পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] লোরো য়োংরাং-এর কাহিনী bూషిని AMAMMAMeAeAeeAMAMMeeAMeAAA AAAA AAAA S ছেন। পরিচারিকাদেরও উদ্বেগ দূর হইল। তাহারা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিল, “শিবের ইচ্ছায় গ্নোংরাং অস্বস্থ হইয়াছিলেন। বিষ্ণুর কৃপায় এখন সারিয়া উঠিয়াছেন।” পরের সপ্তাহে পায়াং-নরেশ রাতু বোকোকে দূতমুখে জানাইলেন, একদিনের মধ্যেই তিনি মাতারম্ পৌঁছিবেন। রাতু বোকে তাহার অভ্যর্থনার জন্য প্রচুর আয়োজন করিলেন, এবং আট ঘোড়ার গাড়ীতে চড়িয়া । পায়াং-রাজকে প্রত্যুদগমন করিতে গেলেন। উভয় নৃপতি রাজপ্রাসাদে উপস্থিত হইলে রাজ-অতিথিকে তাহার স্থসজ্জিত কক্ষসমূহে লইয়া ধাওয়াহইল। বিশেষ ঘটার সহিত সান্ধ্য ভোজ হইয়া গেল। জাভার গামেলাং ঐকতান বাদ্য সহযোগে সেরিস্পীরা ( রাজকীয় নৰ্ত্তকীবৃন্দ ) নৃত্যগীত দ্বারা পায়াং-রাজকে তৃপ্ত করিল। পরদিন প্রাতে ঐ য়োংরাং বসন-ভূষণে সজ্জিত হইয়া পরিচারিকাদের সঙ্গে সভাগৃহে প্রবেশ করিলেন। পায়াংরাজ যতক্ষণ র্তাহার অভিলাষ জ্ঞাপন করিতেছিলেন, ততক্ষণ রাজনন্দিনী অবনত নেত্ৰে কপট-সলজ ভাবে निर्विांक श्ब्रां ऊँीशांब्र कथा तनिहङश्लिन । उँीशंद्र कषां শেষ হইবামাত্র ঐ য়োংরাং মুখ তুলিয়া কতকটা সদৰ্পে বলিলেন, “মহারাজ, পিতার নিকট শুনিয়াছি, আপনি অলৌকিক শক্তিসম্পন্ন, এমন কিছুই নাই যাহা আপনার সাধ্যাতীত। এই প্রকার মানুষকেই আমি বিবাহ করিতে চাই। কিন্তু আমি নিশ্চিত জানিতে চাই,. আপনিই আমার পিতার বর্ণিত সেই নৃপতি কি না। আমি যাহা আপনাকে করিতে বলিব, আপনি তাহ করিতে পারিলে আপনাকে বিবাহ করিব।” : পায়া-রাজ ইহা শুনিয়া আমোদিত হইলেন ; বলিলেন, “রোরা, তুমি আমাকে কি করিতে বল।" . রাজকুমারী হাসিতে হালিতে বলিলেন, “আপনি এক রাত্রের মধ্যে এক হাজার পাথরের মন্দির নির্মাণ করিয়া দিন এবং তাহার প্রত্যেকটির মধ্যে এক একটি সৰ্ব্বাঙ্গসম্পন্ন স্বভূষিত পাষাণ মূৰ্ত্তি স্থাপন করুন।” যোংরাং ভাৰিয়াছিলেন, এই আঙ্গুরোধ রক্ষণ অসাধা বলিয়া রাজা . কোন একটাছত করিয়া বিরক্তিস্তরে নিজের রাজধানীতে ফিরিয়া যাইবেন। কিন্তু তাহাকে সহাস্য এই উত্তর দিতে শুনিয়া রাজকতা স্তম্ভিত হইলেন, “আচ্ছা য়োংরাং, কাল প্রত্যুষে তোমার অভিলাষ পূর্ণ হুইবে—ঐ প্রাস্তর এক সহস্ৰ পাষাণমুক্টিরিশিষ্ট এক হাজার মন্দিরে অলঙ্গত হইবে।” ' - - : స్క్లోజ్జో ol " : శిష్ఠిఖీ “মহারাজ, পিতার নিকট গুনিয়াছি, জাপনি अट्शौकिक अक्विमन्यिन्त्र..." - য়োংরাং-এর হৃদয় আশঙ্কায় অবলম্ব হইল ; তিনি নমস্কার করিয়া নিজ প্রকোষ্ঠে ফিরিয়া গেলেন। পায়াং-রাজ কি সত্যসত্যই তাহার পণ রক্ষা করিতে পারিবেন ? তিনি কি সত্যসত্যই এমন শক্তিমান ? বাস্তবিকই কি তাহার এমন শক্তি আছে, ষে, ষে-কাজ করিতে হাজার মানুষের হাজার দিনরাত লাগে, তাহা তিনি এক রাজেই সম্পন্ন করিবেন ? cन ब्रांबि उँांशांब्र यांब निजां दहेज न-शबऊ दी উাহাকে বিবাহ করিতে হইবে, এই বিষম চিন্তা তাহাৰে