পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্মদিনের আশীৰ্বাদ ঐরবীন্দ্রনাথ ঠাকুর কল্যাণীয় শ্ৰীমতী অমলিনী— প্রথম বার্ষিক জন্মদিনের আশীৰ্ব্বাদ তোমারে জননী ধর - দিল রূপে রসে ভরা প্রাণের প্রথম পাজখানি, - তাই নিয়ে তোলাপাড়, ফেলাছড়া নাড়াচাড়', चर्ष डाव्र किहूझे नां छानि ! .८झॉन् षश्! ब्रचनiप्ल .নৃত্য চলে তালে ভালে, ছন্দ ভারি লাগে রক্তে তব । অকারণ কলরোলে তাই তব অঙ্গ দোলে, ভঙ্গী তার নিত্য নব নব । চিন্তা-আবরণহীন নগ্নচিত্ত লারাদিন লুটাইছে বিশ্বের প্রাঙ্গণে । ভাষাহীন ইসারায় দুয়ে ছয়ে চলে যায় যাহা কিছু দেখে আর শোনে । অক্ষুট ডাবনা যত অশোক পাতার মত কেবলি আলোয় ঝিলিমিলি । “কি হাসি বাতাসে ভেসে তোমারে লাগিছে এসে, হাসি বেজে ওঠে খিলিখিলি । গ্রহ তার শশি রবি সমুখে ধরেছে ছবি আপন বিপুল পরিচয় । कछि कछि छूहे शं८ङ খেলিছ তাহারি সাথে नांदे यभ्रं, नांदे ८कांदनीं डब्र । তুমি সৰ্ব্ব দেহে মনে ভরি লহু প্রতিক্ষণে যে সহজ আনন্দের রস, যাহা তুমি অনায়াসে ছড়াইছ চারি পাশে পুলকিত দরশ পরশ, অামি কবি তারি লাগি” আপনার মনে জাগি, বসে থাকি জানালার ধারে । अभब्राब्र नूडौश्वणि অলক্ষ্য দুয়ার খুলি অাসে বায় আকাশের পারে । দিগন্তে নীলিম ছায়। রচে দুরাণ্ডের মায়া, বাজে সেখ৷ কি অশ্রুত বেণু। মধ্যদিন তন্দ্রাতুর শুনিছে রৌদ্রের স্বর, মাঠে শুয়ে আছে ক্লাস্ত ধেস্থ । শুধু চোখে দেখা দিয়ে দেহ মোর পায় কি এ 1 মন মোর বোবা হয়ে থাকে । সব আছে আমি আছি এই দুইয়ে কাছাকাছি আমার সকল-কিছু ঢাকে। যে-আশ্বাসে মর্ত্যভূমি হে শিশু, জাগাও তুমি, ষে নিৰ্ম্মল ষে সহজ প্রাণে, कविब्र चौबटन उठाहे ८षन बांछाहेब्बा याहे ভারি বাণী মোর যত গানে ।