পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] SAAAAAA SAAAAA AAAAMAMSMMMMMMSeAeAAA AAAA AAAASAAAAMMSAAAA SAS SSAS SSAS SSAS SS SAAAAAS AAAAA AMMS SSSSSS চৌকিদার নিযুক্ত করা হয়—ইহাদের বীরভদ্র বলা হইত । অধিবাসীদের মধ্যে ব্রাহ্মণ ব্যতীত স্বর্ণকার, তাম্রকার, মিস্ত্রি, কুম্ভকার, রাজমিস্ত্রি, স্বত্রধর, ও ক্ষৌরকার বসবাস করিত। বিশ্বেশ্বরের জন্মভূমি রাঢ়ের পূৰ্ব্বগ্রাম হইতে বহু বাঙালী আসিয়া বিশ্বেশ্বর গোলকি গ্রামে বাস করেন । এই বাঙালীদের মধ্য হইতে কতিপয় ব্যক্তি গ্রামের আয়-ব্যয় তত্ত্বাবধানের ও হিসাবরক্ষার্থ নিযুক্ত হইয়াছিল। দরিদ্র ব্রাহ্মণ হইতে শূত্র পধ্যস্ত সকল বর্ণের ক্ষুণ্ণিবৃত্তির জন্য তিনি অল্পসত্ৰ খুলিয়া দিয়াছিলেন । বিশ্বেশ্বর আদেশ দিয়াছিলেন যে মন্দির, ধৰ্ম্মশালা, বিহার ও গ্রামের অন্তান্ত অনুষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক গোলকি-সম্প্রদায়ের মধ্য হইতে নিযুক্ত হইবে । অন্যায় কৰ্ম্মের জন্য তত্ত্বাবধায়ককে অপস্থত করা ও উপযুক্ত লোককে সেই পদে পুননিয়োগ করার ক্ষমতা সমগ্র শৈৱধৰ্ম্মাবলম্বীদের উপর ন্যস্ত করা হইয়াছিল। বিশ্বেশ্বর শঙ্কুর দানপত্রের সর্বগুলি হুচারুরূপে পালন করার জন্য একজন কৰ্ম্মচারীকে এক শত ‘নিক’ বেতনে নিযুক্ত করা হয় । বিশ্বেশ্বরের কৰ্ম্মামৃষ্ঠান মন্দার গ্রামের বাহিরে অন্ধ দেশের অনেক স্থানে বিস্তৃত হইয়াছিল। অন্ধ দেশের বহুস্থানে তাহার কৰ্ম্মানুষ্ঠান এখনও বৰ্ত্তমান রহিয়াছে । কালীশ্বর গ্রামে তিনি একটি বিহার স্থাপন করিয়া উহার নাম উপলমঠ রাখেন , উহার ব্যয়নির্বাহাৰ্থ স্থপ্রতিষ্ঠিত পোন্নগ্রাম দান করেন। মন্ত্রকুটে বিশ্বেশ্বর মঠ নামে একটি মঠ স্থাপন করিয়া তিনি উহাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং মন্দির ও তৎসংলগ্ন আনুগত্রের ব্যয়নিৰ্বাহাৰ্থ মানেপল্লি ও উটপল্লী গ্রামন্বয় দান করেন। তিনি চন্দ্রবল্পি নগরীতে আরও একটি শিবমন্দির প্রতিষ্ঠিত করিয়া স্থানীয় একটি দ্বাধিকার আয়তন বুদ্ধি করেন এবং তাহার আয়ের অর্ধেক উক্ত শিবমন্দিরের ধ্যয়নিৰ্ব্বাহাৰ্থ প্রদান করেন। वि८श्षब्र थान्नैन चानमन्ना . नभएब्रब्र नाथ अब्रिबर्डन • कबिघ्रा चौब्र नाबाइकाङ्गो फेशब्र नाथ ब्राप्थन विप्षत्रब्र নগরী। এই স্থানে তিনি একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মধ্যযুগে দক্ষিণ-ভারতে বাঙালীর প্রভাব ¢ፃ> क८ब्रन ७द९ ठाशम्र बाबनिक्वाशcर्ष भूनिकूपैं★ब ७द९ चांनन्तांव घान कंबन । কোম্মগ্রামে এবং উত্তর-সোমশিলায় তিনি আরও छ्झे;ि f*वजित्र ●डिछेिङ कब्रिम्रा छेश८णञ्च बjब्रनिर्विांशॉर्थ ঐতপ্রোণু গ্রাম অর্পণ করেন। ঐশৈলের উত্তর-পূর্বের অবস্থিত এনিশ্বরপুরে তিনি একটি মঠ স্থাপন করেন। কাকতিয়-বংশের গণপতিরাজ এই মঠের অন্থভুক্ত অন্নসত্রের ব্যয়নিৰ্ব্বাহাৰ্থ আবারী-গ্রাম দান করেন এবং দক্ষিণা-স্বরূপ স্বীয় গুরু বিশ্বেশ্বরকে পলিনাক্ষ বিহারের অন্তর্গত কও কোট গ্রাম দান করেন। বিশ্বেশ্বর শঙ্কু যে মঠের আচার্ধ্য সেই গোলকি মঠের প্রভাব তাঞ্জোর ও টিনেভেলি জিলা পৰ্য্যস্ত বিস্তৃত হইয়াছিল। তাহার দেহরক্ষার পর প্রিয় শিষ। কাশীশ্বর গোলকি মঠের আচাষ্য-পদ গ্রহণ করেন । বিশ্বেশ্বর শঙ্কুই দক্ষিণভারতে প্রথম বাঙালী ধৰ্ম্ম প্রচারক ছিলেন না । খৃষ্টায় নবম শতাব্দীর শেবাদ্ধে গৌড়ের অধিবাসী বাঙালা বৌদ্ধশ্রমণ অবিশ্লাকরঞ্চ কোঙ্কন প্রদেশে ধৰ্ম্মপ্রচারার্থ গমন করেন। তৎকালীন কোঙ্কন প্রদেশ রাষ্ট্রকুটরাজ প্রথম অমোঘবর্ষের ৮১৫-৮৭৯ খ্রী: ) করদরাজা কপদিনের অধীনে ছিল । অবিঘ্নাকর স্বীয় প্রতিভা ও কৰ্ম্মশক্তিতে কোঙ্কনের অস্তগত কৃষ্ণগিরিতে কতিপয় বিহার নিৰ্ম্মাণ করিয়া বৌদ্ধ ভিক্ষুকদের গ্রাসাচ্ছাদনের জন্য অনেক অর্থ দান করেন। বিশ্বেশ্বর শঙ্কুর নাম আজ বাঙালী ভুলিয়া গিয়াছে। সেই মহাপুরুব বাঙালীর অধ্যাত্ম সাধনা, কৰ্ম্মশক্তি, জনসেবার আদর্শ স্থদুর দক্ষিণ দেশেও বহন করিয়া লইয় গিয়াছিলেন এবং তথাকার অধিবাসীদের শৈব-সাধনার দীক্ষা দিয়াছিলেন। মধ্যযুগে যেমন দীপঙ্কর, শ্ৰীজ্ঞান বাংলার সভ্যতার প্রদীপ তিব্বতে বহন করিয়া জানিয়াছিলেন সেইরূপ বিশ্বেশ্বর শম্ভু বাংলার জ্ঞান ও শিক্ষার আলোকে সমগ্র দক্ষিণ-ভারত আলোকিত করিয়াছিলেন ।*

  • Indian Antiquary, Vol. XIII, p. 134. + विप्ववब्र नडूब औवन वृखांड यावाप्बद्र श्रीकेद्र cजजॉब्र जखनैठ गाजबनगूबब अंiप्य जोविङ्कङ जयकांजिउ खखजिनि www.a fifts Cf. Annual Report of the South Indian Epigraphy, 1917, p. 123.