পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brఫిJ9 প্রবাসী—চৈত্র, ১৩৩৮ [ יצפא ভাগ, २ध्न थ७ সেই প্রদেশের পাওয়া উচিত ছিল। বঙ্গের পাওয়া উচিত ছিল ১৪ লক্ষ টাকা। কিন্ধ বাংলা গবন্মেটি পাইয়াছেন মোটে সাড়ে তিন লক্ষ টাকা। ইহা কম এবং অন্যায় হইলেও এই টাকাটা বাঙালীদের চুনের কারখানা স্থাপনে বা বঙ্গের অন্তবিধ দেশহিতকর কাধ্যে ব্যয়িত হইলে স্ববিচার হইত। কিন্তু বাংলা গবন্মেণ্ট কিসে এই সাড়ে তিন লক্ষ টাকা খরচ করিবেন, জানা যায় নাই । তৃতীয় শ্রেণীর কয়েদী অসহযোগ আন্দোলনের জন্ত বিস্তর ভদ্র লোক ও ভদ্র মহিলা জেলে গিয়াছেন। তাহাদের কাহারও সম্বন্ধে বিশেষ কোন খবর জানা না থাকিলেও, দেশের খবর যাহারা বিন্দুমাত্রও রাখেন এরূপ ম্যাজিষ্ট্রেটদের এই সমূদয় বলাদিগকে নূনকল্পে দ্বিতীয় শ্রেণীতে স্থাপন করা উচিত ছিল ( এবং র্যাহারা দেশের খবর জানেন না তাহারা ম্যাজিষ্ট্রেটের কাজের অযোগ্য )। কিন্তু র্যাহাদিগকে প্রথম শ্রেণীতে ফেলা উচিত এমন বিস্তর বন্দীকে তৃতীয় শ্রেণীতে ফেলা হইয়াছে ; এবং দ্বিতীয় শ্রেণীতে বাকী সকলকেই ত ফেলা উচিত, তাহাদিগকেও তৃতীয় শ্রেণীতে ফেলা হইয়াছে। দমদমার দুটা জেলে শুনিতে পাই হাজার দুই এরূপ কয়েদী আছেন। এই সব কয়েদীকে স্থস্থ রাখিতে সরকার বাধ্য। কিন্তু সংবাদপত্রে দেখিতে পাষ্ট, জেল কোড অনুসারে প্রাপ্য তাঁহাদের খাদ্যও তাহারা পান না। কাপড়চোপড় শরীর পরিষ্কার রাখিতে র্তাহারা বাধ্য, অথচ র্তাহাদিগকে সাবান দেওয়া হয় না, গায়ে মাখিবার সরিষার তেল দেওয়া হয় না। ভদ্রসন্তানদের জুতা পরা অভ্যাস,অথচ তাহাদের নিজের জুতা তাহাদিগকে পরিতে দেওয়া হয় না ; নিজেদের কাপড় পরিতেও দেওয়া হয় না—আগেকার বারের অসহযোগ আন্দোলনের কয়েদীদিগকে নিজের জুতা ও কাপড় পরিতে দেওয়া হইত। তাহাতে গবন্মেন্টের খরচ কম হইত। জেলের পরিচ্ছদে ভদ্রলোকদের শ্লীলতা রক্ষা হয় না। পরিচ্ছদের . স্বল্পত দ্বারা গবন্মেণ্ট যদি তাহাদিগকে মহাত্মা গান্ধীতে পরিণত করিতে চান, তাহা হইলে তাহাদিগকে খাট জাজিয়া না দিয়া ছোট ধুতি দিতে পারেন । গবন্মেস্ট তাহাদিগকে জেলে বন্ধ রাখিতে পারেন, পরিশ্রম করাইতে পারেন—কিন্তু লাতি ও অবমানিত করিয়া কি লাভ ? বাহারা আন্দোলন করিতে দৃঢ়প্রতিজ্ঞ, তাহারা ইহাতে নিরস্ত হইবেন মনে করা ভুল। দমদমার জেলের হাসপাতালের ও চিকিৎসার বন্দোবস্ত সস্থোষকর নহে । যে-সব ভদ্র মহিলা জেলে গিয়াছেন, তাহাদিগকে কয়েদীর পোষাক পরিতে বাধ্য করা আরও অন্যায়। বাঙালীর মেয়েরা খুব গরিব হইলেও ওয়কম অভব্য পরিচ্ছদ পরেন না। তাহাদিগকে নিজের শাড়ী পরিতে কেন দেওয়া হয় না ? তাহাতে গবন্মেন্টের ব্যয় হ্রাস ভিন্ন ব্যয় বৃদ্ধি হইবে না। বিপ্লবপ্রয়াস দমনাথ নূতন আইন গত বৎসর বঙ্গে বিপ্লবপ্রয়াস দমনের অভিপ্রায়ে বলিয়া গবন্মেণ্ট যে অর্ডিন্যান্স জারি করিয়াছিলেন, তাহার মিয়াদ এপ্রিলের ২৮শে শেষ হইবে । এই জন্য বাংলা গবন্মেন্ট সময় থাকিতে তাহ কঠোরতর করিয়া স্থায়ী আইনে পরিণত করিয়াছেন। ক্রযুক্ত খামাপ্রসাদ মুখোপাধ্যায় আইনটা এক বৎসরের জন্য করিতে বলিয়াছিলেন। আরও কেহ কেহ অন্যান্য সংশোধনের প্রস্তাব করিয়াছিলেন। কিন্তু সবই অগ্রাহ হইয়া সরকারী অভিপ্রায় অনুযায়ী বিল আইনে পরিণত হুইয়াছে। . . . ." 影 যাহাকে ঞ্জিবপ্রয়াস বলা, লুই ്ഷ്

      • ५ : #* : : রাজনৈতিক মানে মোটামুটি8:" " substitution by subject." ” “༣་ཚེས་ ཁཱ་ཨྰཿ old”; stąd witngi sाहे ना"** हेशंब्र cछठे वक করিতে হইলে অন্য অর্থে রিভলুশন দরকার। সে অর্থ, "itsas fix "complete change, fundamental তাহার আয়োজন ত গবষ্মেন্ট

reconstruction” করিতেছেন না ।