পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO8 মতলবুে উঠিয় দাড়াইয়াছে এমন সময়ে বড়দাদ কানের কাছে ফিস্ ফিস্ করিয়া বলিলেন—মাছগুলো নিয়ে এলে, এখন কোটা হচ্চে—নজর রেখো, বুঝলে ? ম্বন্ত পাৰ্জীলোক নিয়ে কারবার— রাগে পঞ্চাননের ব্রহ্মরন্ধ অবধি জলিয়া উঠিল। কিন্তু সে রাগ যে প্রকাশ করিবার নয়। বলিল—আমার বসবার যে নেই, মাথা ধরেছে— সমস্ত দিন জেলেদের সঙ্গে ষে-রোদে-রোদে ঘুরিয়াছে তাহাতে মাথাধর বিচিত্র নয়। কাতর অবস্থা দেখিয়া বড়দাদ বলিলেন—তবে একটুখানি দাড়াও, খেয়ে জাসি ছুটে— বড়দাদার আবার তামাকের অভ্যাস আছে, খাওয়া শেষ করিয়া এক ছিলিম সাজিয়া লইয়। অবশেষে ধীরেস্বন্থে আসিয়া চৌকির উপর বসিলেন। তখন সে कृ:ि *ाहेण । ঘরের প্রবেশ দরজায় দাড়াইয়া যে দুগু পঞ্চানন দেখিল আগের রাত্রিতেও ঠিক তাই দেখিয়াছিল । স্বযম শষ্যার উপর যথারীতি নিম্পন্দভাবে লম্ববান। কুলুঙ্গির মধ্যে রেড়ির তেলের দ্বীপটি মিট মিট করিয়া জলিতেছে । গত মঙ্গলবারে বিবাহ হইয়াছে, নববধূ আসিয়া cशोहिबारह भांज डिन निन । टैिक अछांछ बभूब्र यङ श्वभां नग्न. जब्छ नब्रभ cयन किछू कम । रूषांबार्ड কহিবার ফাঁক বড় বেশী এখনও মিলে নাই ; সেই পরও রাত্রে বেড়ার ধারে এখানে-ওখানে আড়িপাতা মেয়েছেলের কান বঁাচাইয়া সামান্ত যা দুই চারিটি হইয়াছে তাহারই মধো লক্ষ্য করিয়াছে কথা বলিতে গিয়া সুষমা ঘাড় নাড়িয়া এক রকম অদ্ভূত ভঙ্গী করে, সে দোখতে বড় মজা। কিন্তু কাল উহাকে যে কি ঘুমে ধরিয়াছিল, সারারান্ত্রির মধ্যে কিছুতে চোখ মেলিল না । আজও <sझे मलl । খানিক এমনি দাড়াইয়া থাকিয়া তারপর জোরে জোরে চটি জুতার শব্দ করিয়া পঞ্চানন খাট অবধি গেল । শুইতে গিয়াও আবার শুইল না, হঠাৎ পাঠলিঙ্গা বাড়িয়া উঠিল । মেডিকেল কলেজে থার্ড ইয়ারে সে পড়ে। প্রবাসী—মাঘ, ১৩৩৮ [ ●s* छांन, २ग्न थ७ প্রদীপ উস্কাইয়া কুলুঙ্গি হইতে দেলকে-স্থদ্ধ বিছানার পাশে রাখিল এবং মিনিটখানেক ধরিয়া মোট একখানা ডাক্তারী বই টানিয়া লইয়া পড়িতে লাগিল । যেখানে সে প্রদীপ রাখিয়াছে ঠিক তাহার পাশটিতে স্বযমা চোখ বুজিয়া পড়িয়া রহিয়াছে। গোড়ায় তাহার ভয়ঙ্কর রাগ হইয়াছিল, কিন্তু চাহিতে চাহিতে সেই রাগ निघ्न झ*ां९ जश्रून्ञांब्र बूक डब्रिग्न ऐंटैिण । जांश, নিতান্ত অসহায়ের মত করুণ মুখখানি উহার, কতটুকুই বা আর বয়স, ভিন্ন জায়গায় আসিয়াছে•••চেনা জানা কাহাকেও দেখিতে পায় না--সারাদিন হয়ত মুখ শুকনা করিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, কাজকর্শের ভিড়ে কেউ নজর রাখে না---এখন কেমন একেবারে বিভোর হইয়া घूयॉ३८डहरु ! गबूण ब्रtडब्र नाएँौथानि शकञ्च शृणोब्र ছোট তন্থটিকে বেষ্টন করিয়া আছে, সৰ্ব্বাঙ্গে গহনার বাহুল্য প্রদীপের ক্ষীণালোকে ঝিকমিক করিতেছে, খোপা এলোমেলো হইয়া কয়েক গোছ চুল খাট হইতে মাটিতে ঝুলিয়া পড়িয়াছে। অতি যত্নে চুলগুলি লইয়া, কি খেয়াল হইল, স্বযমার মুখের দু-পাশ দিয়া পটুয়ার মত যেন প্রতিমা সাজাইতে লাগিল । আরও যে কি করিত বলা যায় না, কিন্তু এই সময়ে কেমন সন্দেহ হইল স্বযম ঘুমায় নাই, চোখ মিটমিট করিয়া তাহাকে এক-একবার দেখিয়া লইতেছে । হঠাৎ ফিক করিয়া একটু হাসি। পঞ্চানন তাড়াতাড়ি চুল झांफ़िञ्च भूष क्ब्रिाझेब्रा शूरष्टएक भन निल, चांब्र eनिक বিছানার উপর উঠিয়া বসিয়া খিল খিল করিয়া হাসিতে হাসিতে স্থষমা যেন ফাটিয়া পড়িতে লাগিল । গভীর মনোধোগের সহিত পঞ্চাননের অধ্যয়ন চলিয়াছে, দুষ্ট মেয়ে ফু দিয়া প্রদীপ নিবাইয়া আবার হাসিতে স্থর করিল। দক্ষিণের জানালা খোলা, ঘরময় জ্যোৎস্না লুটাইয়া পড়িল । বই বন্ধ করিয়া পঞ্চানন কছিল—যাঃ পড়তে দিলে - शिवधा कश्जि-हेम्, ठो बहकि ? अज्रांतान यां তোমার—সব দেখেছি, দেখেছি । তোমার ৰিম্ভে হবে না झांडी झ८य