পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ৷ झूथबां ¢ፃ আবার ভাতের খোরাটা টানিয়া লইল, কিন্তু ছু-তিন গ্রাসের বেণী মুখে তুলিতে পারিল না। একঘণ্টা দেখিতে দেখিতে কাটিয়া গেল, লীলা কিছুই ভাবিয়া ঠিক করিতে পারিল না। তাহার শাশুল্পী ক্রমাগত বউয়ের “দ্যাকামী টোটামী" প্রভৃতির বিশদ বর্ণনা করিয়া চলিলেন, কিন্তু কোনো কথাই প্রায় তাহার कां८न cगंज न । छभिमांद्र-वांछिद्र शांख्नेौ पृथन यांबांब्र দরজায় আসিয়া দাড়াইল,তখনও তাহার মন স্থির হয় নাই । গৃহিণীর খাস ঝি চন্দ্রমুখী তাহাকে লইতে জাসিয়াছিল। সে একখানা চিঠি লীলার হাতে দিয়া বলিল, “এই চিঠি রাণীমা দিলেন, চট করে গুছিয়ে নাও। শাশুড়ী বুড়ো মানুষ, তাকে আর কোথায় ফেলে যাবে, তিনিও চলুন।" বুদ্ধা দিনকতক অন্ততঃ জমিদার-বাড়ির আরাম উপভোগ করিবার আশায় উঠিয়া বসিলেন । লীলা চিঠিখানা খুলিয়া দেখিল, গৃহিণী লিথিয়াছেন, সে যেন অতি অবশ্য আসে, ন হইলে তাহার নাতি বাচিবে না। কৰ্ত্তা বলিয়াছেন গণেশশঙ্করকে বাড়ীতে খুব ভাল কাজ দিবেন, সেও এখানে আসিয়া থাকিৰে । এইবার লীলার মন টলিল। আজন্ম দুঃখকষ্ট সহিয়াই তাহার দিন কাটিতেছিল, কিন্তু স্বামীর প্রবাসজনিত বিচ্ছেদটা কিছুতেই এতদিনেও তাহার সহিয়া যায় নাই । ইহারই অবসান হইবার লোভে সে নিজের সামান্ত পরিধেয় কাপড়চোপড় এবং শাশুড়ীর দুই চারিটা জিনিষ গুছাইয়া লইয়া, ঘরে তালা দিয়া বাহির হইয়া *फ़िल । प्राथैौ दिब्रङ झहे८बन इब्रङ, uहे चांलकाü থাকিয়া থাকিয় তাহার মনকে কাতর করিয়া তুলিতে লাগিল । কাস্তিচন্দ্রের ছেলে এবারকার মত টিকিয়া গেল । লীলা প্রথম যখন শিশুকে বক্ষে তুলিয়া লইল, তাহার মনে স্নেহের কোনো আলোড়ন উপস্থিত हहेण न । uहे *ि७ sकनिक निम्न उब्रविनौब्र शृष्ट्राब्र কারণ, সে ইহাকে জন্ম দিতে পারে নাই বলিয়া সকল অধিকার হইতে, স্বামীর ঘর হইতে পৰ্য্যন্ত বিচ্যুত হইয়া ছিল । স্বধারাণী যে আজ রাণীর অধিকার পাইয়াছে, Cण७ ८कबज हेझांब्र खननैौ बजिब्रांडे । किरू ८मथि८ड দেখিতে তাহার মনের বিরুদ্ধভাবটা কাটিয়া গেল । चितzक कथन७ नांद्रौ अंक भट्टन कब्रिrङ शां८ब्र न । স্তনদ্বন্ধের সঙ্গে সঙ্গে সে তাহার পালিকা মাতার হৃদয়ও ষেন প্রবলবেগে আকর্ষণ করিতে লাগিল । লীলার শাশুড়ী ত খুলীতে ভরপুর। এত জারাম, এত অাদর যত্ন, তাহার যেন নবজীবন লাভ হইল। লীলার মনে কিন্তু এই সকল আড়ম্বর, আদর জাপ্যায়ন কিছুই কোনে রেখাপাত করিতেছিল না । সে নিজের মনের সংগ্রামেই অধীর হুইয়া উঠিতেছিল। এ শিশুকে আর যেন কোল ছাড়া করিবার ক্ষমতা তাহার নাই। এ যেন তাহারই খোক, আবার মায়ের কোলে ফিরিয়া আসিয়াছে । কিন্তু হৃদয়ে । যে সস্তানের অধিকার ৰুচিমুখের জোরে, অসহায় ক্ষীণ দুৰ্ব্বল দুইটি মুঠির জোরে কাড়িয়া লইতেছে, বাহিরে তাহার উপর লীলার কোনো অধিকারই নাই। নিতান্তু শিশুর প্রাণের দায়, তাই এ ब्रांबांब्र छूनांण जांछ नब्रिज थांबौद्ध ८कांटल चांगिब्रा জুটিয়াছে, যখনই প্রয়োজন ফুরাইবে, ধন ঐশ্বৰ্য্য মান মধ্যাদার প্রাচীর দুই জনের মধ্যে অভ্ৰভেদী হইয়া উঠিবে। যাহাকে লীলা আজ বুকের রক্তে মানুষ করিতেছে, দুইদিন পরে তাহাকে চোখে দেখিবার অধিকারটুকুও তাহার থাকিষে না । সেই দারুণ বিচ্ছেদের ব্যথা সে সহিবে কি করিয়া ? কেন সে এমন অসহনীয় বেদনার পথে জানিয়া শুনিয়া পা বাড়াইল । এই বংশট নারীর চিরশত্রু, যাহারা ঘরের বধূকে কোনো করুণ দেখায় নাই, তাহারা লীলাকে কখন প্রয়োজনের অধিক প্রশ্রয় দিবে না । আরও একটা ব্যাপারে তাহার মনের চঞ্চলত বাড়িতে লাগিল। গণেশশঙ্করকে আনাইবার কোনো লক্ষণই ইহারা দেখাইল না। জিজ্ঞাসা করিয়া শুনিল, তাহাকে চিঠি লেখা হইয়াছে, কিন্তু জবাৰ এখনও আসে নাই। লীলা বিম্মিত হইল। এতখানি প্রয়োজনীয় চিঠির উত্তর সে দিল না, তাহা কখনও হইতে পারে না। সে নিজেও একখানা চিঠি লিখিয়া উৎকণ্ঠায় জাকুল হইয়া উত্তরের প্রত্যাশা করিতে লাগিল । शषांब्रांशौब्र घब्र ८ङख्लांब्र । जौजा ५ावर ठांशांब्र