পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] বিবিধ প্রসঙ্গ— কানপুরের দাঙ্গা ও হত্যাকাণ্ড >8సి রাজনৈতিক নহে, আত্মরক্ষার জন্ত ইহাকে রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করিতে হয়। সেই মত যে সাম্প্রদায়িক সঙ্কীর্ণতা দ্বারা দূষিত নহে তাহা হিন্দু মহাসভার কার্য্যনিৰ্ব্বাহক কমিটির দ্বারা প্রকাশিত মতবর্ণনাপজ হইতে বুঝা যায় । হিন্দু সংস্কৃতি ও সভ্যতা রক্ষা ও তাহার প্রভাব বৃদ্ধি, হিন্দু সমাজকে স্বস্থ সবল ও জ্ঞানোন্নত রাখl. এবং হিন্দুর সংখ্যা-ত্বাস-নিবারণ ও সংখ্যা-বুদ্ধিসাধন, হিন্দু মহাসভার এই সব উদেহু বিবৃত ও ব্যাপাত হয়। হিন্থ সমাজের অনুন্নত শ্রেণীর লোকদিগের ও মুসলমানদের হিতসাধন যে “উচ্চ” শ্রেণীর হিন্দুদের কৰ্ত্তব্য এবং অক্রোধ ও সেবা দ্বারা যে বিদ্বেষকে পরাজিত করিতে হইবে, বক্তভায় তাহা বলা হয় । যেসকল কারণে সিন্ধুদেশ একটি স্বতন্ত্র প্রদেশে পরিণত করা বৰ্ত্তমান অবস্থায় উচিত নয় তাহাও ব্যাখ্যাত হয়। অধিবেশনের দ্বিতীয় দিবসে অনেকগুলি প্রয়োজনীয় প্রস্তাব গৃহীত হয় । কানপুরের দাঙ্গা ও হত্যাকাণ্ড ভারতবর্মের আধুনিক ইতিহাসে ইহা বহুবার ঘটিয়াছে যে, যখনই হিন্দু মুসলমানে দাঙ্গা মারামারি কাটাকাটি হইলে জাতীয় কোন মহৎ উদ্দেশ্র সিদ্ধির বা মঙ্গল সাধনোপায়ে ব্যাঘাত জন্মিবে, তখনই ঐৰূপ অনিষ্টকর ঘটনা ঘটিয়াছে। কেন এরূপ হয়, তাহার আহমান আলোচনা অনেকবার করিয়াছি । প্রাচীনকালে এইরূপ ঘটনা ঘটিলে হয়ত তখনকার লোকেরা ভয়ে দুদেব বা আকস্মিকতা নামক কোন কল্পিত উপদেবতার মূৰ্ত্তি গড়িয়া, তাহাকে প্রসন্ন করিবার নিমিত্ত পূজা বলি দিত। একালে তাহা হইবার জো নাই, এই জন্য এই সব ঠিক সময়োচিত অথচ “আকস্মিক” ভীষণ ঘটনার উৎপত্তির অন্য কারণ অল্পমান ও আবিষ্কার করিতে হয়। অনুমানটাকে বিপথে চালিত করিবার নিমিত্ত সংবাদ সরবরাহকারী কোন এক এজেন্সী গোড়াতেই রটাইয়া দিল, ভগৎ সিংহের ফাসীর জন্য হরতাল উপলক্ষ্যে কংগ্রেসওয়ালার জোর করিয়া মুসলমানদের দোকান বন্ধ করাষ্টবার চেষ্টা করায় এই হাঙ্গণমা ঘটিয়াছে। বস, ইহাতেই দিল্লীতে সমবেত এক দল মুসলমান কংগ্রেসকে, ংগ্রেসওয়ালাদিগকে ও হিন্দুদিগকে আক্রমণ করিয়া ভয়ানক উত্তেজনাপূর্ণ বক্তৃতা করিলেন। ইহা নিতান্ত পরিতাপের বিষয় । কংগ্রেস পক্ষ যদি ইহা ঘটাইয়া থাকিবে, তাহা হইলে উহার স্থানীয় নেতা সম্পূর্ণ সাম্প্রদায়িক পক্ষপাতশূন্য পণ্ডিত গণেশশঙ্কর বিদ্যার্থী বিপন্ন হিন্দু ও মুসলমানদিগকে বাচাইতে গিয়া প্রাণ দিলেন কেন ? - বস্তুতঃ কংগ্রেসওয়ালার বা হিন্দুরা মুসলমান দোকানদারদের উপর জুলুম করিয়াছিল, এরূপ কোন প্রমাণষ্ট পাওয়া যায় নাই ; কংগ্রেসের হিন্দু-মুসলমানের মধ্যে পরলোকগত পণ্ডিত গণেশ শঙ্কর বিদ্যাগী সদ্ভাব স্থাপন ও বুদ্ধির চেষ্টায় যাহাভে ব্যাঘাত জন্মে এরূপ কিছু করা কোন কংগ্রেসওয়ালার দ্বারা কেন হইতে পারে না তাহার নানা যুক্তি দেখাইয়া, কানপুর শহরের কংগ্রেস কমিটির সাধারণ সেক্রেটারী লালা প্যারেলাল আগরওয়ালা তাহার বর্ণনাপত্রে লিখিয়াছেন— It would be proper to note a , few points here which will clear some misunderstandings, arout Congress responsibility in this connection : (1). It is not a fact that Muslim shops were nigketed at any time in order to force them to close their husiness whenever hartal was declared by the Congress Committee. No one had ever any Hantition or authority from the Congress. Committee to do that, nor did the Congress (;ommittee over encourage or condone any such practice. (2) The Congress Committee or its authorities...never alvised, inter •ference with . trassic... (3) The news, of Lahore executions arrived at Cawnpore, about A.M. in the morning of the 24th ultimo and sp liko wild fire throughout the city....Most shopkeepers closed business inmediately, ywithout., waiting for formal င္ရန္စ္ဝမ္းႏိုင္ငံ pf hartal by the Congress Committee. uslim shops were also voluntarily closed and