পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] এদেশের মুসলমান সমাজের কোন প্রতিষ্ঠান এইরূপ ব্যাপকভাবে আর কখনও সেবা-কার্য্যে হস্তক্ষেপ করে নাই। এই সমিতি জাতিধৰ্ম্ম-নিবিশেষে সেবা, পল্পী-সংগঠন, সমাজ-সংস্কার, শিক্ষা-বিস্তার প্রভৃতি কাৰ্য্য" প্রায় চারি বৎসর কাল বাবৎ করিয়া আসিতেছেন। সমিতি বিগত ১৩৩৫ সনের ১লা বৈশাখ তারিখে মৌলভী সৈয়দ আবদুর রব সাহেবের চেষ্টায় সৰ্ব্বপ্রথমে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় । গত তিন বৎসর কাল ফরিদপুরই ইহার প্রধান কৰ্ম্মকেন্দ্র ছিল ; এখন কৰ্ম্মকেল কলিকাতায় করা হইয়াছে । বাংলা ও আসামের বিভিন্ন স্থানে ইহার শাপ। স্থাপিত হইয়াছে। "কেন্দ্রীয় খাদেমূল এন্‌ছান সমিতি” কর্তৃক “মোরাজিন” নামক একথান। উচ্চ শ্রেণীর সচিত্র মাসিক পত্রিকাও এই প্রতিষ্ঠানের মুখপত্ররূপে জি ৩৩নং কলেজ ষ্ট্রীট মার্কেট (কলিকাতা ) হইতে প্রকাশিত হক্টতেন্তে । বিদেশ চীন-জাপানে লড়াই— ১৯৩১ সনের সেপ্টেম্বর হইতে চীন সাম্রাজ্যের মাঞ্চুরিরায় যে চীনBBD DD BBD DBBB BBS BBEBB BBBB BBB প্রকাশিত করিয়াছি। গত দু'তিন সপ্তাহ ধরিয়া এই দৃশ্ব গুরুতর আকার ধারণ করিয়াছে। জাপান সমগ্র মাঞ্চুরিয়া অধিকার করিয়া তথায় লিঞ্জেদের শাসনপ্রণালী প্রবর্তিত করিয়াছে এবং গাস চীনের এক শত নাইলের মধ্যে আসিয়া পড়িয়াছে। চীনের রেলপথগুলিও জাপানের হস্তগত । চীন সরকার এতকাল একরূপ শির্বাক ছিলেন। চীন ছাত্ৰগণ চীন সরকারকে যুদ্ধকার্য্যে অবহিত করিবার জন্ম রাজধানী পিকিঙে যাত্রা করিতে চাহিলে রেল কোম্পানী প্রথমতঃ তাহাদিগকে অনুমতি দেয় নাই। অতঃপর ছাত্রগণ রেল লাইনের উপর গুইরা পড়ে এবং রেল চল কয়েক ঘণ্টার জন্ত বন্ধ থাকে। অবশেষে ছাত্রদের দাবিই স্বীকৃত হয়--তাহারা বিনা ভাড়ায় পিকিঙে যাইয়া দেশ-বিদেশের কথা—বিদেশ ԳՀ:» সরকারের নিকট যুবক সম্প্রদায়ের মনোভাব ব্যক্ত করে। চীন সরকার জগতা যুদ্ধে ব্যাপৃত হইয়াছেন। জাপান রণতরী শাংহাই অবরোধ করিয়া ইয়াংচি বাহিয়া নানকিং পেচিয়াছে। উভয় পক্ষে যুদ্ধ ও হতাহভের সংবাদ চারিদিকে ছড়াইয় পড়িয়াছে। চীন জান্নরক্ষার জন্ত যথাশক্তি প্রয়োগ করিয়া বিশ্ব রাষ্ট্ৰসংঘকে জানাইয়াছে যে, নবম শক্তির সন্ধির পঞ্চাশ দক্ষ অনুসারী চীনে জাপানের নুগুন ক্ষমতা ও জাবিষ্কারের কোন প্রস্তাব উঠতেই পারে না, কারণ আন্তজাতিক উপনিবেশে সকলেরই সমান অধিকার। স্বাঞ্জ যদি জাপান বেশী ক্ষমতায় দাবি করে কাল অন্ত শক্তিসমূহ ততোধিক বে দাবি করিবে না। তাছার কি নিশ্চয়তা আছে ? চীনের এই সঙ্গত প্রস্তাবে বিশ্ব রাষ্ট্র-সংশের টনক নড়িয়াছে । চীন ও জাপাণ উভয়ই রাষ্ট্র-সংঘের সম্ভা । কিন্তু জাপান অধিকতর সংহত ও শক্তিশালী বধিয়া সংঘের কথার তেমন কর্ণপাত করিতেছে না। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন চীনের প্রস্তাবকে সঙ্গত বিবেচনা করিয়া স্বার্থরক্ষার জঙ্ক প্রস্তুত হইতেছে । তাঙ্কাদের রণতরী ও সেণানী সাংহাই মোতায়েন আছে । - প্রাচ্যের এই ব্যাপারে বিশ্ব রাষ্ট্র-সংঘের স্বরূপ সৰ্ব্বসাধারণের নিকট, প্রকটিত হইয়া পড়িয়াছে। বিগত সেপ্টেম্বর মাল হইতে জাপানের কায্যের জঙ্ক চানের আবেদন পেশ হইলে রাষ্ট্র-সংঘ উভয়কেই যুদ্ধ ধামাইতে আদেশ দেন, জাপাণ কিন্তু তাছা গ্রাঙ্ক করে নাই। রাষ্ট্র- ঘ সংপ্ৰতি প্রাচ্যের এই ব্যাপার অমুসন্ধানের জন্ত লিটন কমিশন নামে এক কমিশন প্রেরণ, করিয়াছেন। কমিশন বন্ধু ভাবেই উভয় রাজ্যের বিবাদ-বিসম্বাদের কারণ নির্ণয়ে ও প্রতিকার চেষ্টায় তাহাদের শক্তি নিয়োগ করিবেন, বিচারক হিসাবে তাহীদের তদন্তু কাধ্য সম্পন্ন হুইবে ন—উদ্বেগু. এইরূপ ঘোষণা করিয়াড়েন। শাংহাইয়ের জন্তুজাতিক উপনিবেশের শোকেরা এখন বিশেষ, সন্ত্রস্তু। তবে উপনিবেশস্থ বিদেশী লোকদের এখন পর্যাস্থ তেমন কিছু কষ্ট্ৰভোগ হইতেছে না।