পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] সেকালে.হেলাল দেশে (গ্রীসে) বাহারা শিক্ষাগুরু ছিলেন উাহারা সকলেই আসিয়া পাডিস নগরে মিলিত হইয়াছিলেন। এই দলে এথেন্সের ব্যবস্থাপক সোলন ছিলেন। ক্রীসাস রাজত্ব করিয়াছিলেন খৃঃ পূঃ ৫৬১ হইতে ৫৪৬ অব্দ পৰ্য্যন্ত । এই সময়ে গ্রীসের প্রধান শিক্ষাগুরু ছিলেন মিলেটাসের দার্শনিকত্রয়—থেলিস, এনক্সিমন্দর Anaximander ) eRIR এনকৃসিমিনিস ( Anaxiimenes ) I ইহার নিশ্চয়ই সার্ডিসে উপস্থিত হইয়াছিলেন । মিউীয়াবাসীর যোগে সাডিসে হিন্দুর গবর পৌছান তখন অসম্ভব ছিল না। স্বধোগ পাইলে এই সকল দার্শনিক যে হিন্দুর মতামত জানিবার চেষ্টা করিতেন ইহাও অহমান করা যাইতে পারে। কুরু শীঘ্রই লিড়ীয় আক্রমণ করিবেন এই আশঙ্কায়, আগেভাগে তাহাকে বিপৰ্য্যস্ত করিবার জন্য, খৃঃ পূঃ ৫৪৭ সালে ক্রীসাস মিউীয়া আক্রমণ করিতে উদ্যত হইয়াছিলেন । সসৈন্য হেলিসের তীরে উপনীত হইয়। তিনি নদী পার হওয়ার কোন উপায় দেখিতে পাইলেন না। র্তাহার শিবিরে তখন থেলিস উপস্থিত ছিলেন । থেলিস একটি খাল কাটাইয়া নদীর জল কমাইয়া দিয়া লিডীয়ার সেনার নদী পার হওয়ার স্থধোগ করিয়া দিয়াছিলেন। এবারে কুরুর এবং ক্রাসাসের সেনার মধ্যে যে যুদ্ধ হইল তাহাতে জয়-পরাজয় অনিশ্চিত থাকিলেও পরের বৎসর (খৃঃ পূঃ ৫৪৬ ) কুরু লিডীয় আক্রমণ করিয়া সার্ডিস অধিকার করিলেম এবং ক্রীসাসকেও বন্দী করিলেন। ক্রমে লিডীয়-রাজ্য র্তাহার পদানত স্পষ্টল । যে সৰ্ত্তে যবন দেশের অধিবাসীর ক্রাসাসের প্রাধান্ত স্বীকার করিয়াছিলেন, এখন তাহার। সেই সৰ্ত্তে’ কুরুর প্রাধাপ্ত স্বীকার করিতে প্রস্তুত হইলেন । কুরু মিলেটাস ভিন্ন আর কোন যবন নগরের সহিত সেই সৰ্বে সন্ধি করিতে স্বীকৃত হইলেন না, এবং এশিয়া-মাইনরের উপকূলস্থ যবন নগরগুলি এবং নিকটবর্তী যবনদিগের অধিকৃত দ্বীপগুলি সম্পূর্ণরূপে অধিকার করিবার ব্যবস্থা করিয়া লিডীয়া পরিত্যাগ করিলেন। তারপর কুরু যে-সকল দেশ জয় করিতে উদ্যোগী হইয়াছিলেন সেই সম্বন্ধে হিরোডোটাস লিখিয়াছেন - - -: ( טיéצול ) গ্রাকের এবং হিন্দুর বিদ্যার আদান-প্রদান やミ>

    • - - MM S S S SMTTS MMS MMS SSS SSAS SSAS SSAS SS 0Y00

“For he had Babylon on his hands and the Bactrian nation and the Sacae and Egyptians.” কুরু বেবিলন আক্রমণ করিয়াছিলেন ছয় বৎসর পরে, খৃঃ পূঃ ৫৪০ সালে, এবং ইজিপ্ত জয় করিয়াছিলেন তাহার পুত্র কন্থজীয় খৃ: পূ: ৫২৫ সালে । কুরু খৃ: পূ: ৫৪৬ হইতে ৫৪০ সাল—‘এই ছয় বৎসর কি করিয়াছিলেন ? বুরুর সেনাপতি হাপেগাস কত্ত্বক এশিয়া-মাইনরের দক্ষিণ সীমায় অবস্থিত লাইসিয়া প্রভূতি জনপদ অধিকারের বিবরণ লিথিয় হিরোডোটাস লিখিয়াছেন ( ১৷১৭৭ ) :– “In the upper country Cyrus himself subdued every nation, leaving none untouched. Of the greater part of these l will say nothing, but will speak only of those which gave Cyrus most trouble and are worthiest to he dcscribed.” ইরাণের উত্তর দিকের জনপদের লোকেরা দিগ্বিজয়ী কুরুকে বিশেষ বাধা দিতে পারে নাই বলিয়া হিরোডোটাস ঐ সকল জনপদের বিজয়কাহিনী বর্ণন করা আবশ্যক মনে করেন নাই । দারয়ধেীর সাম্রাজ্যলাভের অল্পকাল পরে খোদিত বিহিপ্তানের শিলালিপিতে ঐ সকল জনপদের উল্লেখ পাওয়া ধায়। তন্মধ্যে এই কয়টি ইরাণের ( সাবেক মিষ্টীয়া-রাজ্যের ) বাহিরে ছিল—বাঞ্চত্রিস ( Hactria ), gsw (Sogdiana) opnišs ( 3THÌā ), *s* (Scythia), থতগুস বা সতগুস । বাকৃত্রিস শকদেশ হিরোডোটাস আগেই স্বতন্ত্র উল্লেপ করিয়াছেন। স্বতরাং বুঝিতে হইবে এই দুই জনপদে পুরুকে যতটা বাধা পাইতে হুইয়াছিল, গান্ধারে এবং সতগুসে তত বাধা ঘটে নাই । অথচ হিরোডোটাস লিপিয়া গিয়াছেন, হিন্দুদিগের মধ্যে পাটাইকি বা পথ তনের সর্বাপেক্ষা সমরপ্রিয় ছিলেন । ইহা হইতে অনুমান কর। যাইতে পারে, গান্ধারবাসীদিগের সহিত পূৰ্ব্বাবধি মিডীয়-রাজ্যের কোনরূপ সম্বন্ধ ছিল, এবং এই কারণেই তাহারা সহজে কুরুর অধীনতা স্বীকার t 13actria) ® (Sacae) করিয়াছিলেন। থতগুসের অবস্থাও বোধ হয় সেইরূপই ছিল। দারয়বেীর (Darius) ফার্সি লিপির “থতগুস,”