পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] হিমালয় অঞ্চলের মন্দির 8షాహి চম্ব শহরের নিকট পৰ্ব্বভগাত্রে সমতল-ক্ষেত্র হয় যেন পাহাড়ের গাৱে সিড়ি কাটিয়া রাখা হইয়াছে। নদীর ধারে এই সকল ক্ষেত্রে ধান জন্মায়, কিন্তু আরও উপরে গম, ভুট্টা, বাজরা প্রভৃতি ফসল হইয়া থাকে। চম্ব রাজ্যের মধ্যে কোন কোন উপত্যকায় বৃষ্টি বেশী হয় । সেখানে পাহাড়ের গায়ে ঘন জঙ্গল আছে । যাহার। জঙ্গলে থাকে, তাহীদের পক্ষে চাষ করা কঠিন । তাহার। জঙ্গলে কাঠের কাজ করে । গাছ কাটিয়া তাহাকে চিরিয়া নদীর জলে ভাসাইয় দেয়। বিশ-ত্রিশ মাইল দূরে যে সকল কাঠের বাজার আছে সেথানে তাহীদের অন্ত লোকে এই সকল কাঠ ধরিয়া তুলিয়া লয়। বাহার কাঠের ভরি বোঝা জঙ্গল হইতে লইয়া যাভায়াত করে তাহাঙ্গেয় মধ্যে কাশ্মীরী মুসলমান অনেকে আছে। শুনিলাম ইহাদের মত পরিশ্রমী ও ভারবহনে সমর্থ জার কেহ নাই। চায এবং কাঠের কাজ ভিন্ন চম্বা, মতি, কুন্তু প্রভৃতি প্রদেশে একটি চমৎকার ব্যবসায় প্রচলিত আছে। নদীগর্ভের মধ্যে অনেকে পাথর দিয়া ছোট একখানি দোতলা ঘর নির্শ্বাণ করে । এই ঘরের মেঝের ভিতর দিয়া একটি কাঠের उफ़ि नौ८छ शृशंख नाशाहेञ्च ८जeग्न इञ्च । ७ फ़िफ़ेिब्र নীচের দিকে ইলেকটক পাপার ব্লেঙের মত অনেকগুলি পাপী অtটকান থাকে ও উপরে দোতলায় একটি ধাত্তাও বাধা থাকে। নদীর জল জোরে পাণীগুলিকে আধাত করিলে যা তাও ঘুরিতে থাকে এবং একজন লোক সেই র্যাতার দ্বারা গম, ছোল অথবা ভুট্টা পিথিয় আট। কপ্লিয়া লয়। একমণ মাল পিষিয় দিলে যাহার র্যা • সে দুই-তিন সের আট বানি হিসাবে লাভ করে । মাট সরু-মোট করিবার গুপ্ত অথবা দানাগুলিকে ধীরে অথবা বেগে একটি ঝুড়ি ইষ্টতে যাতfর মধ্যে ফেলিবfর জন্য নানারকম কৌশল অবলম্বন করা হইয়া থাকে । যাঙ্গাই উক, চাষ বাস, কাঠের কাজ ও পানচন্ধীর দ্বারা আট-পেশাক্ট ছাড়া তিমালয়ের এই প্রদেশে আরও দু-একটি বৃত্তি প্রচলিত আছে । উত্তরদিকে পাহাড় যেখানে খুব উচ্চ হুইয়। গিয়াছে সেখানে চাষ সম্ভব নহে। বৃষ্টিপাত খুব কম বলিয়া পাহাড়ের গায়ে কেবল ঘাস জন্মিয় থাকে । সেই জন্য এক শ্রেণীর লোক এই স্থানে মেঘ ও ছাগলের পাল লইয়া বাস করে । শীতের দেশ বলিয়া-পণ্ডগুলির ग्राvञ्च भूव घन ७ जषt cणाध छश्राग्न ७द९ cधष°ाजकनं* বৎসর বৎসর লোম কাটিয়া তাহা বিক্রন্থের দ্বারা জীবিকা