পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●bቴ” প্রবাসী--মাঘ, ১৩৩৮ ভাগ, ३ध्र ६७ יצe ] কোটি লোকের স্বাধীনতার ইচ্ছা নষ্ট হইতে পারে না । পয়ত্ৰিশ কোটি ত দূরের কথা ; যাহাদিগকে বন্দী করিয়া ब्रांथां झहें८ङ८छ्, जांश८मब्रहे शांशौनउiब्र हेछझ दकनमञांब्र দ্বারা বিনষ্ট হইতে পারে না । বিনষ্ট ৰে হয় না, তাহার প্রমাণ এই যে, অনেক লোককে রাজনৈতিক কারণে একাধিক বার বন্দী করা হইতেছে। যদি একবার দুইবার বার-বার বন্দী করিলে কাহারও স্বাধীনতার আকাজক্ষা কমিত বা লুপ্ত হুইত, তাহ হইলে তাহাকে পুনঃ পুনঃ বন্দী করিবার আবশ্বাঞ্চ হুইত না । যদি কতকগুলি লোককে বন্দী করিয়া রাখিলে অভ্যন্ত সব লোকের স্বাধীনতাপ্রিয়তা কমিত বা লুপ্ত হুইত, তাহা হইলে নিত্য নূতন লোককে বন্দী করা দরকার হুইত না । স্বত লোকের স্বাধীনতাপ্রিয়তা আছে সকলকে খান্নাতল্লাগী দ্বারা নিঃশেষে আবিষ্কার করিয়া যাবজ্জীবন বন্দী করিয়া রাখা, কিংবা, এমন কি তাহাদের সকলের প্রাণদও দেওয়া, যদি ইংরেজ গবন্মেণ্টের সাধ্যায়ত্ত হুইভ, তাহা হইলেও ভারতবর্ষ হইতে স্বাধীনতাপ্রিয়তা নিমূল হইত না। কারণ, জবন্দীদের মনে ষে স্বাধীনতাপ্রিয়তা নাই বা জন্মিতে পারে না, তাহার প্রমাণ কি ? যথাসাধ্য যত লোককে সভৰ গ্রেপ্তার করিয়া রাখিলেও বাকী লোকের স্বাধীনতাथिइङा नूलु श्हे८व न ; gद९ उांश लूक्षु न झहे८ण কোন-না-কোন প্রকারে আত্মপ্রকাশ করিবেই। বৰ্ত্তমানকালে জীবিত ভারতবর্ষের সব মামুষের স্বাধীনতার আকাজক্ষ নষ্ট করা যদিও অসম্ভব, ভথাপি যদি ধরয়া লণ্ডয়া যায়, বে, ইংরেজরা তাহা লুপ্ত করিতে সমর্থ, তাহা হইলেও প্রশ্ন উঠিবে, নূতন নূতন বত শিশুর আবির্ভাব हदे८डरह dय६ झ्झे८ङ थांकि८ब, डाशं८मब्र प्रांशौनङlপ্রিয়তা কে বিনষ্ট করিতে পারে ? এমন শক্তিমান কেহ योद्वाह कि ? অতএব, স্বাধীনতাপ্রিয়তা থাকিবেই, এবং তাহা নানাপ্রকারে আত্মপ্রকাশ করিয়া প্রভূত্বপ্রিয় ইংরেজদের উদ্বেগ ও আসোয়াস্তি জন্মাইৰেই। নিরুদ্বেগে আরামে প্রভুত্ব দখল করিয়া থাকিয় তাহার স্বখ মুবিধা সভোগ शक् िशयन-नौडिब्र फे८कश्च ह्छ, ठाश हऐtण cन फेरकश्च সিদ্ধ হইবে না। বাণিজ্যাদিহুত্রে ইংরেজদের ধনাগমের উপায় অটুট ब्रांथां शनि ममन-नौडिब्र खेरणाथ इञ्च, डाशe अषण इहे८व না। বিদেশী বর্জন এবং পিকেটিংকে কাৰ্য্যতঃ বেআইনী করা হইয়াছে। এরূপ আইন লঙ্ঘন করায় অনেকে দণ্ডিতও হইতেছে । কিন্তু তাহাতে বিলাতী কাপড়ের ও অন্তান্ত বিলাতী জিনিষের কাটুতি বাড়িতেছে কি ? কেৰল বয়কট ও পিকেটিং বিষয়ে ভারতীয়দের কর্মিষ্ঠতার দ্বারাই বিলাতী মালের কাটুতি হ্রাস পাইতেছে বলিতেছি না। শুধু ভারতবর্ষে নহে, নানা দেশে লোকদের আর্থিক দুরবস্থা ঘটিয়াছে। তাহার জন্ত লোকে দেশী বিদেশী কোন জিনিষই যথেষ্ট কিনিতে পারিতেছে না । তাহার উপর জাপানে, ভারতবর্ষে, চীনে স্বভা ও কাপড় ক্রমশঃ বেশী উৎপন্ন হইতেছে । বয়কট এবং পিকেটিঙেও বিলাতী কাপড়ের কার্টুতি কিছু কমাইয়াছে। মিঃ বালো বিলাতের কাপাস সূত্র ও বস্ত্র ব্যবসায়ীদের সভার সভাপতি । তিনি সম্প্রতি বলিয়াছেন, “অবস্থা খুব ভাল হইলেও আমরা মহাযুদ্ধের আগেকার মত বেশী জিনিব আর কখনও বেচিতে পারিব না ।- ম্যাঞ্চেষ্টার চেম্বার অব কমাসের কোরা কাপড় বিভাগের বার্ষিক রিপোর্ট অনুসারে, বিলাত হইতে বঙ্গে ১৯২৯ সালে ৪৮৯ নিযুত গজ কাপড় আসিয়াছিল, ১৯৩০ সালে তাহা অৰ্দ্ধেকের বেশী কমে। সে সালে আসে ২১৮ নিযুত গজ । ১৯৩১ সালে বিলাতী কোর কাপড়ের বঙ্গে আমদানী খুব বেশী কমিয়া এগার মাসে মোটে ২৬ নিযুত গজ হইয়াছে। বয়কট ও পিকেটিংকে কাৰ্য্যতঃ বেআইনী করিয়া গবন্মেণ্ট কিরূপ ফল লাভ করেন, দেখিতে বাকী আছে। ১৯৩১ সালের ১১ মাসে ২৬ নিযুত গজ আমদানী হইয়াছিল, সম্বৎসরে ধরা যাক ৩০ নিযুত গজ আসিয়াছে। দমন নীতির ফলে ১৯৩২ সালে ১৯৩১-এর ৩০ নিযুত গজের জায়গায় ১৯২৯-এর ৪৮৯ নিযুত বা ১৯৩০-এর ২১৮ निबूठ गंजe कि चानिएव ? प्टाइ उ भ८न इब्र ना । ক্রেতাদের সহিত সম্ভাৰ বৃদ্ধির দ্বারাই দোকানদারের বিক্ৰী বাড়ে, অসম্ভাব বৃদ্ধির দ্বারা বাড়ে না। हेश८ब्रख दक्षि८कब्रां बणि८७ *ां८ब्र, “८डांधब्र ८६ জামাদের জিনিষ বিক্রীতে ৰাধা দিতেছ ; সেই ৰাধা দূর