পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রহ্মে দারুশিল্প ঐযতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ১৩৩৪ সালের আষাঢ়ের প্রবাসী’তে শ্ৰীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় তাহার "দারুশিল্প” প্রবন্ধে ব্ৰহ্মদেশে টক্ কাষ্ঠে খোদাই যুদ্ধ-অভিযানের একটি চিত্র প্রকাশিত করিয়াছিলেন । রেজুনের বিশ্ববিখ্যাত সোয়েডীগন প্যাগোডায় এরূপ খোদাইকার্ষ্য বহুল ভাবে চোখে পড়ে। তদ্ভিন্ন ব্রহ্মের বহু প্যাগোডায় ও ফুল্পী-নিবাসে প্রধানতঃ যুদ্ধ-অভিযানের ও রাজসভার দৃপ্ত নানা ভাবে সেগুন কাষ্ঠের উপর খোদাই করা আছে। ব্রহ্মগণ এক সময় দারুশিল্পে কতদূর উন্নতিলাভ করিয়াছিল তাঙ্গার সম্যক্ পরিচয় ইহা হইতে পাওয়া যায় । কেদারবাবুর প্রকাশিত চিত্রগুলির বিবরণ হইতে দেথা যায় যে, যে-সকল প্রদেশে স্বল্প কারুকাৰ্য্যের উপযোগী কাষ্ঠ প্রচুর পরিমাণে জন্মে, সাধারণতঃ সেই প্রদেশগুলিই দারুশিল্পে কৃতিত্ব দেখাষ্টয়া খ্যাতি অর্জন করিয়াছে। ব্রহ্মদেশে সেগুন কাঠের অভাব নাই। এই কাষ্ঠ প্রতি বৎসর নানা দেশে প্রচুর পরিমাণে রপ্তানি হয়। ব্রহ্মের বন-বিভাগের সরকারী আয় বোধ করি