পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] সেকালের কলিকাতা 덕 সেকালের কলিকাতা ১৭ট পুষ্করিণী, আটটি পাকাঘর ও আটহাজার মেটে ঘর ছিল । ১৭০৪ খৃষ্টাব্দে জমির খাজনা, কুতঘাটার আয় ও জরিমানা জমাখরচের জের কাটিয়া মূনফা ছিল মোট ৪৮২ টাকা মাত্র। ১৭০৮ এ উল্লাহ হয় ১•• •২ টাকা, পরবর্তী সালে হয় ১৩০০ টাকা । চাণকের মৃত্যুর পর স্তর জনৃ গোল্ডস্বরা ধর্থন কোম্পানীর সর্বময় কৰ্ত্ত নিযুক্ত হইয়া আসেন তখন ১৬৯৩ খৃষ্টাব্দে ইংরেজরা সৰ্ব্বপ্রথম একখানি পাকা কোঠা ক্রয় করেন। এই কোঠায় সেরেস্তার কাগজপত্র রাখা হইভ । তিনি কুঠীর চতুদিকে মাটির প্রাচীর তুলিয়া দেন । কোম্পানীর কুঠিপত্তনের পর স্বীর্ঘকাল পৰ্য্যন্ত *श्रब्रब्र अदझा गरूँकि ब्रिाझे शैन श्लि । कूटैिं-मृभौ°बडौ কতকটা স্থান ভিন্ন অনেকদিন পৰ্য্যন্ত অধিকাংশ স্থানই জঙ্গলাধুত ছিল। ১৬৯৯ খ্ৰীষ্টাব্দে কোম্পানীর পতিত জুমি ও জঙ্গলের মধ্যে লোকের প্রয়োজন মত স্থান পরিষ্কার করাইয়া ইচ্ছামত বাড়ী ঘর নিৰ্ম্মাণ করিতে পারিবে এই আদেশ প্রচারিত হয় । ইহার পর হইতে লোক-সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাইতে লাগিল এবং সঙ্গে সঙ্গে সহরের উন্নতির আবশ্বকতা উপলব্ধি হইতে লাগিল । ১৭০৩-এ লোক-সংখ্যা যাহা ছিল ১৭৯৮এ তাহার দ্বিগুণ হইল। মিউনিসিপ্যালিটির মত তখন কিছু ছিল না। ১৭০৪ খ্ৰীষ্টাব্দে কাউন্সিলের আদেশে দেশীয় অধিবাসীদের জরিমানার টাকা যাহা আদায় হুইত তাহা হইতেই যথাসম্ভব শহরের ভিতরের খানাডোবা সকল ভরাট ও নর্দমা প্রস্তুত হইতে আরম্ভ হয়। যাহাতে বিশৃঙ্খল ভাবে বাড়ী-ঘর কেহ প্রস্তুত না করিতে বা যেখানে সেখানে পুষ্করিণী খনন না করিতে পারে, এজন্তও ১৭৯৭ খ্ৰীষ্টাব্দে একটি আদেশ প্রচারিত হইয়াছিল ।