পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ—করাচী কংগ্রেসের ব্যবস্থা ও কাজ S86. একটি প্রাচীন এবং একটি আধুনিক স্থানের উল্লেখ মাত্র করিব । ভারতবর্ষে এ পর্য্যস্ত যত প্রাচীন নগর আবিষ্কৃত হইয়াছে, তাহার সবগুলিরই ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায়। কিন্তু সিন্ধুদেশে যে মোহেন-জে-দড়ে নামক স্থান পরলোকগত রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন, তাহ প্রাগৈতিহাসিক । “মোহেনজো-দড়ো” নামটির অর্থ মোহেন বা মোহনের উচু ঢিবি । এখানে ভিন্ন ভিন্ন যুগের তিনটি শহরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়াছে। আধুনিকতম নগরটি মোটামুটি ৫• • • বৎসর আগেকার। আরও প্রাচীন ধ্বংসাবশেষ আরও গভীর স্তরে আছে অনুমিত হইয়াছে, কিন্তু জল বাহির হওয়ায় তাহা এখনও খনিত হয় নাই । রাখালবাবু যাহা খনন করাইয়াছিলেন, তাহার একটি স্থান প্রত্নতত্ত্ববিভাগের মোহেন-জো-দড়ে স্থিত কৰ্ম্মচারী শ্ৰীযুক্ত ননীগোপাল মজুমদার ও শ্ৰীযুক্ত মণীন্দ্রনাথ সেনগুপ্ত সৌজন্য সহকারে আমাকে দেখাইয়াছিলেন । তাহাদের নিকট আমি কৃতজ্ঞ । শীতকালে সেখানে গেলে ভাল করিয়া দেখিবার স্ববিধা হয়। গরমের সময় দুই প্রহর রৌদ্রে দেখা আরামদায়ক নহে । কথাপ্রসঙ্গে অবগত হইলাম, সিন্ধুদেশে আরও চব্বিশটি স্থান আবিষ্কৃত হইয়াছে, যাহার কোন-কোনটিতে হয়ত মোহেন-জে-দড়ো অপেক্ষাও প্রাচীনতর সভ্যতার নিদর্শন পাওয়া যাইতে পারে। এগুলি এখনও যুথারীতি খনিত इग्न नाझे । মোহেন-জো-দড়ে ডোকরী নামক রেলওয়ে ষ্টেশন হইতে যাওয়া স্থবিধাজনক । এই হইতে প্রায় ২৮০ মাইল । ষ্টেশন হইতে মোহেনজে-দড়ো প্রায় ৯ মাইল । টঙ্কণ বা মোটর গাড়ীতে যাওয়া যায়। রাস্তা ভাল । মোহুেন-জে-দড়োতে আবিষ্কৃত কতক জিনিষ তথাকার মিউজিয়মে আছে। খুব মূল্যবান অনেক জিনিষ বিলাতে ও আমেরিকায় প্রেরিত হইয়াছে। কিছু কলিকাতার মিউজিয়মে আসিয়াছে। স্থানটির সচিত্র বৃত্তান্ত প্রত্নতত্ত্ববিভাগের ডিরেক্টর স্তর জন মার্শ্যাল লিখিয়াছেন। তাহ তিন চারি মাস পরে বাহির হইবে শুনিলাম । এই প্রকার স্থান খনন করিয়া ভারতবর্ষের লুপ্ত সভ্যতার নিদর্শন আবিষ্কারে যত টাকা খরচ হয়, তাহী অপেক্ষা অনেক বেশী টাকা খরচ করিয়া আরও অনেক স্থান খনন করা উচিত। সিন্ধুদেশের আধুনিক যে বড় কাজটি সকলের দেখিবার কাজের জন্ত মণ্ডপ-নিৰ্মাণ, যোগ্য, তাহা সঙ্কর শহরে সিন্ধুনদের বাধ । ইহা ১৯৩২ সালে মে-জুন মাসে শেষ হইবে। নদে বাধ দিয়া বৃহৎ ষ্টেশন করাটা ' জলাশয়ে যে জল সঞ্চিত হইতে থাকিবে, খালের দ্বারা তাহা শস্যক্ষেত্রে জলসেচনের জন্ত ব্যবহৃত হুইবে । বাধ ও খালসকলে কুড়ি কোটি টাকা খরচ হইবে অনুমিত হইয়াছে। আরও ৪৫ কোটি টাকা বেশী খরচ হইতে পারে। বাধ ও খালগুলির নির্মাণ শেষ হইয়া গেলে সিন্ধুনদের পূর্ব ও পশ্চিম দিকের ৭৪,৪৬,••• একার জমিতে জলসেচন করা চলিবে । তন্মধ্যে প্রেতি বৎসর ৫৪,৫৩,• • • একার জমিতে চাষ চলিবে । এক একার ৪৮৪০ বর্গ গজ, তিন বিঘার কিছু বেশী। সঙ্কর বাধের অন্ততম এঞ্জিনিয়ার শ্ৰীযুক্ত এম্ পি মত্থরানী মামক সিন্ধী ভদ্রলোকটির আতিথ্যে ও সৌজন্যে আমরা সক্টরের বাপ দেখিতে সমর্থ হইয়াছিলাম। আমরা র্তাহার নিকট কৃতজ্ঞ ; করাচী কংগ্রেসের ব্যবস্থা ও কাজ করাচীর কংগ্রেসওয়ালার সমুদয় আয়োজন করিবার জন্ত মোটে ২৪৷২৫ দিন সময় পাইয়াছিলেন। সেই সময়ের মধ্যে র্তাহারা কংগ্রেসের প্রতিনিধিদের ও দশকদের থাকিবার ও থাইবার বন্দোবস্ত, নানা কমিটির c** इब्रछन्न ब्रांघ्र वेिदि*षiन ॥ ऍशांब्र नांcभ करtaन नर्ण८ब्रव्र नांभकब्र* हरेब्रां८छ् थानि-थळूर्णनौ. छिलक স্বদেশী বাজার প্রভৃতির আয়োজন করিয়াছিলেন। র্তাহাদের কৃতিত্ব প্রশংসনীয়। প্রতিনিধি ও দর্শকদের