পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] বিবিধ প্রসদ-রাষ্ট্রনীতি ও মিঃ ভিলিয়াস ՀՆ-Պ ইয়াছে। ইহা প্রেসিডেন্সী কলেজের রবীন্দ্র-পরিষৎ কর্তৃক প্রকাশিত “কবি-পরিচিতি । নামটি কৰি নিজে দয়াছেন । পুস্তকখানিতে র্তাহার একটি কবিতা, একটি অভিভাষণের অস্থলিখন, এবং প্রমথ চৌধুরী, স্বরেন্দ্রনাথ গস-গুপ্ত, জীকুমার বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মৈত্র, Iাধারাণী দত্ত, নীহাররঞ্জন রায় এবং গিরিজ মুখোপাধ্যায়ের দাতটি প্রবন্ধ আছে । “রাশিয়ার চিঠি” আর একটি অঙ্ক রকমের সময়োপযোগী পুস্তক রবীন্দ্রনাথের জন্মোৎসব দিবসে প্রকাশিত হইয়াছে । প্রবাসীতে কবির রুশিয়া সম্বন্ধে ষতগুলি চিঠি প্রকাশিত হইয়াছে, তাহার সহিত প্রবাসীতে প্রকাশিত র্তাহার অপর কয়েকটি লেখা একত্র সন্নিবদ্ধ করিয়া সবগুলি বিশ্বভারতী গ্রন্থালয় পুস্তকাকারে মুদ্রিত করিয়াছেন। রুশিয়া সম্বন্ধে নানা কথা জানিবার কৌতুহল অনেকেরই আছে। যাহার প্রবাসী পড়েন না, তাহারা এই পুস্তকে প্রত্যক্ষদর্শী কবির ঐ চিঠিগুলি পড়িয়া উপকৃত হইবেন । আর র্যাহারা প্রবাসী পড়েন, তাহদেরও চিঠিগুলি জাবার এক জায়গায় পড়িবার ও রাখিবার স্থবিধা হইল । মহাত্মা গান্ধী ও মাতৃভাষা গত ১৮ই এপ্রিল বোম্বাই মিউনিসিপালিটি মহাত্মা গান্ধীকে সম্মান-পত্ৰ উপহার দেয়। তিনি এই নম্বনের উত্তর এই বলিয়া গুজরাটিতে দেন, ষে, “মাতৃভাষা ভিন্ন জন্ত ভাষায় আলোচনা মন্ত্রণাদি शगान उल्लिङ नरश् ” ३श जप्शेखिक कधी नररु । কিন্তু যেখানে এমন সব লোক একত্র হইয়া মন্ত্রণা ও আলোচনা করে, যাহাদের মাতৃভাষা এক নয়, সেখানে কোন ভাষায় কাজ চালান হইবে সমবেত অধিকাংশ লোক ৰে ভাষা বুঝে ও বলিতে পারে, তাহাতেই চালান উচিত । বোম্বাইয়ে মহাত্মা গান্ধী তাহার মাতৃভাষা গুজরাটিতে जसिनकादमब्र फेडग्र cनन । किरू फेश cबांचाहे अश्८ग्र প্রচলিত একমাত্র বা প্রধান দেশভাষা নহে। ১৯২১ সালের সেন্সল আছুসারে বোম্বাই শহরে যতগুলি ভাষা প্রচলিত ছিল, তাহার মধ্যে প্রধান পাচটি স্বত লোকের মাতৃভাষা ছিল তাহ নীচের তালিকায় দেখান হইল। ভাষা कङ छानब्र भांडूछाया । भद्रार्टी چ8,88 ه,ويه গুজরাটী ఇరిఆe 84 ङ्क्षिौ S \ర్శిఆ8: कक्लो \oа,eә > কোঙ্কনী �a,eab ১৯২১ সালে বোম্বাই শহরের লোকদের শতকরা জনের মাতৃভাষা ছিল মরাঠী, ২০.১ জনের গুজরাট । স্থতরাং ঐ নগরের প্রধান মাতৃভাষা মরাঠী । মহাত্মা গান্ধী সাধারণতঃ হিন্দীতে কথাবাৰ্ত্তা চালান ও বক্তৃতা করেন। বোম্বাইয়ে ইহার ব্যতিক্রম করিবার কারণ বোধ হয় এই, যে, তিনি প্রাদেশিক ও স্থানীয় ব্যাপারের আলোচনায় তজত্য মাতৃভাষা ব্যবহারের পক্ষপাতী ! তাহা হইলে বোম্বাই শহরে মরাঠার ব্যবহারই প্রশস্ত, যদিও সৰ্ব্বত্রই নিজের মাতৃভাষা ব্যবহার করিবার অধিকার সকলের থাকা উচিত। কংগ্রেসে হিন্দুস্থানী, ইংরেজী, এবং, বক্তার মাতৃভাষা হিন্দুস্থানী না হইলে, র্তাহার মাতৃভাষা অন্য কোন দেশীভাষা ব্যবহারের অধিকার থাকা উচিত । ● >。8 রাষ্ট্রনীতি ও মিঃ ভিলিয়ার্স কলিকাতা ইউরোপীয় সভার বর্তমান সভাপতি মিঃ ডিলিয়াস ইংলণ্ডের “ভেলী এক্সপ্রেস” কাগজে এদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনীতি এবং ইউরোপীয় বণিক সম্প্রদায়ের ঐ সম্পর্কে কাৰ্য্যপন্থার সম্বন্ধে মতামত প্রকাশ করিয়াছেন । ঐ মতামত প্রকাশের ফলে এদেশের রাজনৈতিক মহলে ছোটখাট একটি ঝড় বহিয়া গিয়াছে। এখন প্রকাশ এই যে, ভেলী এক্সপ্রেলে তাছার মন্তব্য ঠিক ভাবে প্রকাশিত হয় ‘নাই । এখানের ইউরোপীয় সভা ঐ মন্তব্য সম্বন্ধে বলিয়াছেন যে, উচ্ছা যদি সত্যু হয়—এবং সভার বিশ্বাস ৰে উহা নিতুল নয়—জৰে টছ