পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বসন্ততিলক ছন্দ (একবিংশ সর্গ)— ম্বন কাৎ নিবাতকবচাগুলাগুল প্ৰগলভ ক্রোধে রিকাঙ মঞ্জিকু নীতি মমেং উপায় । তন সাম ভেদ ধন কেবল দণ্ডকৰ্ম্ম, গ্যোঙ নিউ পরাক্রম জুগেনদু ক-প্রবীরন ৷ ১ ৷ মগ্রিন্থ পাদ-উভয় শুষ্ককুল প্রশাস্ত ক্ৰোধাক্ষ দুষ্কত বিরক্ত করালবক্ত । রেংবেং হিরণ্যকশিপুঃ কুল কালকেয় মঙ্গে; রুতার্থ গিন্সলঙ হলুরিঙ রণাঙ্গ + ২ ॥ এদের ভাষায় সংস্কৃত শব্দের এই বাহুল্যের কথা রবীন্দ্রনাথ তার 'ঘবদ্বীপের প্রতি’ কবিতায় উল্লেখ ক’রেছেন – এই যে পথে হয়েছিল মোদের বাওয়া আসা. * স্বাজে। সেথায় ছড়িয়ে আছে আমার ছিন্ন ভাষা । যবদ্বীপের রাজবাড়ীর কায়দার মধ্যে, আমাদের দেশের সভ্যতার আর বীতি-নীতির সঙ্গে খাপ খায় না এমন কিছুই দেথলুম না । যাকৃ,—আমরা বসবার পরে ইউরোপীয় বা গু তো স্বল্প খানিকক্ষণ বাজ ল । তারপরে নানা তালে গামেলান বাদ্য বেজে উঠল । পালি গায়ে গামেলানের দল ভূয়ে ব’লে , তাদের মধ্যে গাইয়ে রয়েছে জন-কতক, মেয়ে আর পুরুষ । এদের গলার আশ্ৰয়াজ চমৎকার । পুরুষ গাইয়েরাষ্ট বেশী গাইলে –ধীর-গম্ভীর একটী স্বরে একজন গায়ক গান প’রলে—সমস্ত গামেলানের সমধুর টুইটাং ধ্বনির উদ্ধে, আমাদের ধ্রুপদ গানের ধরণে এর স্নিগ্ধ-গভীর কণ্ঠস্বর শোনাতে লাগল। আমাদের স্থির হ’য়ে ব’সতে এইরূপে থানিকক্ষণ কেটে গেল । মগুপটীর চার ধারে চেয়ারে যবদ্বীপীয় আর ডচ নরনারীর উপবিষ্ট—গামেলানের আর গানের আওয়াজে মগুপট গম্‌-গম্‌ ক’রছে। আমার ডান পাশে যে রাজবংশীয় মহিলাটি ব’সেছিলেন, তিনি দু একটি কথা জামায় জিজ্ঞাসা করলেন—মালাই ভাষার। যথাশক্তি আমি তার সঙ্গে মালাষ্ট বলবার চেষ্টা করতে লাগলুম। কবির সম্বন্ধে প্রশ্ন, ভারতবর্ষের রাজাদের সম্বন্ধে প্রশ্ন, জার মেয়েদের সম্বন্ধে প্রশ্ন। আমরা মুসলমান নই শুনে কোনও ভাবষৈলক্ষণ্য নেই। ই পাশের ডচ ভদ্রলোকটর হিন্দু नर्तन नचtक जानबाब्र बरफ़ हेछह cनधनूम-हेनि cबोक्ष श्ब्र দ্বীপময় ভারত లి(tఏ ാ কোনও জাসিস্টান্ট-রেসিডেন্ট হবেন। কবিকে জার সকলের মতন—তবে একটু বেশী কাজ করা – একথান চেয়ার দিয়েছিল, পরে তার জন্তু একখানা আরাম-কেদারা এনে দিলে । নাচ কখন কেমন ভাবে আরম্ভ হবে জানি না, আমরা ব’সে ব’সে গল্প-গুজব ক’রছি, গামেলান শুনছি, আর মাঝে-মাঝে বরফ-লিমনেড পাচ্ছি। আমার পাশের ডচ ভদ্রলোকটা আমার গায়ে হাত দিয়ে, মগুপের বাইরে আর একটী মহলে যাবার একটা ঢাকা পথের দিকে দেখালেন । সকলের দৃষ্টিও সেই দিকে পড়ল। অতি মনোহর ধীর পদবিক্ষেপে কতকগুলি তরুণী আসছে । লোকজনের গুঞ্চন যেন সহসা থেমে গেল, গামেলানের বাজনা তখন ষেন আরও উৎসাহের সঙ্গে বেজে উঠল, গায়কের কণ্ঠস্বর যেন বিজয়োৎসবের উল্লাসে পূর্ণতর উচ্চতর হয়ে উঠল। "বেডয়ো’ নাচের পাত্রীরা সভা-মণ্ডপে প্রবেশ দিচ্ছেন । এরা সংখ্যায় ন জন । সৌষ্ঠব জার স্বযমায় পূর্ণ দেহত্র। পরিধানে একখানি ক’রে খেজুরছড়ির মতন ঢেউ-খেলানো সাদার উপর খয়রা রঙের নক্সাদার সারং, তার খানিকট মাটিতে লুটিয়ে আসছে। গায়ে বুক-আঁট উজ্জল নীল বা লাল বা হলদে রঙের মখমল ব৷ কিঙ খাপের জাণ্ডিয়া পর, দুই কাধ জনাবৃত ।