পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৮ [ es* छां★, २ग्न थ७ ডাক্তার কাছে আসিয়া তাহার পিঠ চাপড়াইয়া কহিলেন,—জত ভয় কিসের, জর বই ত কিছু নয়। চলুন । মোটরে করিয়া ডাক্তারবাৰু আসিলেন। রোগী দেখিয়া ভিনি খানিকক্ষণ গম্ভীর হইয়া রহিলেন, মুখ ফুটিয়া কিছু বলিলেন না। মনে হইল তিনি যাহা ভাবিতে ভাবিতে আসিয়াছিলেন তাহা নয়। এ জর অন্য জাডের । এ জরের সহিত যুদ্ধ করিতে হয়, সামান্ত সেবায় ইহা শান্ত হয় না । ঔষধ লিখিয়া তিনি যখন উপদেশ দিতে বাহির হইয়া আসিলেন, তখন প্রণবেশ বলিল,—রোগটা শক্ত হলেও বেঁচে যাবে, কি বলেন ? কণ্ঠস্বর শুনিয়া ডাক্তারবাবু সন্দিগ্ধ দৃষ্টিতে একবার তাহার দিকে তাকাইলেন,তারপর কহিলেন,—ভাল ক’রে দেখাশুনো করবেন, এমন আর কি ভয়ের কারণ আছে | ভয়ের কারণ থাকিলে ভাল হইত কি-না তাহা প্ৰণবেশ একবার চিস্তা করিয়া দেখিল । তারপর কহিল, —বুঝলেন ডাক্তারবাবু, আপনি ত সবই জানেন আমার এবার আমি বিয়ে ক’রে অন্যায়ই করেছি, না করলেই পারতাম। আমি বড় কষ্ট পাচ্ছি ডাক্তারবাবু! ডাক্তার চুপ করিয়া খানিকক্ষণ দাড়াইলেন, তারপর চলিয়া যাইবার সময় বলিয়া গেলেন,—একটু চোখে চোখে রাখলেই সেরে যাবে, এমন কিছু কঠিন রোগ নয় ! —নয় ?—প্ৰণবেশ জিজ্ঞাসা করিল। —বিশেষ না ! ডাক্তার যথন চলিয়া গেলেন, তখন রাত হুইয়াছে। প্ৰণবেশ ধীরে ধীরে ঘরে আসিয়া চুকিল । সুললিতা জরে তখন অচেতন হইয়া চোখ বুজিয়া আছে। প্রশবেশ নিঃশব্দে তাহার মাথার কাছে আসিয়া বসিল । মাথার মধ্যে তখন তাহার ঝড় বহিতেছিল । এই নারীটির সেবা করিয়া, যত্ন বরিয়া, ইহাকে ঔষধপত্র খাওয়াইয়া বঁাচাইয়া তুলি-তই হইবে । মৃত্যু আর সে চাহে না, সে জীবন ভিক্ষা করিতে চাহে } এই নারীটির চরিত্রে শত দৈন্ত ও শত অস্কায়ের সন্ধান সে পাইয়াছে, এই নারী বাচিয়া থাকিলে তাহার সমস্ত জীবন দুৰ্ব্বিসহ বোধ হইবে, প্রতিটি দিন নিঃশ্বাস রুদ্ধ হইয়া উঠিবে, প্রতি মুহূর্ভে তাহার মন ক্লেদাক্ত হইয়া উঠিতে থাকিবে—তবু সে বিধাতার কাছে ইহার জীবন ভিক্ষণ চাহে । চিরদিনের অশাস্থির অসহ বেদনায় তাহার বুক ভাঙিয়া যাকৃ—তবু সে স্থললিতার মৃত্যুকামনা করে না। স্বললিভা বঁাচুক, বাচুক-ভগবান, মুললিতাকে তুমি বঁাচাও !