পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ళలి?8 প্রবাসী-আষাঢ়; ১৩৩৮ ৩১শ ভাগ, ১ম খণ্ড SAASASAAAAASA SSASAS SS SAAAASAAAA ASAAAAS AAASASAAAAASAAAA পৌঁছিয়া দেখি শঙ্ক-অধিকৃত পাহাড়টা জামাদের णभूष थीघ्र थाम्ना श्हेब फेलििब्राप्इ । ब्रटलtनव्र गश्डि আমাদের প্রখম সৈন্যশ্রেণীর অবিরাম গোলাগুলি বিনিময় চলিতেছে। যুদ্ধের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আহতের সংখ্যাও বাড়িয়া চলিয়াছে—আমাদের পিছনপানে তারা घनघन बाहिज्र क्ष्हेटङ८छ् । জাপানী গোলন্দাজেরা শক্রয় কামান খামাইবার খুব চেষ্টা করিডে লাগিল। পদাতিকের একজনের পিছনে জায় এক জন খাড়া পাহাড়ে কোনগতিকে উঠিতে স্থা করিল। মাঝে মাঝে থামিয়া গুলি চালায়, তারপর আবার একটু ওঠে, আবার থামে। আকাশ ব্যাপিয়া পাণ্ডুর মেঘ, সাদা ও কালো ধোয়। গাদাগাদ উঠিতেছে, মাটির উপর চড়বড় করিয়া গোলাকুষ্টি হইতেছে । গোলন্দাজের হাত ভাল, অচিরে মধ্যে শত্রুর তিন চারিটি কামান নীরব হুইয়া গেল । জামাদের পদাতিকের শক্রর খুব নিকটে পৌছিয়াছে এমন সময় দুইট। ‘মাইন’ তাদের সামনে ফাটিয়৷ গেল। কালো ধোয় আর ধূলার মেঘের মধ্যে জামাদের লোকেরা অদৃপ্ত হইলে ভয় হইল বুঝি-বা সৰ্ব্বনাশ ঘটিয়াছে। কিন্তু আশ্চৰ্য্য, ধোয়া মিলাইলে দেখিলাম আমাদের একটি লোকও মরে নাই ! তবে ঙ্কি রুশের এত বহুমূল্য বারুদ নষ্ট করিল শুধু ধূলা ॐप्लांझेयांग्न छना ? কেবল বিস্ফোরক মাইন’ দিয়া নয়, বারবার একযোগে গুলিবর্ষণ করিয়া শত্রু আমাদের বাধা দিতে লাগিল। তাদের পানে মুখ ফিরানো দায়, আরামে মাথা তোলারও উপায় নাই। তবুও নির্ভয়ে অগ্রসর হইতে লাগিলাম। ছোট একটি দল মৃত্যুর জন্ত প্রস্তুত হইয়া হাতে পায়ে ভর দিয়া পাহাড়ের উপর উঠিয়া পড়িল। অমনি সেই দৃষ্টাভে উৎসাহিত হইয়া বড় বড় দল বন্যার মভ শত্রুর মধ্যে গিয়া পড়িতে লাগিল । ‘মাইন’ এর মুখ মাড়াইয়া, সমুখ ও পাশের গোলাগুলি উপেক্ষা করিয়া এক্ট আক্রমণ—তাহাতে কত যে বিপদ বুঝাইয়া বলা কঠিন । কেনজান-গিরি দৈববলে বলীয়ান, তাহাকে কি ছাড়া যায় ? শত্রু প্রাণপণে বাধা দিতে লাগিল। যুদ্ধ ত নয় যেন সাক্ষাৎ নরক । বর্ষার সঙ্গে বর্ষা, তলোয়ারের সঙ্গে তলোয়ার মিলিল, ভীষণ কামানগর্জনে ডুবিল যোদ্ধদলের হুঙ্কার ও আস্ফালন এবং আহতের সকরুণ বিলাপ । আকাশ ধূমাবরণে অদৃশ্য হইল। শত্রুর সকল চেষ্টা ব্যর্থ করিয়া বিজয়লক্ষ্মী আমাদের আশ্রয় করিলেন । নানা পরাজয়-চিহ্ন পশ্চাতে ফেলিয়া শত্রু পালাইল । শৈলশিরে নবহুষ্য-পতাক। সগৰ্ব্বে উড়িতেছে । কেল্লা হাতে আসিয়াছে—শত্রুকে আর কি উহ ফিরাইয়া দিব ? ক্রমশঃ