পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] مرجع = পরলোকগত চার-চত্র দাল অবারিত থাকিত এবং তাহার গৃহ পাটনার প্রবাসী বাঙালীদের সকল অনুষ্ঠানের কেন্দ্রস্বরূপ ছিল। মৃত্যুকালে তাহার বয়স মোটে বাহান্ন বৎসর হইয়াছিল। র্তাহার পত্নী মহিলাদের মধ্যে এখানকার রাষ্ট্রক, সামাজিক ও সাহিত্যিক আন্দোলনের নেত্রীরূপে উত্তরবঙ্গে গত বন্যার সময় সকলের বাড়ি বাড়ি ঘুরিয়া বন্যাপীড়িত দীনজনের নিমিত্ত সাহায্য ভিক্ষা করিয়াছিলেন। নারীগণের শিক্ষা, অবরোধ-ত্যাগ প্রভৃতি সমাজহিতকর কার্ধ্যে তিনি তৎপর। পরলোকগত নলিনীমোহন চট্টোপাধ্যায় শিলং যাইবার পথে আমিনগাও নামক স্থানে बांब्रिडेब्र चैबूङ नणिनोट्यांश्न करोशांशांद्र भशलाइब्र शंेर कृङ्क श्रेबांरक्ष्। डिनि चर्बोच्च शाब्रिडेब्र.क्रिस्तान्त्री বিবিধ প্রসঙ্গ—প্রবাসী বাঙালী মহিলা অনারারি ম্যাজিষ্ট্রেট Գ8 Ֆ মোহন চট্টোপাধ্যায়ের পুত্র এবং রাজা রামমোহন রায়ের প্রদৌহিত্র ছিলেন। তিনি অনেক বৎসর কলিকাতা হাইকোটের “মাষ্টার” এবং অফিশাল রেফারীর কাজ করিয়াছিলেন । তিনি দেশভ্রমণপ্রিয় এবং বহুভাষাবিৎ ছিলেন । গ্রন্থকাররূপেও তিনি পরিচিত । তাহার স্বাধীন মন্তব্য সমন্বিত ভ্রমণবৃত্তান্ত আমরা অনেক বৎসর পূর্কে “মহাবোধি” পত্রিকায় আগ্রহের সহিত পাঠ করিতাম । প্রবাসী বাঙালী মহিলা অনারারি ম্যাজিষ্ট্রেট এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক শ্ৰীযুক্ত অমিয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পত্নী শ্রীমতী প্রভা বন্দ্যোপাধ্যায় এলাহাবাদে দুই বৎসরের জন্য অনারারি ম্যাজিষ্ট্রেট নিযুক্ত হইয়াছেন। ইনি বি-এ উপাধিধারিণী । ইহাকে কোন প্রমতী প্রভাবলোপাধ্যায় । অপরাধে অভিযুক্ত নাবালক ছেলেমেয়েদের বিচার করিতে হইবে, রাজনৈতিক মোকদমার বিচার করিতে, হইবে না। - -