পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা} শ্রীপ্রফুল্ল চৌধুরী, এম-এ, বি-এল এ ভদ্ব্যতীত আরও কতিপয় বাঙ্গালী কলের কাপড়চোপড়, ঢাকাই কাপড় ও বোতাম, যশোহরের চিরুণী ইত্যাদি নানা প্রকার জিনিষের এজেন্সী লইয়। ছোটখাট ব্যবসায় করিতেছেন । ধাহারা উচ্চ সরকারী পদে প্রতিষ্ঠিত আছেন এবার তাহাদের একটু পরিচয় দিতেছি। ক্রযুক্ত ক্ষিতীশচন্দ্র সেন, এম-এ, আই-সি-এল, মহাশয় প্রায় পনের বৎসর ষ্যবং বোম্বাক্ট প্রদেশে আছেন । তিনি সোলাপুর, নাসিক, থানা প্রভৃতি বিভিন্ন জেলায় উচ্চ সরকারী পদে নিযুক্ত ছিলেন । বৰ্ত্তমানে তিনি বোম্বাই হাইকোর্টের রেজিষ্ট্রার। প্রযুক্ত সেন মহাশয়ের নাম সাহিত্য-জগতে স্বপরিচিত। ইংরেজী কৰিত রচনায় তিনি সিদ্ধহস্ত। ङिनि ब्रबैौटानांcषञ्च व्षcनक कविड e *ब्राखा' नांधक কথানাটাখানি ইংরেজীতে জম্বুবাদ করিয়াছেন। খুলনা জেলার কালিয়া গ্রামে তাঙ্কার নিবাস । বোম্বাই-প্রবালী বাঙালী ૨૯ડ শ্ৰীকুধাংশুকুমার বন্দোপাধ্যায়, এম-এ, পি-এইচ-ডি শ্ৰীযুক্ত প্রফুল্ল চৌধুরী, এম-এ-বি-এল, মহাশয় প্রায় এক বৎসর যাবং এখানে আছেন। ঐছষ্ট জেলায় - জুার নিবাস। তিনি ১৯১৫ সালে ভারত मब्रकारद्रब রাজস্ব বিভাগের নিখিল ভারত প্রতিযোগিতা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন । বৰ্ত্তমানে তিনি বোম্বাই গভর্ণমেণ্টের ডেপুটি ফাইনানখিয়াল অ্যাডভাইসরের কায্য করিতেছেন । রাজস্ব-বিভাগের কাধ্যে ঐযুক্ত চৌধুরী মহাশয় অত্যস্ত দক্ষতার পরিচয় দিয়াছেন । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ডাঃ ঐযুক্ত সুধাংশুকুমার বন্দ্যোপাধায় এম-এ, পি-জার-এল, . পি-এইচ-ডি, মহাশয় প্রায় আট বৎসর বাৰং ৰোম্বাই শহরে অাছেন । তিনি কোলাৰ মানমন্দিরের ভাইরেক্টরের কার্য্য করিতেছেন। তিনি এবার নাগপুরে প্রবাসী বাঙালীদের সাহিত্য-সম্মিলনে বিজ্ঞান-শাখাৰু সভাপতি হইয়াছিলেন। ঢাকা, ৰিক্রমপুরে জাহার নিবাস।