পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ) ইংরেজীতে বেশ ভাল বক্তৃতা করিতে পারিতেন, আগে কংগ্রেসে র্তাহাজের খুব প্রতিপত্তি ছিল । এখন তাহ নাই। বস্তুতঃ এখন বাগিতার প্রভাব বেশী অমৃদ্ভূত হয় না। স্বযুক্তি ও স্বপ্রযুক্ত তথ্যেরও যে বিশেষ প্রভাব আছে, তাহাও মনে হয় না। মহাত্মা গান্ধীর প্রভাব সকলের চেয়ে বেশী । তিনি যাহা বলেন, তাহার পশ্চাতে কোন যুক্তি ও তথ্য নাই বলিতেছি না ; কিন্তু তাহার সিদ্ধাস্তের বিরুদ্ধে স্বযুক্তি ও স্বপ্রযুক্ত তথ্য থাকিলেও কখন কখন তাহার সিদ্ধান্তই বজায় থাকে দেখিয়াছি। তাহার কারণ র্তাহার জীবন ও চরিত্র এবং কয়েক বার সত্যাগ্রহ দ্বারা সাফল্যলাভ । লর্ড আরুিইনের সহিত সন্ধির ফলে যে সত্যাগ্রহ আপাততঃ স্থগিত আছে, তাহা সফল সত্যাগ্রহগুলির অন্যতম বলিয়া গণনা করিতেছি না ; কারণ এই সন্ধির শেষ ফল না দেগিয়া তাহার সফলতা বা নিষ্ফলতা সম্বন্ধে কিছু বলা যাইবে না। অন্য ধাহাদের বেশী প্রভাব আছে, भशंख्राचौब्र मझकर्णौ वा नलङ्कङ, किश প্রতিভাজন অন্থগ্রহের পাত্র। 謬 হিন্দীর কথা বলিতে গিয়া অনেক দূরে আসিয়া পড়িয়াছি। আবার হিন্দীর কথাই বলি । গান্ধীজী হিন্দীকে ভারতবর্ষের সাৰ্ব্বজনিক কাজের ভাষা করিতে চান-—সম্ভবতঃ অন্ত সব ভারতীয় ভাষাকে চাপা দিয়া একমাত্র দেশভাষা করিতে চান না ; কারণ র্তাহার গুজরাটী পত্রিকা আছে এবং তিনি গুজরাটীতে বহিও লিখিয়া থাকেন। তাহার হিন্দী ভাল হিন্দী নহে, তবে কাজচলা-গোছ বটে। করাচী কংগ্রেসের সভাপতি বল্লভভাই পটেল মহাশয়ের হিন্দীও সেইরূপ। তিনি বলিয়াছেন, কংগ্রেসের আগামী অধিবেশনে কেবলমাত্র ভার্ণাকিউলারে সব কাজ হুইবে । ইহার অর্থ বোধ করি এই ষে, উহা কেবল হিন্দীতে হইবে। এ বিষয়ে কোন তর্কযুক্তি বৃথা। কারণ আজকাল সংখ্যাবহুল এবং চীৎকারপটুদের প্রভুত্বের যুগ। কংগ্রেসের আগামী অধিবেশন উৎকলে হইবে—সম্ভবতঃ পুরীতে। প্রতিনিধি ७ मर्नकटनब्रचशिकांश्ल निकब्रहे eफ़िब्रा इहेरयन । अथळ র্তাহার তাহারা বিবিধ প্রসঙ্গ— করাচী কংগ্রেস XJసి ওড়িয়া ভাষাতেও বক্তৃতাদি হইতে পারিবে না, হিন্দীতেই হইবে, এ ব্যবস্থা যুক্তিসঙ্গত নছে । ংগ্রেসের অভ্যর্থনা সমিতির নেতার বকৃত এবং ংগ্রেসের সভাপতির বকুজ; ইংরেজীতে লিপিত হয় । তাহার পর তাহারা উইfর লিপি স্থা হিন্দী অতুবাদ পড়েন বা হিন্দীতে মৌখিক উগর ভাং পৰ্য্য বলেন, কখন কথন বেশীও বলেন । কংগ্রেসের প্রস্তাবগুলিব ইংরেজীতে মুসাবিদা হয়, সংশোধনের প্রস্তাবাদিশু ইংরেজীতে হয় । ইহা সত্ত্বেও, কেহ ইংরেজীতে বক্তৃত। করিতে উঠিলে, শ্রোতুবগের মধ্যে কতকগুলি লোক “হিন্দী” “হিন্দী” বলিয়া চীৎকার করেন । আমাদের বিবেচনায় যাকাদের মাতৃভাষা হিন্দী, তাহদের হিন্দীতে বকুতা করা উচিত। যাহাদের মাতৃভাষা হিন্দী নহে, তাহার; হিন্দীতে বক্তৃত৷ করিতে পারিলে, কংগ্রেসের রীতি অনুসারে, তাহাই করা উচিত। না পারিলে, কাহারও “হিন্দী” “হিন্দী’ বলিয়া তাহার নিকট হিন্দী বক্তৃতার দাবি করা আমুচিত । ইংরেজী ভারতশাসকদের ভাষা ও বিদেশী ভাষা বলিয়া তাহার প্রঙি বিরুদ্ধ ভাব থাকা অস্বাভাবিক নহে । কিন্তু অভ্যর্থনা সমিতির নেতার ও কংগ্রেসের সভাপতির বক্তৃতা এবং কংগ্রেসের প্রস্তাবগুলি যদি ইংরেজীতে লিথিত হইতে পারে, তাহা হইলে হিন্দী ভাষায় অনভিজ্ঞ - কেহ ইংরেজীতে বক্তৃতা করিলে তাহাতে এমন কি অপরাধ হয় ? ইংরেজী বিদেশী বলিয়া তাহা বর্জন করা হইতেছে। কিন্তু করাচীতে সভাপতির সভাস্থলে আসিবার সময় তাঙ্গার আগে আগে বাদ্যকরদের মধ্যে স্কটল্যাণ্ডের ব্যাগ-পাইপ ও ভারতবর্যের ঢাক বাজাইবার লোক ছিল । ব্যাগ-পাষ্টপটা ত হিন্দী নয় । হিন্দীতে বক্তৃতাদি করায় আপাততঃ যে কয়েকটি অস্থবিধা হইতেছে, তাহ বলিতেছি। হিন্দী যাহাদের মাতৃভাষা তাহারা বলেন, যে, ভারতবর্ষের উত্তর অংশের সর্বত্র লোকে হিন্দী বুঝে। ইহা ঠিক নহে। ইহা সত্য হইলেও, সাধারণ কেনাবেচার হিন্দী বুঝা '७क कष ७वः श्किौ बङ्गड बूब चत्र क्षा । আমি সাধারণ কেনাবেচার এবং মামুলী ভদ্রতার ও দৈনন্দিন খবরাখবরের হিন্দী বুঝি ও বলিতে পারি।