পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] এই রূপ চিন্ত হইতে পৃথিবী গোল, অতিবৃহৎ বতুলাকার, এই জ্ঞান জন্মিয়াছিল । সূর্যের উদয় নাই ; দেখা গেলেই উদয়, দেখা না গেলেই অস্ত। ঐতরেয় ব্রাহ্মণে ৩৪৪ } এই ভাবের কথা আছে । এখন কথা, যদি ভূ গোলাকার, স্বধ প্রত্যহ সে গোল প্রদক্ষিণ করিতেছে, তাহার গমনবুত্তের নাভি ( বা কেন্দ্র ) কোথায় ? তথন প্রাচীন স্মৃতি জাগিয়া উঠিল, মের দেশে নিবাসকালে স্বর্যকে পূবদিকে উদয়, পশ্চিমে অস্তগত হইতে দেখা যাইত। অন্তএব ভূগোলের নাভি, মের, । ইহার ফল হইল, যে মের হিমালয়ের পশ্চিমোত্তরে এশিয়ার প্রায় মধ্যস্থলে ছিল, সে মেরকে এশিয়ার ও ভূ-গোলের সবোত্তরে কল্পনা করিতে হইল। ইহা জ্যোতির্ষিক কল্পনা। দৃষ্ট ঘটনার ব্যাখ্যা করিতে যেমন কল্পনা করিতে হয়, ইহাও তেমন । অর্থাৎ ভূ-গোলের উত্তর বিন্দুর নাম মের হইল। ইহাকেই স্বর্য প্রত্যহ প্রদক্ষিণ করে। - ৪র্থ চিত্র। এৰ আকাশে নিশ্চল কাল্পনিক বিন্দু। ঘটনাক্রমে সে বিলুশিশ মারের মুখে আসিয়া পড়িয়াছিল। শিশমার সিন্ধু ও গঙ্গার শিশুক। एछांशtब गोवृष्ण ब*प्लब्र नiष । রাত্রিকালে দেখা গেল সকল নক্ষত্ৰ পূবদিকে উদয় ও পশ্চিমে অস্তগত হয়, কিন্তু একটি নক্ষত্র হয় না। সে পুরাণে দেশ ్సు X(t নক্ষত্রের নাম শিশ মার। আরও দেখা গেল, শিশ মারের মুপস্থিত তারাটি একটুও নড়ে না, নিয়ত একস্থানে থাকে । অতএব সেট এ ব । এই ভারার ইংরেল্পী নাম ‘খুবন । ইহাকেই চন্দ্র ও যাবতীয় নক্ষত্র প্রদক্ষিণ করিতেছে। এ বক্তার আহ্বাচ্চ আকাশে যেন মেধি হইয়া আছে, এবং ভাহাঙ্গে রশ্মিদ্বারা বদ্ধ হইয়া গ্রহ ও নক্ষত্র নিয়ত পরিভ্রমণ করিতেছে । ৪র্থ চিত্র স্বর্যও তাহাকে প্ৰদক্ষিণ করিতেছে । এই ঘটনা খ্ৰীষ্ট-পূব প্রায় খ্রিসহস্ৰ বেদ হইত i ..বাধ হয়, সে সময়ে স্থয-চন্দ্র নক্ষত্রের দৈনিক গতির ক্রম জানিবার আকাঙ্ক্ষা জন্মিয়াছিল। অত্যুচ্চ আকাশে এব। তাহারই নিয়ে ভূ-পৃষ্ঠে মের । এই মের কে অত্যুচ্চ গিরি কল্পনা না করিলে মেধি পাওয়া যায় না । ভূ-গোলের মধ্য হইতে স্বর্য লক্ষ যোজন উর্ধ্বে। মেধি অর্থাৎ মের গিরিকে তত যোজন উচ্চ করিতেই হইবে । ভূগোলের ব্যাস বত্রিশ হাজার যোজন। মেরুর ষোল সহস্ৰ যোজন ভূ-পৃষ্ঠের নীচে, চৌরাণী সহস্ৰ যোজন উচ্চে । জৈনের ভূ-ব্যাসাধএক সহস্ৰ যোজন মনে করিতেন এবং মের র ততখানি মাটিতে পুতিতেন । 争 এম চিত্র। আকাশের ধ্রুব শিশমারের মুগ হইতে দূরে সরিয়া গিয়াছে। পুচ্ছও দূরে। এই হেতু পুচ্ছ ধ্রুবকে • প্রদক্ষিণ করিত। বর্তমান কালে পুচ্ছের - সন্নিকটে এ ৰ ।