পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bుసెషి ‘স্বচিকিৎসা হইলে এই রোগ অন্ততঃ বাড়ে না, তাহার প্রমাণ আছে । বঙ্গের লাটের প্রাণবধের চেষ্টা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিদান সভায় বঙ্গের লাট সাহেবকে গুলি করিবার চেষ্টা অপরাধে কুমারী বীণা দাস, বি-এর নয় বৎসর সশ্রম কারাদণ্ড হইয়াছে। বীণা নিজের দোষ স্বীকার করায় এবং অপরাধের অন্ত প্রমাণ থাকায় জজের কলেজে ঐ ছাত্রীর সচ্চরিত্রতা ও অল্প বয়স বিবেচনা করিয়া এই দণ্ড দিয়াছেন। দ্বও লঘু হয় নাই, অতিকঠোরও হয় নাই। এই দুর্ঘটনার সম্পর্কে অন্য যাহা যাহা ঘটিয়াছে, তাহাতে রাজনীতির গতি লক্ষ্য করিবার বিষয় । লাট সাহেব দৈবাম্বুগ্রহে কিংবা নিজের মানসিক স্থৈৰ্য্য ও প্রত্যুৎপন্নমতিত্বে বাচিয়া গিয়াছেন। কারণ, রিভলভার হইতে গুলি নিক্ষিপ্ত হইবামাত্র তিনি চেয়ারের পশ্চাতে পড়িয়া যান কিংবা বসিয়া পড়েন। এই প্রকারে তাহার প্রাণরক্ষা হয়। দুই তিনটা গুলি নিক্ষিপ্ত হইবার পর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলার ডাঃ হাসান স্বত্বাবদি এবং কলিকাতা মিউনিসিপালিটির চীফ এক্সেকিউটিভ অফিসার মিঃ জে, সি, মুখুজ্যে একসঙ্গে কিংবা (হাইকোর্টে প্রদত্ত মোকদ্দমার সাক্ষ্য অনুসারে ) মুখুজ্যে মহাশয় কয়েক সেকেও আগে কুমারী বীণা দাসকে ধরিয়া ফেলেন। তাহার পরও নাকি ঐ ছাত্রীর রিভলভার হইতে আরও দুটা গুলি নিক্ষিপ্ত হয়। কিন্তু লাটসাহেব চেয়ারের পশ্চাতে থাকায় তাহা তাহাকে বিদ্ধ করিবার সম্ভাবনা ছিল না, কিন্তু উভয় ভদ্রলোক ছাত্রীর হাতটা উচু করিয়া না দিলে গুলি উপরের দিকে না গিয়া অন্ত কাহারও গায়ে লাগিতে পারিত। সুতরাং লাটসাহেবের প্রাণরক্ষা আগেই হইয়া গিয়াথাকিলেও,ইহাদের সাহস,ক্ষিপ্রকারিত এবং নিজেদের প্রাণের চিন্তা না করিয়া অঙ্কের প্রাণরক্ষার চেষ্টা বিশেষ প্রশংসনীয় । প্রথম প্রথম কলিকাতার সব কাগজে লাটসাহেবের পঞ্চবক্ষক বলিয়া কেবল ডাঃ হাসান স্বত্ত্বাবদির নাম প্রবাসী—চৈত্র, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ২য় খণ্ড বাহির হয়, মিঃ জে, সি, মুখুজ্যের নাম পরে জানা যায়। বিলাতে কেবল ডাঃ হাসান স্বত্ত্বাবদির নাম তারে প্রেরিত झ्छ, ७ब६ उनकृश्नांदब्र डैशंब छांश ●थलश्ला श्हेग्नां८छ् ।। ७क জন মুসলমান যে লাটসাহেবের প্রাণরক্ষা করিয়াছেন, সেখানে এই কথাটার উপর জোর দেওয়া হইয়াছে ; এবং ইংলণ্ডেশ্বর তার-যোগে তাহাকে স্তর উপাধি দিয়াছেন। এরূপ পুরস্কার উচিতই হইয়াছে। তভিন্ন তাহাঙ্গাকরির উন্নতিও হইয়াছে। মিঃ জে, সি, মুখুজ্যের কথা এদেশে ८कन «थशय श्झे८डहें बांश्व्रि ह्यू नाहे, दिलाटङ ८कन উহা তীরে প্রেরিত হয় নাই, তাহার কারণ আমরা অবগত নহি । তিনি কেন পুরস্কৃত হন নাই, তাহাও বলিতে পারি না। কিন্তু অন্যান্ত ব্যাপারে যেমন মুসলমানদের দাবি অগ্রগণ্য, এক্ষেত্রেও তাঁহা হইয়া থাকিলে নিয়মের दाडिकभ झग्न नोहे । কুমারী বীণা দাসের স্বীকারোক্তি ও কৈফিয়ৎ হাইকোর্টে কুমারী বীপ দাসের যে অপরাধ-স্বীকারোক্তি ও কৈফিয়ৎ পঠিত হয়, তাহা হাইকোর্টের বিচারের রিপোর্টের অঙ্গস্বরূপে প্রকাশ করিবার আইনসঙ্গত অধিকার সংবাদপত্রসমূহের ছিল। কিন্তু রায়ের দিন সন্ধ্যায় অল্প স্বাহ কলিকাতার কর্নের্মান্ধিবাহির হইয়া গিয়াছিল, থাকেন, যে লর্ড জাইন তাহাক বগাইনে। বাংলা দেশের বাহিরে অনেক লোক কোন প্রকারে উহ! পাইয়া থাকিবেন ; কারণ দেখিতেছি মাজাজের একটি এবং বোম্বাইয়ের একটি (উভয়ই প্রসিদ্ধ ) কাগজে ঐ বিষয়ে প্রবন্ধ বাহির হইয়াছে। রাজনৈতিক হিংসাত্মক যত অপরাধ ঘটে, তাহার জন্ত जन्रब्राषैौशिtर्णब्र निन्छ खट बॉयज्ञछछ । डिङ नन्छ नरब्=