পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] AMMMAAA AAAA AAAA AAAA AAA AAAAM AAASA SAAAAA AAAA SAS A SAS SSAS SSAS মোহেন-জো-দাড়োয় সৰ্ব্বাপেক্ষ বিস্ময়কর আবিষ্কার তাহার জল-নিষ্কাশন প্রণালী। স্বানের ঘরের মেঝে সৰ্ব্বদ। একদিকে ঢালু এবং একপাশে আল-দেওয়া। ঘর হইতে রাহিরে যুইবার ছোট নৰ্দ্দম, আবার পথের দুই ধারে বড় ঢাকা নদম শহরময় রহিয়াছে । কুয়ার চারপাশ সৰ্ব্বদাই বাধানে। ছাদ হইতে জল পড়িবার বাধানে ঢালু পথ, মাটির লম্বা নল ও ছোট মুবি, দেওয়ালের ভিতর দিয়া ইট কাটিয়া উপরের জল নীচে নামিবার পথ, সবই আধুনিক যুগেও বিস্ময়কর ঠেকে । এই সব দেখিয়া মনে হয় সে যুগে বৃষ্টি প্রচুর হইত। তা ছাড়া জাতিটি খুব পরিচ্ছন্ন ছিল। সৰ্ব্বদা জল না হক্টলে তাহাদের চলিত না, স্বানের ও খুব আড়ম্বর ছিল নিশ্চয়। ন হইলে ঘরে ঘরে কুয়াও স্নানাগার থাকিবে কেন ? বৃষ্টির প্রাচুর্য্য না থাকিলে এক মানুষ গভীর বড় ড্রেনের প্রয়োজন বিশেষ থাকে না । কিন্তু পরবর্তী যুগে প্রচুর কাচা ইটের ব্যবহার দেখিয়৷ মনে হয় তখন বৃষ্টির অত ঘটা ছিল না। তাহ হইলে কাচা ইট এতদিন টি-কিত না এবং জল জমা কারয় রাfখবার এত চৌবাচ্চ, জালা ইত্যাদিও ভৈয়ারী হতে না । . অধিকাংশ নরনারী মূৰ্ত্তির স্বল্প বাস দেখিয়া দেশটা গরম ছিল বোঝা যায় । অভিরিক্ত স্নানাদি ও গরম দেশের লক্ষণ। গরমের জন্তই মাথায় টুপি কি পাগড়ী পরিত না মনে হয়। চুল বাধা, সিখি কাটা, মাথায় গহনা পরা ইত্যাদিতেও পুরুষের খুব টান ছিল প্রমাণ রহিয়াছে । ধনী দরিদ্র স্ত্রীপুরুষ সকলেই অলঙ্কার ভালবাসিত । তাই মাটির অলঙ্কার হইতে সোন ফটিক ও রূপার অলঙ্কার কিছুরই অভাব নাই । শহরের নক্স আগে হইতে ভাল করিয়া করিবার মত জ্ঞানী লোক ছিল । ন হইলে এমন স্বfবন্যস্ত পরিপাটি পথ ঘাট গলি দেখা যাইত না । শহরের বাড়ি ও পথের স্থব্যবস্থা ইহার দ্বিতীয় বিস্ময় । এই জাতিতে নানা উপজীবিকার মাতুষই ছিল প্রমাণ পাওয়া যাইতেছে । শীলেতে পহুক হাতে মাছুষের মূৰ্ত্তি এবং অন্যত্র ধাতুনিৰ্ম্মিত ভীরের ফল, পাথরের অস্ত্ৰ ভৈয়ারী করার ঞ্জিনিয়ু, পালিশ করিবার শাণ দেখিয়া বোঝা যায় যে শিকারীর অভাব ছিল না । চাষবাস ত নিশ্চয়ই ছিল, ন হইলে লাঙ্গলের ফাল, কুলা-হাতে পুতুল কোথা হইতে আসিধে । তাছাড়া গছনাতে সরিষা, মটর, যব গমের অন্থকরণ আছে । পশুপালন তো গরুর গাড়ী, মহিষের মূৰ্ত্তি ইত্যাদিই প্রমাণ করে । তবে উট আর ঘোড়া দেখা যায় না । আমাদের দেশ ৫ • • • বৎসর আগে ob’6: سخ*** * * * * دیه ** هم می ده به وس- = s cनरन बफ़ बज्र भईौक्वrश्ब्र छत्रल झिल ; ऊाझे भक्रडूभिग्न উটের বদলে জঙ্গলের হাতী গণ্ডারের পরিচয় বেশী । এখন পিন্ধুদেশে হাতী গণ্ডাব নাই, উট আছে । বনের কাঠ কাটিয়া কড়িকাঠ ইত্যাদি তৈয়ারী হুইত, চিত্ৰিত পাত্ৰ হয়ত হাতীর পিঠে বোঝাই হইয়া যাইত। করাত দেখিয়া এবং খাটের অগুরুতি ও কড়ি রাখার ঘর কাটা দেখিয়া ছুতারের কাজ যে ছিল তাহা স্পষ্ট বোঝা যায়। গরুর গাড়াও নিশ্চয় কাঠ দিয়াই তৈয়ারী হইত। - মুরগী ছিল গৃহস্থের প্রিয় জিনিব, তাই ছেলেদের খেলনায় মুরগী-গাড়ী, মুরগী-বাশী মাটিতে গড়া হইত।