পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՑo প্রবাসী—চৈত্র, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড বিনিদ্র রাখিল । তথাপি তিনি আশা করিতে লাগিলেন, যে, রাজা প্রতিজ্ঞ রাখিতে পারিবেন না। পরদিন প্রাতে উঠিয়া বাহিরে গিয়াই সভয়ে দেখিলেন, প্রান্তর মন্দিরপুরীতে পরিণত হইয়াছে। তিনি ভয়ে কঁাপিতে লাগিলেন। কারণ, দেখিতে পাইলেন, পায়াংরাজ তাঁহাকে নিজের কীৰ্ত্তি দেখাইবার জন্ত অপেক্ষা করিতেছেন। এখন আর কোন ছলে বধূ না হইবেন ? উদ্বিগ্ন চিত্তে তিনি রাজার দিকে অগ্রসর হইলেন । রাজা মনে করিয়াছিলেন, সারা জীবন ধরিয়া তিনি যাহা করিতে পারেন নাই এক রাত্রে তাহা করিয়াছেন, অতঃপর রাজকন্যা নিশ্চয়ই আহলাদিত হইবেন ও র্তাহার প্রশংসা করিবেন। কিন্তু য়োংরাং-এর মুখে সন্তোষের কোন চিহ্ন না দেখিয়া তিনি স্তম্ভিত হইলেন । রাজকন্যা কী আশা করিয়াছিলেন ? কেহ কখনও যেরূপ মন্দির নিৰ্মাণ করিতে পারে নাই, এগুলি কি তার চেয়ে স্বন্দর नघ ? - জাভার রীতি অনুসারে বাগদত্ত দম্পতির স্থায় হাত-ধরাধরি করিয়া উভয়ে প্রত্যেক মন্দিরের ভিতর গিয়া মূৰ্ত্তগুলিকে প্রণাম করিতে লাগিলেন–রাজার মুখ আননে উদ্ভাসিত, য়োংরাং-এর মুখ নৈরাশ্বে মলিন। কিন্তু শেষ মন্দিরটির সোপান বাহিয়া নামিতে নামিতে য়োংয়াং-এর আবার মনে হইল, জীবন স্থখময়। র্তাহার সুন্দর মুখ একটি আকস্মিক স্থখকর চিন্তায় উজ্জল হইয়া উঠিল ; তিনি রাজার দিকে ফিরিয়া বলিলেন, “মহারাজ, আপনার শক্তি অসাধারণ, আপনার বিদ্যা অতীব প্রশংসনীয় ; কিন্তু আপনি আপনার প্রতিজ্ঞ রক্ষা করিতে পারেন নাই, আমি আপনার বন্ধু হইতে পারিব না ।” পায়াং-রাজের হাত রাজকুমারীর হাত হইতে খসিয়া পড়িল । । ক্রোধভরে তিনি বলিলেন, “আমার প্রতিজ্ঞা রক্ষা করিতে পারি নাই ? এর মানে ? এই ত এখানে তোমার बांहिङ हांखांब्र भमिब्र ७ शंछांब्र शूर्डि न७ब्रभांन !” যোংরাং মিষ্ট হাসি হাসিয়া বলিলেন, “আমি হাজার মন্দির ও হাজার মূৰ্ত্তি চাহিয়াছিলাম। কিন্তু মোট নক্ষ শত নিরানব্বইটি প্রস্তুত হইয়াছে।” দরবারী আদবকায়দা ও শিষ্টাচার ভুলিয়া গিয়া পায়াংরাজ যোংরাংকে এক ফেলিয়া উন্মত্তের মত মন্দিরগুলি গণনা করিতে লাগিলেন। সত্যই ত! তিনি ঐ যোংরাংকে বলিলেন, “তুমি ঠিক বলিয়াছ একটা কম আছে।

  • কিন্তু এ ক্রটি সারিতে দেরি হইবে না।”

তাহার পর তিনি স্থির দৃষ্টিতে য়োংরাং-এর দিকে তাকাইয়া রছিলেন, চক্ষু হইতে যেন অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। অতঃপর যেন দেবতাদের সাহায্য প্রার্থনা করিবার নিমিত্ত হাত তুলিয়া বজ্ৰগম্ভীরস্বরে তিনি . মন্ত্ৰোচ্চারণ করিলেন। য়োংরাং অমুভব করিতে লাগিলেন, যেন তাহার রক্ত হিম হইয়া যাইতেছে। তিনি কথা কহিবার চেষ্টা করিলেন, কিন্তু জিহুৱা যেন তালুতে সংলগ্ন হইয়া রহিল, ঠোট নড়িতে চাহিল না। মাটি ভেদ করিয়া তাহাকে বিরিয়া একটি মন্দির উঠিতেছে দেখিয়া য়োংরাং-এর হাসি বিলীন হইল। তাহার পরিবর্তে ভয়বিহ্বলতার ভাব র্তাহার মুখমণ্ডলকে আচ্ছন্ন করিল। তাহার পরিচারিকার ভিতরে গিয়া দেখিল, তাহাদের রাজনন্দিনী দাড়াইয়া আছেন। তাহারা তাহাকে সম্বোধন করিল, কিন্তু উাহার ওষ্ঠাধর নড়িল না------ রাজকুমারীপাষাণ-মূৰ্ত্তিতে পরিণত হইয়াছেন! পরিচারিকার যখন বাহিরে আসিল, তখন পায়াং-রাজ অযুগু इहेब्रां८छ्न । - ঐ প্রান্তরে "বিবাহবিমুখ। কস্তার মন্দির হাজার বৎসর ধরিয়া দণ্ডায়মান আছে ; এবং, জাভার কুসংস্কার ' অনুসারে, বিবাহ না-করিতে দৃঢ়সঙ্কল্প কুমারীদিগকে সাবধান করিবার জন্য চিরকাল বিদ্যমান থাকিবে। এখনও জাভার মাতারা কস্তাদিগকে এই মন্দিরে লইয়৷ অনূঢ় ঐ ঘোরাং-এর কাহিনী শুনাইয়া থাকে। [ “कांब्रन बछांज" जवणचप्न णिथिछ।]