পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষুদ্র বীজ মৃত্তিকার সাথে যুঝি অঙ্কুরি’ উঠিতে চাহে আলোকের মাঝে মুক্তি খুজি । সে মুক্তি না যদি সত্য হয় অন্ধ মুক ছঃখে তার হবে কি অনন্ত পরাজয় ॥ শুধু প্রাণরক্ষা আর বংশরক্ষা কাজে তোমার চিত্তের শক্তি সাঙ্গ হয় নাই আত্ম মাঝে, যা রহিল বাকি ধূলি তারে ফাকি দিবে না কি। সে চিত্ত অসীম পানে বাতায়ন দিয়েছিল খুলি', প্রত্যহের আপনারে ভুলি’ নিত্যের নৈবেদ্য থালে আপনার শ্রেষ্ঠ দান ভরি’ দিয়াছিল কালে কালে। . অসীম প্রাণের বাৰ্ত্তা যবে এসেছিল কানে - মর-প্রাণ তুচ্ছ ক’রেছিলে আত্মদানে, অর্থ তা’র কোথাও কি হবে না সমাধা, মৃত্যু তারে দিবে বাধা, ধূলায় কি হবে ধুলি মহাক্ষণগুলি । জন্মদিন এই বাণী দিক তব চিত্তে আনি’,— —মর্ত্যের জরায়ু আপনাতে বন্ধ করি লুপ্ত করিবে না তব আয়ু,— অসম্পূর্ণ ক্লিষ্ট প্রাণ— এ গর্ভ বন্ধনে তা’র নহে অবসান,— আরবার নব জন্ম ল'বে পুর্ণের উৎসবে ॥ गोबिंजिद्द పెళ్సి