পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ প্রবাসী—আষাঢ়, ১৩৩৮ [ ৩১শ ভাগ, ১ম খণ্ড কিছুই আমি জানি না । এই সম্বন্ধে যে ধারণাটি আমার মনে বিদ্যমান, সেটি হ’চ্ছে এর একটি অতি শুদ্ধসংযত শালীনতা । প্রত্যেক ভঙ্গীটি এমন একটি শুচিতাপুর্ণ গাতীৰ্য্যের সঙ্গে প্রকাশিত হ’চ্ছিল, যে তা দেখে মনও যেন দেবাচৰ্চনা-স্থলের উচিত একটী পবিত্রতায় ভ’রে উঠ ছিল । নৰ্ত্তকীরা যখন রাজার সামনে আনতনেত্ৰে খানিকক্ষণ দাড়িয়ে থেকে, ধীরে ধীরে চতুর্দিকে পরিধেয়ের বিস্তাস ক’রে দিয়ে, মাটিতে হাটু পেতে ব’সে, দুই হাত জোড় ক’রে রাজাকে ‘সেম্বাঃ’ বা প্ৰণাম করলে,—তারপরে আবার আস্তে আস্তে উঠে ললিত গতিতে নাচ আরম্ভ ক’রলে—এর প্রত্যেক হাত বা কোমর বাকানোর ঢঙটা আমাদের কাছে অপূৰ্ব্ব লাগছিল । নাচের ভঙ্গীর কতকগুঙ্গি ছবি এঁকেছিলেন একটি vērsa crista nfri; dw afx Tyra de Kleen ; শুৱৰুর্ভয় ইনি এবিষয়ের জন্ত আহুমতি পেয়েছিলেন । তার জাকা রঙীন ছবিগুলি ডচ সরকারের সাহায্যে ansffāara Balai Poestaka-g ATāss, 4fastfürs হ’য়েছে। ছবিগুলি এমন খুব যে ভালো তা নয়, তবে ‘শ্রিম্পি’ আর বেডয়ো’ নাচের কতকগুলি ভঙ্গী এর তুলিতে ধরা পড়েছে। (এই বইয়ের স্থখানি রঙীন ছবি এবারকার ‘প্রবাসী’তে দেওয়া হ’ল । ) ‘শ্রিম্পিনাচকে যবজ্ঞাপের রোমান্স ছেনে তৈরী বলা যায় । নাচের মধ্যে সব চেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছিল— এই সব মেয়ের জানত দৃষ্টি, আর ধীর-ললিত ছন্দোময় গতি। কিন্তু মোটের উপরে, মঞ্জুনগরোর গৃহে এ কয় দিন যে-সব নাচ দেখি, সে-সবের সঙ্গে তুলনা করলে, স্বস্থহনানের রাজবাটীর নাচে যেন একটু ভাস্তি একটু ennui-এর ভাব আছে ব’লে বোধ হ’fচ্ছল । কিন্তু এইটুকুনই এই প্রচ্ছন্ন বেদনার ভাবটা যেন এর একটা বিশেষ অপার্থিব গুণ ব’লেও লাগ ছিল । পর পর তিনটী নাচ হ'ল, সবকটিতেই এই নয় জন মেয়ে ছিল । এদের নাচ যখন শেধ হ’ল, তখন আবার যে ভাবে এরা এসেছিল সেই ভাবেই ফিরে” গেল । বাজনা ষেন দ্বিগুণ জোরে বেজে উঠল, গায়কের কণ্ঠে আবার