পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] সন্ধার পর কেহ সিমলার মধ্য দিয়া যাইত না । কর্ণওয়ালিস স্কোয়ার, সাকুলার রোড, চৌরঙ্গী, বৈঠকথানার আশে পাশে তখন ডাকাতদের আডড ছিল । দুইশত বৎসর পূৰ্ব্বে চৌরঙ্গীকতকগুলি কুটীর সম্বলিত পাড়া গ ছিল । শত বৎসর পূৰ্ব্বেও উহা শহরতলি বলিয়া গণ্য হইত। তখনও এখানে ব্যাভ্রের ডাক শুনা যাইত । এখন লাটসাহেবের বাড়ী যেখানে আছে, দেড়শত বৎসর পূৰ্ব্বে গু সেখানে কতকগুলি পর্ণকুটার ছিল । এই স্থানটিতেও হেষ্টিংসের অনেক পর পর্য্যন্ত চুরিডাকাতি থেষ্ট হইত । ফর্ডাইস লেন নামক গলিকে পূৰ্ব্বে গলাকাট গলি বলিভ। কথিত আছে, রাত্রে কেহ ঐ রাস্তা দিয়া গেলে তাহার গল কাট। যাইত । ইণ্ডি বেডি ১৮২ খৃষ্টাব্দে প্রস্তুত হয়, তৎপূর্ব সময় পয্যন্ত এই স্থান বাদাবন পূর্ণ ছিল । গার্ডেন রিচ, বেলভেডিয়ার, চৌরঙ্গী, প্রভূতি স্থানগুলি অনেক দিন পর্যস্ত শহরের বাহিরে বলিয়া গণ্য হুইত । লর্ড কর্ণওয়ালিসের সময় পৰ্য্যস্ত কোম্পানীর উপনিবেশের এক-তৃতীয়াংশ স্থান হিংস্র বন্য জন্তুময় জঙ্গলে পরিপূর্ণ ছিল । ক্লাইবের সময় মেটে চালাঘর যাহ। ছিল তাহার সবই প্রায় গোলপাতার ছাউনযুক্ত। পাক বাড়ি ধাহা ছিল সবই প্রায় একতলা । তখনকার লোকের মনে ভয় ছিল বাড়ি অধিক উচ্চ হইলে বজ্রাঘাতের সম্ভাবনা থাকে । শহরের সমৃদ্ধি দুগের পার্শ্ববৰ্ত্তী স্থানসমূহেই প্রথম পারলক্ষিত হইয়াছিল। পরিষ্কার, পরিচ্ছন্ন বাড়ি, গির্জা, বিচারগুহ, চলিবার ভাল পথ সকল নিৰ্ম্মিত হইয়াছিল এবং জংপাশ্বে শ্রেণীবদ্ধভাবে গাছপালাও বসান হইয়াছিল। তথনকার প্রধান সৌন্দধ্য ছিল সেন্ট য়্যানের গির্জ। হাই কলিকাতার প্রথম চুড়াওয়াল গির্জা, সাধারণের চাদায় ১৭৯৯ খ্ৰীষ্টাবে নিৰ্ম্মিত হইয়াছিল। শহরের সকল স্থান হইতেই উহার স্ব-উচ্চ চুড়া দেখা যাইত। বর্তমানে যেখানে অন্ধকূপ হত্যার স্মৃতিস্তম্ভ আছে উহার নিকটেই উত্তরাংশে উহ चदश्डि हिल । cनकारणब्र गांcश्वrमब्र दाऊँौcउ .धूम সেকালের কলিকাত৷ འ་ཆེ༠ : নিঃসরণের নল, শাসি, খড়খড়ি এ-সব কিছুই ছিল না । শাপিতে কাচের পরিবর্ভে বেত বোন থাকিত । কথিত, আছে, হেষ্টিংসের বাড়িতেই প্রথম কাচের শালি হয় । কলিকাতার লোকসংখ্যা ছিল ১৭১০ খ্ৰীষ্টাব্দে ১২,• • • এবং ১৭৫২ খ্ৰীষ্টাব্দে ১১৭,৩৬৪ জন । ঘরবাড়ির সংখ্যা ছিল ১৭০২ এ পাকাবাড়ি ৮থানি, কাচাঘর ৮••• • s. ১৭৪২ খৃষ্টাব্দে পাক বাড়ি ১২১, কাচাঘর ১৪,৭৪৭ । ১৮৩৭ খৃষ্টাব্দে আইন দ্বারা চালাধর নির্মাণ নিষিদ্ধ হয়। পলাশীর যুদ্ধের সময় পৰ্য্যস্ত কলিকাতায় ইংরেজদের সৰ্ব্বস্থদ্ধ সত্তরখানির অধিক বাড়ি প্রস্তুত হয় নাই । সেকালের কলিকাতার বস্তি ১৭৯২ খ্ৰীষ্টাব্দে রাস্ত ছিল মাত্র দু-টি, গলিও দু-টি, ১৭৪২-এ উহার সংখ্যা হয় ষোলটি । বড়বাজার বহু প্রাচীন। পূর্বে বাঙ্গারগুলি জমাৰিলি করা হইত। ১৭৬৮ খৃষ্টাব্দে বড়বাজার ৮••২, বৈঠকখানা বাজার ৭৫-২, স্বতাঙ্গুটী বাজার ৫৭•২,জানবাজার ৫• •২, ধৰ্ম্মতলা বাজার ৫••২,মেছুয়া বাজার ৪৫-২ ও বৌবাজার ৭৫৯ টাকায় এক বৎসরের জন্য বিলি হইয়াছিল खांनि1 १ोघ । - তখনকার বন জঙ্গল, ডোবা, জলা প্রভৃতির কথা ছাড়িয়া দিলেও শহরের অবস্থা কিছু বিভিন্ন প্রকারের ছিল। পূৰ্ব্বদিকে লবণ হ্রদ তখন বিস্তৃত ছিল । এখন হেষ্টিংস ষ্ট্রীট যেখানে আছে, তথায় একটি খাল ছিল ।