পড়েছ ? —ইংরেজী অনেক বই পড়েছি—যেমন Tales from Shakespeare, Folk Tales of Bengal, Palgrave's Golden Treasury— -बाष्क, भाप्%छे अक्ष cछनिcनब्र गंtग्नब्र गांब्र? ইংরেজীতে বলতে পার, অমল ?