পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అరిచి প্রবাসী—ফাঙ্কন, ১৩৩৮ [లు ভাগ, ২য় খণ্ড


۔ -

হয় সেই দিকে বিশেষ দৃষ্টি রাখিয়া শিক্ষাব্যবস্থা হইয়াছে। নানাবিধ শিল্পশিক্ষা দ্বার স্বাবলম্বী করাও এই বিদ্যাপীঠের উদ্বেগ ও বৈশিষ্ট । ” - সত্যপ্রাণা বন্ধন-বিভাগ আশ্রমবালিক ব্যতীত বিদ্যাপীঠে বাহিরের বালিকারাও অধ্যয়ন করিয়া থাকে। ইংরেজী, বাংলা, সংস্কৃত, হিন্দী, ইতিহাস, ভূগোল প্রভৃতি এবং বিশেষ করিয়া স্বাস্থ্যতত্ত্ব ও সন্তানপালন শিক্ষাদানের ব্যবস্থা বিদ্যাপীঠে আছে । স্থানীয় গৃহিণী ও বয়স্ক বধুদের অবসর সময়ে জ্ঞানার্জন ৪ শিল্পশিক্ষণর ব্যবস্থাও আছে এবং অনেকে ইহার স্থযোগ গ্রহণ করিতেছেন । - این ماه s o উষাকালে ভজন ও পাঠ বর্তমানে নিম্নলিখিত বিভাগে শিক্ষা ব্যবস্থা इझेब्रां८छ् - ১। রঞ্জন বিভাগ—এই বিভাগে কাপড়ে পাকা রং ও ছাপ শিক্ষার অতি স্থদের ও সহজ ব্যবস্থা করা হইয়াছে। রাসায়নিক বিজ্ঞানে বিশেষ অভিজ্ঞ একজন এই বিভাগে অধ্যাপন করান । ২ । দিয়াশলাই বিভাগ---এই নিত্যপ্রয়োজনীয় এবাট মেয়ের নিজহস্তে প্রস্তুত শিক্ষা করিয়া থাকেন। ৩ । সত্যপ্রাণা বয়ন বিভাগ---এই বিভাগটি আমেরিকার জনৈক মহিলার ( সত্যপ্রাণা ) দানে আরম্ভ হইবার স্থযোগ পাইয়াছে। এই বিভাগে মেয়ের সতরঞ্চি, আসন, চাদর, জামার থান ও গালিচা প্রভৃতি প্রস্তুত শিক্ষা করেন । ৪ । দজ্জি বিভাগ---এই বিভাগে বিজ্ঞানসন্মান্ত উপায়ে দক্তির যাবতীয় কাৰ্য শিক্ষা দেওয়া হয়। শিক্ষক একজন শিক্ষিত স্বাঙালী । ৫ । সূচিশিল্প বিভাগ—এইবিভাগে অতি উচ্চ অঙ্গের এমব্রয়ডারি প্রভৃতি : শিক্ষা দেওয়া হয় । ৬ । মিষ্টান্ন বিভাগ—স্বাস্থ্যরক্ষার নিয়মগুলি সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখিয় নানাবিধ মিষ্টান্ন ( সন্দেশ, রসগোল্লা, সীতাভোগ, মিহিদান প্রভৃতি) তৈর্চি শিক্ষণ দেওয়া হয় । ৭. সঙ্গীত বিভাগ—শিক্ষিত, খ্যাতনামা সঙ্গীতজ্ঞ সঙ্গীত ও এম্রাজ শিক্ষা দিয়া থাকেন। অনাড়ম্বর বিশুদ্ধ জীবন, জ্ঞানার্জন, স্বাবলম্বন প্রভৃতি