পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজবন্দীদের রবীন্দ্রনাথকে অভিনন্দন Censored স্ত্রকবীন্দ্র রবীন্দ্রনাথের করকমলে হে গুণি, হিজলী বন্দী-নিবাসের রাজবন্দীদের পক্ষ ইষ্টতে অভিনন্দন পত্রটি তোমার নিকট প্রেরণ করিতেছি । নানা প্রকার অভাব অভিযোগ আমাদের সচ্ছল, স্বচ্ছন্দ গতিকে পদে পদে প্রতিহত করে বলিয়াই উহ। তোমার নিকট পাঠাইতে বিলম্ব হইল। বন্দীর দোষ ক্রটি মাঙ্গন৷ করিও ।

  • {ciरळ ঐস্বধীরকিশোর বন্ধ সম্পাদক, রবীন্দ্র জয়ন্তী-উৎসব সমিতি ১০ই জানুয়ারি ১৯৩২ হিজলী বন্দী-নিবাস

হিজলী রাজবন্দীগণের অভিনন্দন বাংলার একতারায় বিশ্ববাণীর ঝঙ্কার তুলিয়াছ তুমি, দুই বাউল কবি, তোমার জন্মদিনে আজ তোমাকে প্রণাম করি । সঙ্কীর্ণ-স্বার্থ-সঙ্কুচিত বদ্ধপর বিশ্বসমাজকে মৈত্রী, করুণ। এ কন্যাণের ময় দান করিয়াছ তুমি, হে বিশ্বকবি, তোমার জন্মদিনে আজ তোমাকে শ্রদ্ধা নিবেদন করি। বন্ধন-বিমূঢ় অবমানিতের মৰ্ম্মবেদনাকে ভাষা দান করিয়াছ তুমি, হে দরদী, তোমার জন্মদিনে আজ তোমার কল্যাণ কামনা করি। বিশ্বদেবতার চরণে গীতাঞ্জলি দান করিয়া বিশ্বের বরমালা লাভ করিয়াছ তুমি, হে গুণি, তোমার জন্মদিনে আজ তোমাঞ্চে অভিনন্দিত করি । এই শ্রদ্ধাঞ্জলি তুমি গ্রহণ কর । ইন্তি ১৬ই পৌষ ১৩৩৮ রাজবন্দীগণ রবীন্দ্রনাথের উত্তর

  • কল্যাণায়েযু, কারান্ধকার থেকে উচ্ছ্বসিত তোমাদের অভিনন্দন আমার মনকে গভীরভাবে আন্দোলিত করেচে। কিছুতে থাকে ধন্ধ করতে পারে না সেই মুক্তি তোমাদের অস্তরের মধো অবারিত হোক এই আমি কামনা করি । ইতি

সমব্যথিত শরবীন্দ্রনাথ ঠাকুর ২২ জাগুয়ারি ১৯৩২ & آئ __ي.

  • Y- R