পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b~ প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩৮ ०s= छांभ, २ञ्च धंस সেকালের লাটভবন-১৭৮৮ স্বাস্থ্যবিষয়ে শহরের অবস্থা অতি কদৰ্ঘ্য ছিল । পাক্কা ফিভার নামে একপ্রকার জর হুইত, তাহাতে সময় সময় অনেক সাহেব মারা পড়িত। পেটের পীড়া ও জর তখনকার প্রধান ব্যাধি ছিল। চিকিৎসা পদ্ধতিও অদ্ভূত ছিল। রক্ত আমাশয় রোগে তখন পাছে রোগীর বল হ্রাসপ্রাপ্তি হয় এজন্য মদ্য ও মাংসের ব্যবস্থা করা হইত। সেকালে শহরের জলবায়ুর অবস্থা এত খারাপ ছিল, লবণ হ্রদ হইতে এমন দুষিত বায়ু উৎপন্ন হইত যে, বর্ষাকালট কাটাইয়া বাচিয়া থাকা যেন একট। বড় সৌভাগ্যের কথা ছিল । এই জন্য প্রতি বৎসরে ১৫ই নভেম্বর সাহেবদের একটা মিলনোৎসব হইত। ইহা বহুদিন পৰ্য্যন্ত অতুষ্ঠিত হইয়াছিল। তখন লবণ হ্রদ কলিকাতার খুব কাছেই ছিল । সামান্ত ভাবে মিউনিসিপ্যালিটির গঠন হয় প্রথম ১৭২৭ খ্ৰীষ্টাব্দে । মেয়র মিউনিসিপ্যালিটির কৰ্ত্ত ছিলেন । তাহাকে সাহায্য করিবার জন্য নয় জন অলডারম্যান ছিলেন । হলওয়েল করপোরেশনের প্রথম প্রেসিডেণ্ট হন । অতঃপর শহরের স্বাস্থ্য বিষয়ে উন্নতি মিউনিসিপ্যালিটিরই লক্ষ্যের বিষয় হইল। এই ভাবেই মিউনিসিপ্যালিটির কাৰ্য্য দীর্ঘকাল পর্য্যন্ত চলিতে থাকে। জানা যায় ১৮৪৭ খ্ৰীষ্টাব্দে সাতজন বেতনভোগী কৰ্ম্মচারী দ্বারা মিউনিসিপ্যালিটির কার্য্য নিৰ্ব্বাহ হইত। ईशप्नब भाषा তিনজনকে কোম্পানী এবং চারজনকে করদাতৃগণ মনোনীত করিতেন। লর্ড, ওয়েলসলির সময় এই সভোর সংখ্যা হুইয়াছিল ত্ৰিশ জন । ব্যক্তিগত ভোট তখনও প্রচলিত হয় নাই । মিউনিসিপ্যালিটির উল্লেখযোগ্য কাজ হিসাবে জানা যায়—১৭৪৯ খৃষ্টাব্দে নালা ও খাদসমূহ কাটাইবার জন্ত किहू फेाक बाञ्च भक्षूद्र श्ब्रांझिल ७वथ् *१९० बैडेiएक নগরকে সম্পূর্ণ স্বাস্থ্যপূর্ণ করিবার জন্ত চারিদিকে নাম কাটাইবার ব্যবস্থা হয় । মিউনিসিপ্যালিটি গঠিত হইলেও বহু দিন পষ্যস্ত ময়লা ফেলা বিভাগ পুলিসের অধীন ছিল । সে বিভাগের নাম ছিল “স্কাভের অফিস”। দেশয় পল্লীর প্রত্যেক থানার অধীনে দুষ্টখানি করিয়া ময়লা ফেলা গাড়ী থাকিত • অষ্টাদশ শতাব্দীর মধ্যে পাকা রাস্তা একটিও নিৰ্ম্মিত হয় নাই । লর্ড ওয়েলেসলির সময়ই অনেক শূতন রাস্তা ও ড্রেনাদি নিৰ্ম্মিত হুইয়াছিল। সে সময়ে বৰ্ত্তমান ইমপ্রুভমেণ্ট ট্রাষ্ট্রের মত একটি সমিতি গঠিত হইয় তাহার দ্বারাই এ সব কাজ হইয়াছিল । এই সময়ই সাধুলার রোড পাকা হয় । নগরের সম্পদ ও আয়তন বুদ্ধির সহিত স্বাস্থ্যাদি বিষয় উন্নতির বিশেষ প্রচেষ্ট হুইলেও, দীর্ঘকাল, এমন কি, একশত বৎসর পূর্ব পথ্যস্ত অনেক স্থান জঙ্গলময়, জনহীন, আবাদে জমি, জল বা পচা পুষ্করিণীতে ভরা ছিল। অনেক স্থান খুনে ডাকাতের বাসে ভয়াবহ ছিল । অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মৃঙ্গাপুর ও সিমলায় ধান্তের আবাদ হইত। ১৮২৬ খৃষ্টাব্দেও চোর ডাৰণতের ভয়ে