পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্তসার নীচে দিলাম। কেন ত্বে আর লিখি না, তাহার কারণ ইহা হইতেই পাওয়া যাইবে – তিনি। ( বইটা উটাইয়া পাণ্টাইয়া সবিস্ময়ে ) “একি ! এ ষে সবির বই ; তুমি পেলে কোখেকে ? আমি (বিস্ময় দমন করিবার চেষ্টা করিয়া) “সবিটি কে ?” তিনি। কেন আমার খুড়তুতো বোন, তুমি জান না ?...তা দেশস্কন্ধ লোক বেচারাকে গৌড়ী বলে ডাকবে ত তুমি আর আসল নাম জানবে কোথেকে ? আমি। (স্বগত: ) দেশস্কন্ধ লোক চিনেচে ঠিক,— যেমন পাকঘাট আভোস ত’তে ‘গৌড়ী’ নামই শোভা পায় । ( প্রকাস্তে ) তা গৌড়ী স্বন্দরী বইটার ওপর এত অত্যাচার করেচেন কেন ?” তিনি। “পোড়া কপাল, সে করতে যাবে কেন, করেচি আমি। ও আর হয়েচে কি, লেখককে একবার সামনে পেতাম ত লেখার সর্থ একেবারে মিটিয়ে দিতাম।” গায়ে কাটা দিয়া উঠিল । তবুও বলিলাম—“গেড়ী নিশ্চয় বইটাকে ভাল জেনেই কিনেছিল---” তিনি। আঃ আমার পেীড়া কপাল, কিনতে যাবে কেন ? কাকার আগে ঐসব বিদকুটে সকূটক ছিল কি না—তাই অনেক বই ওঁর কাছে ওরকম আসে, মত দেবার জন্তে । আসব(মাত্র সবি নাম লিখে দখল ক’রে বসে। তার মধ্যে এই রকম হতচ্ছড়ি বইও থাকে, আবির--- sNée. EZT 〜コー。 সূS আমি। হতচ্ছাড়া !...অথচ তোমার কাকা ত খুব প্রশংসা ক’রেচেন• • • তিনি। ওম, কোথায় যাবে!! কাকা কি একবর্গও পড়েচেন না কি ? পড়ি আমরা, উনি জিগ্যেস করে নেন, তারপর বানিয়ে বানিয়ে চিঠি লিখে দেন। আমায় জিগ্যেস করলেন—মোক্ষদা, বইটা কেমন পড়লি মা ?--বেললাম—বটতলা বলে আমি পদে আছি.তখন একটু হাসলেন -ওমা দিন-কতক পরে একটা কাগজে বিজ্ঞাপনে দেখি ঢালা স্থখ্যাতি ক’রে বসে আছেন! কাউকে ত আর নিরাশ করেন না । খুড়শ্বশুরকে ধন্যবাদ যে, আমিই যে লেখক একথাটা cषप्रधश्रण जांनांन नाहे :-त्रदश সেটা নিজের অভিজ্ঞতার ফলেই। কিন্তু শেষে এই তাহার কীৰ্ত্তি ! তাহার প্রশংসার এই মূল্য! তিনি। (সন্দিগ্ধভাবে ) ত পেলে কোথায় বইটা সবি বুঝি বইটই পাঠায় ? তাই সবি’ কে জিগ্যেস ক’রে আমার কাছে চালাকি হচ্চে ? একবার প্রলোভন হইল ঈর্ষানলে আহুতি দিয়া বলি—“হঁ্য, আমিও তাকে নতুন বই সব পাঠাই” কিন্তু শুধু বলিলাম—“না, পুরানো বইয়ের দোকানে।” তিনি। তা তুমি কড়ি দিয়ে সেই ভাগাড় থেকে কিনে নিয়ে এলে কেন ?—ঠিক জায়গায়ই ত পড়েছিল। মরুক গে, বাজে কথা নিয়ে অনেক সময় গেল । একবার চাবিট দাও ত, খুকীর বিস্কুট ফুরিয়েচে, এক টিন আনতে দিইগে ।...আচ্ছ, সবাই আজকাল কলম ধরতে যায় কেন বল দিকিন ? মুয়ে আগুন—মুয়ে আগুন--- 下奖。 পত্ৰ