পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(سي স্বপ্রীম কোট ছিল । সে বাড়ী ভাঙ্গিয়া হাইকোর্ট নিৰ্ম্মিত হইয়াছে। সদর দেওয়ানী আদালতও পূর্ধে এষ্ট স্থানে ছিল । স্বপ্রীম কোর্টে চীফ জষ্ট্রিস ও পিউনি জজ এই উভয় শ্রেণীর বিচারক বসিক্রেন । স্যার এলাইজা ইম্পে এখানকার প্রথম চীফ, জষ্টিস এবং স্তার রবার্ট চেম্বাসপ্রথম পিউনি ক্ষস্থা কইয়াছিলেন । এষ্ট আদালতেই বিচারপতি ইম্পের বিচারে নন্দকুমারের ফঁাসি হইয়াছিল । প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড ১৭৫৩ পুষ্টাব্দে মেয়র কোর্টের ফোলিও বfষ্টকে কোন মোকদ্দমার বিবরণ বেজেষ্টারী করিতে প্রতি পৃষ্ঠা নয় আন হিসাবে খরচ লাগিত । উহা হইতে বৎসরে প্রায় ১৬০০ টাকা আয় হইত। প্রত্যেক আদালতের পেয়াদ অর্থী প্রত্যপীর কাজের জঙ্ক প্রত্যহ মেহনত্ত-আন পাইত তিনপণ কড়ি । সপ্তার মধ্য হইতে এত লাঞ্চ খরচ হিসাবে কোম্পানী একপণ চৌদ্দ গগু কড়ি কাটিয়া লষ্টতেন, পেয়াদার। থো প্ৰাকীরূপে মাত্র একপণ কড়ি সেকালের রাইটাস বিল্ডিং ও হলওয়েল মঙ্গুমেন্ট স্বপ্রসিদ্ধ স্তার উইলিয়ম্ জোন্স এই স্বপ্রীম কোর্টের সময়ে মাত্র চারিজন তখনকার বিচারপতি ছিলেন । র্তাহার এটণীর আদালতে কার্য্যের অধিকার ছিল । দিনে কোন মোকদুমার আপীল করিতে হক্টলে সপরিষদ গভর্ণরের কাছে করিডে ইষ্টত । প্রথম প্রথম আদালতে যাহার। মামলা করিত তাহারা নিজেই যাঙ্গ কিছু বলিত । ওকালতি আরম্ভ হয় ১৭৯৩ খৃষ্টাব্দে ; প্রথম ১৪ জন এটর্ণ ও ৬ জন ব্যারিষ্টার ছিল । তাঙ্গর সকলেই ইংরেজ বা ফিরিঙ্গী ছিলেন । র্তাহাঙ্গের দক্ষিণ বড় বেশী ছিল । একটি প্রশ্নের উত্তর দিলে তাহারা সাধারণতঃ এক মোহর লক্টতেন ! একখানি পত্র লিখিতে আটাশ টাকা লইতেন। সেকালে কোর্ট ফি দিবার ব্যবস্থা ছিল । বাদী প্রতিবাদীর উপর সমন জারি করা, কাহাকেও আটক করিয়া রাখার প্রার্থন বা কারারুদ্ধ করিবার দরখাস্ত প্রভৃতির জন্য কোর্ট ফি দিতে হইত। উহাকে “এত লাক্‌” বলিত। এত লাকের কোন নির্দিষ্ট হার ছিল না । পাইত, বাকি, ছযগ গু কড়ি “এভ লাকমুড়ি” ব; দরখাস্ত লেখকগণ দক্ষিণ স্বরূপ পাইক্ত । সেকালের লি: পৃদ্ভিদের পরিচ্ছদ ও বিচারাসন } প্র ভুকি খুব আড়ম্বরপূর্ণ ছিল । মেয়র কোটের বিচারাসন মখমলমণ্ডিত থাকিত । এই আদালতের অলডারম্যানের পকেট পরচ হিসাবে মাসিক : ১০২।১৫২ টাকা পাইতেন । অপরাধের দ গু এখনকার তুলনায় তখন গুরু ছিল ৷ জলি করা অপরাধে মহারাজা নন্দকুমারের কঁাসির কথ। সকলেই জানেন । ব্যভিচার ঘটিত অপরাধে স্থার ফিলিপ ফ্রান্সিসের ৫০.• • • জরিমানা হইয়াছিল। সামান্ত চুরি রাহাজানি অপরাধে মৃত্যুদগু হইত। কথায় কথায় তখন চাবুকের ব্যবস্থা ছিল যাহার চালুক মারিত তাঙ্কাদেব "চাবু ক’-সগুয়ার বলিত । হাত পোড়াইয়া দে গুয় তখন একটা দ গু ছিল । ডেকা দিয়া কখনও কখনও গঙ্গাপার করিয়া নেওয়া ঔষ্টত । কাঠের জঞ্জার ছিদ্র মধ্যে পী ঢুকাইয়া তুড়ম ঠোকাও তখনকার একটা প্রচলিত দণ্ড ছিল । ১৮১৬ খ্ৰীষ্টাব্দে আইন দ্বার: উহ উঠাইয়া দেওয়া হইয়াছে প্রাণদণ্ডের জন্য ফাসি দেওয়াই প্রচলিত ব্যবস্থা থাকিলেও মুসলমানদের জন্ত ব্যবস্থ স্বতন্ত্র ছিল । তাহাদের বিধি অন্তসারে নরহত্যাকারী বা গুরুতর অপরাধে অপরাধী ব্যক্তিকে চাবৃক মারিয়া হত্যা করা হইত। বিশেষ প্রকাশ স্থানে যেথায় সহজে সকলের দৃষ্টিগোচর হয় সাধারণতঃ সেই স্থানে বা রাস্তার চৌযাথাতে অপরাধীদের দণ্ড দেওয়া হইত। এই সব স্থানেই অস্থায়ী ফাসিকাষ্ঠ রচিত হইয়া ফাসি দেওয়া হইত।