পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশের কাজ জীরবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শাস্ত্রে বলে ছ-টি রিপুর কথা—কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্ব্য। তাকেই রিপু বলে, যাতে আত্মবিশ্বতি জানে। এমনি ক’রে নিজেকে হারানই মানুষের সর্বনাশ করে, এই রিপুই জাতির পতন ঘটায়। এই ছ-টি রিপুর মধ্যে চতুর্থটির নাম মোহ। সে অন্ধত আনে দেশের চিত্তে, অসাড়তা আনে তার প্রাণে, নিরুদাম ক’রে দেয় তার আত্মকর্তৃত্বকে। মানবস্বভাবের মূলে যে সহজাত শক্তি আছে তার প্রতি বিশ্বাস সে ভূলিয়ে দেয়। এই বিহ্বলতার নামই মোহ। আর এই মোহেরই উণ্টো হচ্চে মদ—অহঙ্কারের মত্ততা । মোহ আমাদের আত্মশক্তিতে বিস্মৃতি আনে, আমরা যা তার চেয়ে নিজেকে হীন ক’রে দেখি, আর গৰ্ব্ব, সে আপনাকে অসত্যভাবে বড় ক’রে তোলে। এ জগতে অনেক অভু্যদয়শালী মহাজাতির পতন হয়েচে অহঙ্কারে অন্ধ হয়ে। স্পৰ্দ্ধার বেগে তারা সত্যের সীমা লজন করেচে। আমাদের মরণ কিন্তু উল্টো পথে—আমাদের আচ্ছন্ন করেচে অবসাদের কুয়াশায়। একটা অবসাদ এসে আমাদের শক্তিকে তুলিয়ে দিয়েচে । এককালে আমরা অনেক কৰ্ণ করেচি, অনেক কীৰ্ত্তি রেখেচি, সে কথা ইতিহাস জানে। তারপর কখন অন্ধকার ঘনিয়ে এল ভারতবাসীর চিত্তে, আমাদের দেহেমনে অসাড়তা এনে দিলে। মছুষ্যত্বের গৌরব যে আমাদের অন্তর্নিহিত, সেটাকে রক্ষণ করবার জন্তে যে আমাদের প্রাণপণ করতে হবে, সে আমাদের মনে রইল না । একেই বলে মোহ। এই মোহে আমরা নিজের মরার পথ বাধামুক্ত করেচি, তারপরে যাদের আত্মম্ভরিতা প্রবল, আমাদের মার আসচে তাদেরই হাত দিয়ে। আজি বলতে এসেচি, আত্মাকে অবমানিত ক’রে রাখা আর * চলবে না। আমরা বলতে এসেচি যে, আজ আমরা • निन्छद्र शांबिच मिरज यहण कब्रहणष। uकनिन cनई দায়িত্ব নিয়েছিলেম, আত্মশক্তিতে বিশ্বাস রক্ষা করেছিলেম। তখন জলাশয়ে জল ছিল, মাঠে শস্ত ছিল, তখন পুরুষকার ছিল মনে। এখন সমস্ত দূর হয়েছে। আবার একবার নিজেকে নিজের দেশে ফিরিয়ে আনতে হবে । কোনো উপায় নেই, এত বড় মিথ্যা কথা যেন না বলি। বাহির থেকে দেখলে তো দেখা যায় কিছু পরিমাণেও বেঁচে আছি। কিছু আগুনও যদি ছাই-চাপ পড়ে থাকে তাকে জাগিয়ে তোলা যায়। এ কথা যদি নিশ্চেষ্ট হয়ে স্বীকার না করি তবে বুঝব এটাই মোহ । অর্থাৎ যা নয় তাই মনে করে বসা । একটা ঘটনা শুনেছি—ইটুিজলে মাহুষ ডুবে মরেচে ভয়ে। আচমকা সে মনে করেছিল পায়ের তলায় মাটি নেই। আমাদেরও সেই রকম। মিথ্যে ভয় দূর করতে হবে, যেমনি হোক পায়ের তলায় খাড়া দাড়াবার জমি আছে এই বিশ্বাস দৃঢ় করব সেই আমাদের ব্রত। এখানে এসেচি সেই ত্ৰতের কথা ঘোষণা করতে। বাইরে খেকে উপকার করতে নয়, দয়া দেখিয়ে কিছু দান করবার জন্তে নয়। যে প্রাণস্রোত তার আপনার পুরাতন খাত ফেলে দূরে সরে গেছে বাধাযুক্ত করে তাকে ফিরিয়ে জানতে হবে । এস, একত্রে কাজ করি । সং বো মনাংসি সত্ৰত সমাকৃতীর্ণ মামসি। . অমী যে বিৱত স্বন তাৰ ৰূপ নমৰামলি। uहे थैका . बांटङ शांत्रिङ झग्न, उॉब्रहे जदछ चङ्गांख চেষ্টা চাই। ঘরে ঘরে কত বিরোধ। বিচ্ছিন্নতার রন্থে, রন্থে আমাদের ঐশ্বর্ঘ্যকে আমরা ধূলিম্বলিত করে দিয়েছি। সৰ্ব্বনেশে ছিলগুলোৰে রোধ করতে হবে আপনার সব কিছু দিয়ে। আমরা পরবাসী। দেশে জন্মালেই দেশ জাপন হয় না। যতক্ষণ দেশকে না জানি, যতক্ষণ তাকে