পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wONు সরকারের চেষ্টায় প্রতিষ্ঠিত দ্বিতীয় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ফোর্ট উইলিয়ম কলেজ । ইংরেজ কৰ্ম্মচারীদের বাঙ্গালা শিক্ষার স্থবিধার্থ লর্ড ওয়েলেসলির দ্বারা ১৮e • খ্ৰীষ্টাবে ইহা প্রতিষ্ঠিত হয় । এই বিদ্যালয় প্রতিষ্ঠার ফলে বাঙ্গালা ও অন্যান্য দেশীয় ভাযায় অনেক পুস্তক লিখিত ও প্রকাশিত হুইয়াছিল । অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে যে কতিপয় ছোট ছোট ই-রেজী বিদ্যালয় প্রতিষ্ঠিত হষ্টয়াছিল তন্মধ্যে খিদিরপুর মিলিটারি অরফ্যান্‌ স্কুল, কিয়ারন্যানডার স্কুল, সেরবোরণ সেমিনারি, ইউনিয়ন স্কুল, হজেস স্কুল, গ্রিফিথ সাহেবের স্কুল, আরচার সাহেবের, মার্টিন বাউলের, রামজয় দত্ত, রামনারায়ণ মিত্র প্রভৃতির স্কুলগুলির উল্লেখ পাওয়া যায় । এষ্ট-সব বিদ্যালয়ে ইংরেজী যাহা শিক্ষা দেওয়া হইজ জাহা সামান্ত ভাবের । কিন্তু স্ববিখ্যাত মহাত্মা দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রামগোপাল ঘোষ, রামকমল সেনের মত লোক সকলও এই সব স্থানে শিক্ষাপ্রাপ্ত হইয়া তদানীস্তনকালে ইংরেজী ভাষায় স্থপণ্ডিত হইয়াছিলেন । তবে একথাও বলা প্রয়োজন, তখনকার কালে ইংরেজী শিক্ষিত লোকের অভাব হেতু সামান্য শিক্ষিত লোকও অনেক উচ্চ রাজকণধ্যে নিযুক্ত হইতেন । হিন্দু কলেজই এখানকার সর্বপ্রথম উচ্চ শ্রেণীর ইংরেজী বিদ্যালয় । লর্ড ময়রার সময় ডেভিড হেয়াব, জাষ্টিস্ হাইড ও কতিপয় সম্বাস্থ হিন্দু অধিবাসীদের উদ্যোগে ১৮১৭ খ্ৰীষ্টাব্দে, ইহা স্থাপিত হয় । ইঙ্গার জন্য বাটী নিৰ্ম্মিত হয় ১৮২৭ খ্ৰীষ্টাব্দে । তাহার জন্য ব্যয় হয় ১২০,০০০ টাকা । ইহার পর উচ্চাঙ্গের ইংরেজী বিদ্যালয় বলিতে ডভ টন কলেজ বুঝায়। ইহা ১৮২৩ খ্ৰীষ্টাব্দে উইলিয়ম্ রিকেট দ্বার। প্রতিষ্ঠিত হয়, পরে ক্যাপটেন উভটন ইহার তহবিলে ২৫০,০০০ টাক। দান করেন । প্রতিষ্ঠাকালে ইহার নাম ছিল পেরেন্টাল একাডেমী । বিশপ কলেজ ১৮২০ খ্ৰীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় কিন্তু ঈহ! কলিকাতায় নহে, শিবপুরে । জেনারেল এসেলব্লিজ ইনষ্টিটিউশন, সেণ্টজিভিয়ার, লা মার্টিনিয়ার প্রভৃতি বিদ্যালয়গুলিও খুব প্রাচীন, তাহা হষ্টলেও উহা পরে স্থাপিত হইয়াছিল । o প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড অষ্টাদশ শতাব্দীতে আমাদের মেয়েদের শিক্ষার জন্য বিশেষ কোন শিক্ষালয় ছিল বলিয়া জানা যায় না । কলিকাতার প্রথম বালিকা বিদ্যালয়ের কথা যাহা জানা যায় তাহা হেজেস বালিক। বিদ্যালয় । উহা ১৭৬০ খ্ৰীষ্টাব্দে বিবি হেজেস কল্পক স্থাপিত হয়। এখানে ফরাসী ভাষা ও নৃত্যকলা শিক্ষা দেওয়া হইত। ১৭৭৮ খ্ৰীষ্টাব্দে পিট্‌স নাম্নী একজন ইংরেজ মহিলা প্রাপ্তবয়স্ক। সেকালের ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর স্বামসু, নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । উহার পর বৎসর মিসেস ডারেল নামী অন্য একজন মহিলা “ডারেল সেমিনারি” নামে একটি স্ত্রীশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন । ইংরঞ্জে বালিকাদের শিক্ষার জন্য পর পর আরও ব্যবস্থা হয়। এ দেশীয় স্ত্রীলোকদিগের শিক্ষার স্ববিধার জন্য ১৮২১ খ্ৰীষ্টাব্দে উইলসন নায়ী এক মহিলার দ্বারা লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন নামে একটি সমিতি গঠিত হয় । ইহার দ্বারা বিশেষ কিছু কাজ হষ্টয়াছিল বলিয়া জানা ন যাইলেণ্ড, ইহাকে কতকটা প্রথম প্রচেষ্ট বলা যায় । ইহার পর রাজা রামমোহন রায়ের দ্বারা আমাদের দেশে স্ত্রী-শিক্ষা বিস্তারের চেষ্ট হয় । প্রকৃতপ্রস্তাবে এদেশীয়দের মধ্যে এ কার্যে তিনিই অগ্রণী ; অবশু খ্ৰীষ্টান মিশনারীদের দ্বারা যে এ বিষয়ে বহুল সহায়তা হুইয়াছে এ কথা না বলিলে সত্যের অপলাপ করা হয় ৫

  • মই আগষ্ট কলিকাতা Y. W. G.A. এর হলে Benga 'Women's Education Leagues foots afon visis